Best 30 History MCQ 2023 Part-1 I ইতিহাস বিষয় থেকে ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 2023- পর্ব ১

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সামনে ইতিহাস বিষয় (দিল্লি সুলতানি) থেকে  গুরুত্বপূর্ণ 30 টি MCQ 2023 পর্ব 1 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের competitive exam (WBKP,WBP,FOOD SI, MTS etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের Best 30 টি ইতিহাস ভিত্তিক MCQ খুবই গুরুত্বপূর্ণ।সুতরাং সময় করে আজকের Best 30 History MCQ 2023 Part-1  অবশ্যই একবার দেখুন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করুন। আর প্রতিদিন এইরকম বিষয়ভিত্তিক MCQ SET পেতে আমাদের ওয়েবসাইট Bastob.in-এর সঙ্গে থাকুন৷

1.দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হলেন–

a. ইলতুৎমিস

b. বলবন

c. নাসিরুদ্দিন

d. কুতুবউদ্দিন

       Ans :- d. কুতুবউদ্দিন

2.সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন?

    a. কুতুবউদ্দিন

    b. ইলতুতমিস

     c.  বলবন

     d.  আলাউদ্দি

Ans:- b. ইলতুতমিস

3.  দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না?

                 a. কুতুবউদ্দিন আইবক

     b. ইলতুৎমিস

      c. রাজিয়া

      d. বলবন

Ans:- c. রাজিয়া

4.দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

               a. ইলতুৎমিস

               b. বলবন

               c. নাসিরউদ্দিন

               d. কুতুবউদ্দিন আইবক

         Ans:- d. কুতুবউদ্দিন আইবক

5.জালালউদ্দিন মঙ্গবরনি` কে ছিলেন?

       a. পারস্যের শাসক

       b. মঙ্গলিয়র শাসক

       c. আফগানিস্তানের শাসক

       d. খিবার শাসক

Ans:- d. খিবার শাসক

6.দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে (দেবগিরি) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন—-

         a. ইলতুৎমিস

         b. কুতুবউদ্দিন আইবক

         c. মোহম্মদ বিন তুঘলক

         d. ফিরোজ শাহ তুঘলক

Ans:- c. মোহম্মদ বিন তুঘলক

7.নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়?

           a. তহকিক- ই – হিন্দ

           b. শাহনামা

           c. তারিখ – ই – ফিরোজশাহী

            d. উপরের কোনোটিই নয়

Ans:- c.তারিখ – ই – ফিরোজশাহী

8.কার রাজত্বকালে দাক্ষিণাত্য এ প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল?

              a. বলবন

              b. রাজিয়া

              c. ফিরোজ তুঘলক

              d. জালালউদ্দিন খলজী

Ans:- d.. জালালউদ্দিন খলজী

9.’ তকাভী ‘ বলতে কী বোঝায়?

         a. কৃষক ঋণ

         b. এক ধরনের উর্বর জমি

         c. অনুর্বর জমি

         d. হিন্দুদের ওপর আরোপিত কর

Ans:- a. কৃষক ঋন

10.নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন?

        a. সুফি সন্ত

        b. খলজি বংশের সুলতান

        c. গিয়াসউদ্দিন বলবনের মন্ত্রী

        d. আলাউদ্দিন খলজির সেনাদক্ষ

Ans:- a. সুফি সন্ত

11.দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন?

        a. ইব্রাহিম লোদী

        b. বহুলুল লোদী

        c. সিকন্দার লোদী

        d. আলাউদ্দিন আলম শাহ

Ans:- a. ইব্রাহিম লোদী

12.কুতুবমিনারের নির্মাণ কে করেছিলেন?

         a. বলবন

         b. কুতুবউদ্দিন আইবক

         c. ইলতুৎমিস

         d. আলাউদ্দিন খলজী

Ans:- b. কুতুবউদ্দিন আইবক

13.দিল্লীস্থিত কুতুবমিনারের নির্মাণ কে সম্পন্ন করেন?

        a. কুতুবউদ্দিন আইবক

        b. ইলতুৎমিস

        c. বলবন

        d. আলাউদ্দিন খলজি

Ans:- b.ইলতুৎমিস

14.কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন?

           a. ইলতুৎমিস

           b. আলাউদ্দিন খলজি

           c. গিয়াসউদ্দিন বলবন

           d. মোহম্মদ বিন তুঘলক

Ans:- a. ইলতুৎমিস

15.ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?

