Best 30 Geography MCQ 2023 Part- 7I ভূগোল বিষয় থেকে ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 2023- পর্ব 7

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকে  গুরুত্বপূর্ণ 30 টি Geography MCQ 2023 পর্ব 7 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি ভূগোল ভিত্তিক MCQ। যা আপনারা অবশ্যই দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।

1.ভারতের দীর্ঘতম নদী উপত্যকা—

  • A) শোন
  • B) হূগলি
  • C) চন্দ্রভাগা
  • D) যমুনা

D. যমুনা

2.ভারতের বৃহতম লবনাক্ত জলের উপহ্রদ হল —

  • A ) কোলেরু
  • B ) উলার
  • C ) চিলকা
  • D ) ভেমনাবাদ

  Ans:- C) চিলকা

3.ভারতের একটি উচ্চতম লবনাক্ত হ্রদের নাম —

  • A ) পুলিকট
  • B ) ডাল
  • C ) উলার
  • D ) প্র্যাগ

  Ans :- D) প্র্যাগ

4.ভারতের সবপ্রথম কার্যাকরী  নদী পরিকল্পনা—

  • A) মহানদী পরিকল্পনা
  • B) দামদর পরিকল্পনা
  • C) তুঙ্গভদ্রা পরিকল্পনা
  • D) ময়ুরাক্ষী নদী পরিকল্পনা

Ans:- B) দামোদর পরিকল্পনা

5.মরু জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের –

  • A ) উত্তরাংশ
  • B ) মধ্য ভাগে
  • C ) পশ্চিমাংশে
  • D ) পূর্বাংশে

Ans:- D) পশ্চিমাংশে

6.একটি খরাপ্রবণ অঞ্চল হল –

  • A ) কালাহান্ডি
  • B ) কোশি অববাহিকা
  • C ) দামোদর উপত্যকা
  • D ) তিস্তা অববাহিকা

