WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-21

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-21 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-21 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-20 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-21

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-21

১/ কোন রাষ্ট্র ‘বজ্রপাতের দেশ’ নামে পরিচিত রয়েছে?

অ) তাইওয়ান
আ) তিব্বত
ই) ভুটান
ঈ) জাপান

উত্তর :- ই) ভুটান

২/ কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ কত খ্রিস্টাব্দে করে ?

অ) 1937
আ) 1938
ই) 1939
ঈ) 1940

উত্তর :- অ) 1937

৩/ কোন অঙ্গ আক্রান্ত হয় জিরোপথ্যালমিয়া রোগে ?

অ) চোখ
আ) কান
ই) জিহ্বা
ঈ) ত্বক

উত্তর :- অ) চোখ

৪/ অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন —-

অ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
আ) শচীন্দ্র প্রসাদ বসু
ই) সুবোধ চন্দ্র মল্লিক
ঈ) অশ্বিনী কুমার দত্ত

উত্তর :- আ) শচীন্দ্র প্রসাদ বসু

৫/ মানুষের শরীরে সবচাইতে কঠিন বস্ত হল ?

অ) অস্হি
আ) এনামেল
ই) ডেন্টাইন
ঈ) নখ

উত্তর :- আ) এনামেল

৬/ চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে বলে কি বলা হয় ?

অ) সাইক্লোন
আ) টর্নেডো
ই) টাইফুন
ঈ) হ্যারিকেন

উত্তর :- ই) টাইফুন

৭/ প্রথম কোন সালে জাতীয় কংগ্রেসে চরমপন্থা দেখা যায় ?

অ) 1905
আ) 1907
ই) 1909
ঈ) 1911

উত্তর :- অ) 1905

৮/ কোন প্রাণীর শ্বাস অঙ্গ ট্রাকিয়া ?

অ) কেঁচো
আ) জোঁক
ই) শামুক
ঈ) সন্ধিপদ প্রাণী

উত্তর :- ঈ) সন্ধিপদ প্রাণী

৯/ কাংড়া দুর্গ জয় করেন কোন মুসলমান শাসক ?

অ) আকবর
আ) শেরশাহ
ই) জাহাঙ্গীর
ঈ) আলাউদ্দিন

উত্তর :- ই) জাহাঙ্গীর

১০/ নিচের কার উপনদী সিমসা ও ভবানী ?

অ) কাবেরী
আ) কৃষ্ণা
ই) গোদাবরী
ঈ) নর্মদা

উত্তর :- অ) কাবেরী

১১/ নিচের কোনটি সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর ?

অ) ফটোস্ফিয়ার
আ) করোনা
ই) ক্রোমোস্ফিয়ার
ঈ) কোর

উত্তর :- আ) করোনা

১২/ উদীয়মান সূর্যের দেশ কোন দেশকে বলা হয় ?

অ) জাপান
আ) নরওয়ে
ই) আয়ারল্যান্ড
ঈ) থাইল্যান্ড

উত্তর :- অ) জাপান

১৩/ পূর্বে কি নামে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পরিচিত ছিল ?

অ) ইম্পেরিয়াল লাইব্রেরি
আ) ব্রিটিশ লাইব্রেরি
ই) রয়েল লাইব্রেরি
ঈ) অ্যালবার্ট লাইব্রেরি

উত্তর :- অ) ইম্পেরিয়াল লাইব্রেরি

১৪/ প্রথম বাঙালি উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কে ছিলেন ?

অ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
আ) আশুতোষ মুখোপাধ্যায়
ই) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
ঈ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তর :- অ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

১৫/ বর্তমান ভারত রচনা করে ছিলেন ?

অ) রামমোহন রায়
আ) অরবিন্দ ঘোষ
ই) স্বামী বিবেকানন্দ
ঈ) বিদ্যাসাগর

উত্তর :- ই) স্বামী বিবেকানন্দ

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-21

১৬/ শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল কি ?