         a. আকবর

         b. মোহম্মদ বিন তুঘলক

         c. ইলতুৎমিস

         d. আলাউদ্দিন খলজি

Ans:- b. মোহম্মদ বিন তুঘলক

16. ‘তারিখ – ই – ফিরোজশাহী ‘ গ্রন্থটির রচয়িতা কে?

        a. আবুল ফজল

        b. জিয়াউদ্দিন বারনী

        C. অল বিরুনি

        d. মিনহাজ -উস-সিরাজ

Ans:- b. জিয়াউদ্দিন বারনী

Best 30 History MCQ 2023 Part-1

JOIN OUR TELEGRAM

17.দিল্লির কোন সুলতান অশোকস্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

                  a. ইলতুৎমিস

                  b. আলাউদ্দিন খলজি

                  c. মোহম্মদ বিন তুঘলক

                  d. ফিরোজ শাহ তুঘলক

        Ans:- d. ফিরোজ শাহ তুঘলক

18.চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন?

     a.1211 খ্রি

     b.1221 খ্রি

     c.1399 খ্রি

     d.1526 খ্রি

Ans:- b.1221 খ্রি

19.সুলতানি আমলে  ‘ ইকতা ‘বলতে কি বোঝাতো?

    a. একপ্রকার অভিবাদন

    b. একজন গুরুত্বপূর্ণ কর্মচারী

    c.  রাজস্ব আদায় করা

   d. বিশেষ অঞ্চলের গ্রামের রাজস্ব অনুদান

Ans:- d. বিশেষ অঞ্চলের গ্রামের রাজস্ব অনুদান

20.নিম্নক্ত দিল্লি সুলতা.নদের মধ্যে কে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ উপাধিতে ভূষিত হন এবং বিশ্ব জয় করতে উদ্যোগী হন?

          a আলাউদ্দিন খলজী

          b. গিয়াসউদ্দিন বলবন

          c. মোহম্মদ বিন তুঘলক

          d. এদের কেউই নন

Ans:- a. আলাউদ্দিন খলজী

21.কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ?

         a.গিয়াসউদ্দিন বলবন

         b.আলাউদ্দিন খলজী

         c.ফিরোজ শাহ তুঘলক

         d.মোহম্মদ বিন তুঘলক

Ans:- b.আলাউদ্দিন খলজী

22.ইকতা প্রথার প্রবর্তন কে করেন?

         a. মোহাম্মদ ঘুরি

         b. কুতুবউদ্দিন আইবক

         c. ইলতুৎমিস

         d. গিয়াসউদ্দিন বলবন

Ans:- c. ইলতুৎমিস

23.দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম কর যাকে ‘হিন্দুস্তানের তোতাপাখি’ বলা হত?

           a. বারনি

           b. উৎবি

           c. আলবিরুনি

           d. আমির খসরু

Ans:- d.আমির খসরু

24.আমির খসরু কার সভাকবি ছিলেন?

            a. বলবন

            b. আলাউদ্দিন খলজি

            c. আকবর

            d. গিয়াসউদ্দিন তুঘলক

      Ans:- b.আলাউদ্দিন খলজি

25.ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন?

             a. ইলতুতমিস

             b. বলবন

             c. আলাউদ্দিন খলজি

             d.ফিরোজ শাহ তুঘলক

Ans:- d. ফিরোজ শাহ তুঘলক

26. ‘ফতুহ – উস – সালাতিন ‘ গ্রন্থের প্রণেতা হলেন—-

   a. বারণি

    b. ইসামি

    c. নসরু

    d. বতুতা

   Ans:- b. ইসামি

27. ‘ কিতাব – উল – রাহেলা ‘ রচনা করেছিলেন?

           a. ইবন বতুতা

           b. অলবিরুনী

           c. আবুল ফজল

           d.হাসান নিজামি

   Ans:-a. ইবন বতুতা

28.কোন অঞ্চলের মহিলাগণ জহরব্রত পালন করতেন?

             a. মালব

             b. গুজরাত

             c. রাজপুতানা

             d. বঙ্গদেশ

Ans:-c. রাজপুতানা

29.নিম্নলখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন?

a.আলাউদ্দিন খলজি

            b. মোহম্মদ বিন তুঘলক

            c. গিয়াসউদ্দিন বলবন

            d. ফিরোজ শাহ তুঘলক

Ans:- c. গিয়াসউদ্দিন বলবন

30.কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন

          a.ফিরোজ শাহ তুঘলক

          b. মোহম্মদ বিন তুঘলক

          c.আলাউদ্দিন খলজি

          d. সিকান্দার লোদী

Ans:-b. মোহম্মদ বিন তুঘলক

JOIN OUR TELEGRAM

Share This Post:

Leave a Comment