  Ans:- A) কালাহান্ডি

7.ভারতের পার্বত্য  ভূমিক্ষয়এর প্রধান কারণ হল—

  •  A ) শীতল জলবায়ু
  • B ) বায়ুপ্রবাহ
  • C ) ভূমিধস
  • D ) ভূমিক্ষয়

Ans:-D) ভূমিধ্স

8.রাজস্থানের মরুভূমিতে দেখা যায় —

  • A ) গজন
  • B ) ফনিমনসা
  • C ) সুন্দরী
  • D ) আম গাছ

 Ans:- B)  ফনিমনসা

9.হিমালয় পাবর্ত্য অঞ্ছলে দেখা যায়

  • A ) ম্যানগ্রোভ
  • B ) সরলবর্গীয়
  • C ) পনমোচী
  • D ) চিরহরিৎ

 Ans:- B)  সরলবর্গীয়

10.সামাজিক বনসূজন উপযুক্ত গাছ হল

  • A ) শাল
  • B ) রোজউড
  • C ) আম
  •  D ) ইউক্যালিপটাস

 Ans:- D) ইউকালিপটাস

11.একটি চিরসবুজ উদ্ভিদ–

  • A ) শাল
  • B ) মেহগনি
  • C ) পলাশ
  • D ) পাইন

Ans:- B) মেহগনি

12. 200 সেমি এর বেশি বূষ্টিপাতযূক্ত স্থ্যান—

  • A ) লবনাক্ত
  • B ) পাতা ঝরা
  • C ) চিরহরিৎ
  • D ) পার্বত্য

Ans:- C)  চিরহরিৎ

13. ম্যানগ্যোভ অরন্য দেখা যায়—

  • A ) মরুভূমি
  • B ) মালভূমি
  • C ) উপকুল
  • D ) পার্বত্য অঞ্চলে

 Ans:- D) উপকুল

14. মোচাকৃতি গাছ দেখা যায়-

  • A ) উপকুলে
  • B ) পার্বত্য অঞ্চলে
  • C ) মরু জলবায়ু
  • D ) মালভূমিতে

 Ans:- B) পার্বত্য অঞ্চলে

15.ভারতের সাভানা তূনভূমি—

  • A ) উপকুলবত্যী
  • B ) বৃষ্টিছায়া
  • C ) মরূ
  • D ) পার্বত্য

Ans:- B)  বৃষ্টিছায়া

Geography MCQ 2023

16.  প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল—

  • A ) পর্বত
  • B ) মহাদেশ
  • C ) জলপ্রপাত
  • D ) মালভূমি

 Ans:- B)  মহাদেশ

17.বহিজাত প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো—

  • A ) সূর্য
  • B ) নদী
  • C ) বায়ু
  • D ) হিমবাহ

  Ans:- A) সূর্য

18. কিউমেক হল–

  • A ) নদীর জলপ্রবাহ মাপার একক
  • B ) বায়ুর বেগের একক
  • C ) হিমবাহের গতিবেগের একক
  • D ) বরফের গভীরতার একক

  Ans:- A)  নদীর জলপ্রবাহ মাপার একক

19. কোনটি সুন্দরবন এলাকার দ্বীপ নয়–

  • A ) ঘোড়ামারা
  • B ) প্রবাশা
  • C ) মাজুলী
  • D ) লোহাচড়া

 Ans:- C) মাজুলী

20.সমভূমি প্রবাহে নদীর আকাবাকা পথকে বলে–

  • A ) মিয়েনডার
  • B ) বদ্বীপ
  • C ) প্রাবলভূমি
  • D ) পলল বাজনী

  Ans:- D) মিয়েনডার

21. ভারত ও বাংলাদেশ কয়েকটি জেলা নিয়ে গঠিত–

  • A ) 2
  • B ) 6
  • C ) 8
  • D ) 10

Ans:- B) 6

22.প্রশস্ত নদীর মোহনাকে বলে–

  • A ) বদ্বীপ
  • B ) খাড়ি
  • C ) প্লাবন ভূমি
  • D ) গিরিখাত

 Ans:- B) খাড়ি

23.নদীর গতিবেগ দিগূণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে—

  • A ) 2
  • B ) 6
  • C ) 64
  • D ) 7

 Ans:- C) 64

24) রসে মোতানে গঠিত হয়–

  • A ) বায়ুর
  • B ) নদীর
  • C ) হিমবাহের
  • D ) জলবায়ু

 Ans:-  C) হিমবাহের

25. ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল—

  • A ) রুপাল
  • B ) সিয়াচেন
  • C ) হিসপার
  • D ) জেমু

 Ans:- D) জেমু

26.শীতকালে হিমরেখার উচ্চতা—

  • A ) কমে যায়
  • B ) বেড়ে যায়
  • C ) সমান থাকে
  • D ) একই থাকে

  Ans:- A) কমে যায়

27.পর্বত এর পাদদেশে হিমবাহকে বলে–

  • A ) উপত্যকা হিমবাহ
  • B ) বরফের চাদর
  • C ) পিডমনট হিমবাহ
  • D ) নুনাটাকস

  Ans:- c) পিডমনট হিমবাহ

28.তুষার ও  হিমবাহ দ্বারা বাহিত উপাদানকে বলে—

  • A ) পলি
  • B ) লবন হ্রদ
  • C ) মোরেন
  • D ) পাইরোক্লাসটিক

  Ans:- C) মোরেন

29.  ভিনহন পিরামিড চূড়া অবস্থিত—-

  • A ) ভারতে
  • B ) নেপালে
  • C ) ফ্রান্সে
  • D ) সুইজারল্যান্ড

 Ans:- D) সুইজারল্যান্ড

30.সবথেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়–

  •  A ) রকি
  • B ) আল্পস
  • C ) আন্দিজ
  • D ) হিমলয় পর্বতে

Ans:- d) হিমালয় পর্বতে

আরও পড়ুন ঃ-

  1. Best 35 Geography MCQ 2023 Part – 6
  2. History MCQ 2023 Part – 1

Share This Post:

Leave a Comment