অ) আল্পস
আ) পিদুরুতালাগালা
ই) ইয়াম
ঈ) থাংশু

উত্তর :- আ) পিদুরুতালাগালা

১৭/ ভারতের জাতীয় গান কে রচনা করেন ?

অ) রবীন্দ্রনাথ ঠাকুর
আ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ই) শ্রী অরবিন্দ
ঈ) মহাত্মা গান্ধী

উত্তর :- আ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৮/ ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল বলে জানা যায় ?

অ) যশোধরা
আ) মহামায়া
ই) চিত্রাঙ্গদা
ঈ) কুন্তী

উত্তর :- অ) ‌যশোধরা

১৯/ রাজরাজেশ্বর মন্দির টি কোথায় অবস্থিত রয়েছে ?

অ) মহীশূর
আ) ইলোরা
ই) তাঞ্জাভুর
ঈ) এন্নোর

উত্তর :- ই) তাঞ্জাভুর

২০/ আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত —-
অ) অরবিন্দ ঘোষ
আ) পিসি ব্যানার্জি
ই) বিপিনচন্দ্র পাল
ঈ) সুভাষচন্দ্র বসু

উত্তর :- অ) অরবিন্দ ঘোষ

২১/ ‘প্রজ্ঞাপারমিতা সূত্র’ -এর রচয়িতা হলেন ?

অ) বসুবন্ধু
আ) সুশ্রুত
ই) অশ্বঘোষ
ঈ) নাগার্জুন

উত্তর :- ঈ) নাগার্জুন

২২/ পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা টি হল —

অ) পাললিক
আ) স্তরীভূত
ই) আগ্নেয়
ঈ) রূপান্তরিত

উত্তর :- ই) আগ্নেয়

২৩/ দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার কোনটি ?

অ) পূর্বা
আ) মৈত্রী
ই) জাহ্নবী
ঈ) দক্ষিণ গঙ্গোত্রী

উত্তর :- ঈ) দক্ষিণ গঙ্গোত্রী

২৪/ পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল —

অ) লাক্ষাদ্বীপ
আ) আইসল্যান্ড
ই) ইংল্যান্ড
ঈ) গ্রিনল্যান্ড

উত্তর :- ঈ) গ্রিনল্যান্ড

২৫/ বিশ্বের বৃহত্তম হ্রদ হল —

অ) ক্যাস্পিয়ান সাগর
আ) মানস সরোবর
ই) সুপিরিয়র
ঈ) টিটিকাকা

উত্তর :- অ) ক্যাস্পিয়ান সাগর

২৬/ ‘পৃথিবীর কফিপাত্র’ বলা হয় —–

অ) আর্জেন্টিনা
আ) কিউবা
ই) চিলি
ঈ) ব্রাজিল

উত্তর :- ঈ) ব্রাজিল

২৭/ সংবিধানের অষ্টম তফশিলের আলোচ্য বিষয় কি ?

অ) আঞ্চলিক ভাষাসমূহ
আ) মৌলিক অধিকার
ই) নির্দেশমূলক নীতিসমূহ
ঈ) উল্লিখিত শব্দটি বিষয়

উত্তর :- অ) আঞ্চলিক ভাষাসমূহ

২৮/ কার অধীনে ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ হয়ে থাকে ?

অ) রাষ্ট্রপতি
আ) সংসদ
ই) লোকসভা
ঈ) বিচার বিভাগ

উত্তর :- আ) সংসদ

২৯/ কোন হাইকোর্টের আওতায় অরুণাচল প্রদেশ পড়ে?

অ) গুয়াহাটি
আ) বোম্বে
ই) কলকাতা
ঈ) চন্ডিগড়

উত্তর :- অ) গুয়াহাটি

৩০/ কে রয়েছে ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে ?

অ) সংসদ
আ) রাষ্ট্রপতি
ই) সুপ্রিম কোর্ট
ঈ) কেন্দ্রীয় মন্ত্রীসভা

উত্তর :- ই) সুপ্রিম কোর্ট

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment