Best 35 Geography MCQ 2023 Part-6 I ভূগোল বিষয় থেকে ৩৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 2023- পর্ব 6

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সাথে ভূগোল বিষয় থেকে  best 35 Geography MCQ 2023 part-6 শেয়ার করছি। ভারতের জলবায়ু mcq যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBP, Railway Group D, KP, এবং বিভিন্ন দপ্তরের Group C ও D  ইত্যাদি Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ভূগোল বিষয় থেকে Best 35 MCQ 2023 Part-6 খুব গুরুত্বপূর্ণ অবশ্যই একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ৷

 ১. কাকে ‘আইল্যান্ড অফ ফিমেলাস’ বলা হয় ?

i) মালদ্বীপকে

ii) লাক্ষাদ্বীপকে

iii) সাগরদ্বীপকে

iv) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে

উত্তর :- লাক্ষাদ্বীপকে

২. নিম্নের কোন শিল্পটি এককভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প ?

i) চা শিল্প

ii) পাট শিল্প

iii) চিনি শিল্প

iv) কার্পাস বয়ন

উত্তর :- কার্পাস বয়ন

৩. ভারতের কোন রাজ্যে চারমিনার অবস্থিত ?

i) অন্ধ্রপ্রদেশ

ii) ঝাড়খন্ড

iii) বিহার

iv) তামিলনাড়ু

উত্তর :- অন্ধ্রপ্রদেশ

৪. কোন নদীর ব-দ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় ?

i) মহানদীর ব- দ্বীপকে

ii) কাবেরী নদীর ব-দ্বীপকে

iii) কৃষ্ণা নদীর ব- দ্বীপকে

iv) গোদাবরী নদীর ব-দ্বীপকে

উত্তর :- কাবেরী নদীর ব- দ্বীপকে

৫. কোন নদীর উপনদী হল পূর্ণা ?

i) কৃষ্ণা

ii) কাবেরী

iii) তাপ্তী

iv) নর্মদা

উত্তর :- তাপ্তী

৬. ভারতের জলবায়ু – প্রকৃতির ?

i) নিরক্ষীয়

ii) ক্রান্তীয়

iii) ক্রান্তীয় মৌসুমি

iv) কোনটিই নয়

উত্তর :- ক্রান্তীয় মৌসুমি

৭. ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

i) মৌসিনরাম অঞ্চলে

ii) পার্বত্য অঞ্চলে

iii) মরু অঞ্চলে

iv) সুন্দরবন অঞ্চলে

উত্তর :- মৌসিনরাম অঞ্চলে

৮. নিম্নের কোনটি ভারতের বৃষ্টিবিরল অঞ্চল ?

i) মৌসিনরাম অঞ্চল

ii) থর মরু অঞ্চল

iii) হিমালয় পার্বত্য অঞ্চল

iv)সুন্দরবন অঞ্চল

উত্তর :- থর মরু অঞ্চল

৯. সাধারণত কোন সময় আঁধি প্রবাহিত হয় ?

i) দুপুর

ii) বিকাল

iii) সকাল

iv) সন্ধ্যা

উত্তর :- সন্ধ্যা

১০. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখা যায় ?

i) মধ্যপ্রদেশ

ii) উত্তরপ্রদেশ

iii) পশ্চিমবঙ্গ

iv) বিহার

উত্তর :- মধ্যপ্রদেশ

Best 35 Geography MCQ 2023

১১. কত সালে ‘জাতীয় বন নীতি’ গ্রহন করা হয়েছিল ?

i) ১৯৫৪ সালে

ii) ১৯৬২ সালে

iii) ১৯৫২ সালে

iv) ১৯৫০ সালে

উত্তর :- ১৯৫২ সালে

১২. কত সালে ‘বন সংরক্ষণ আইন’ গ্রহণ করা হয়েছিল ?

i) ১৯৮১ সালে

ii) ১৯৮০ সালে

iii) ১৯৮৪ সালে

iv) ১৯৮৩ সালে

উত্তর :- ১৯৮০ সালে

১৩. ভারতে মোট কত আয়তন বনভূমি রয়েছে ?

i) ৯৫২.৩ লক্ষ হেক্টর

ii) ৮৫২.৩ লক্ষ হেক্টর

iii) ৭৫২.৩ লক্ষ হেক্টর

iv) ৬৪২.৩ লক্ষ হেক্টর

উত্তর :- ৭৫২.৩ লক্ষ হেক্টর

১৪. ভারতের কোথায় অরণ্য গবেষণাগার রয়েছে ?

i) দেরাদুনে

ii) পুষায়

iii) কারনায়

iv) মৌসুরীতে

উত্তর :- দেরাদুনে

১৫. ভারতের কোন অঞ্চলে লম্বা ও সূঁচালো প্রকৃতির গাছ দেখা যায় ?

i) মেরু অঞ্চলের

ii) পার্বত্য অঞ্চলে

iii) মরু অঞ্চলে

iv)সুন্দরবন অঞ্চলে

উত্তর :- পার্বত্য অঞ্চলে

১৬. অরণ্য কী ধরনের সম্পদ ?

i) অপুনর্ভব সম্পদ

ii) বস্তুগত সম্পদ

iii) পুনর্ভব সম্পদ

iv) কোনটিই নয়

উত্তর :- পুনর্ভব সম্পদ

১৭. দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল কী ধরণের মৃত্তিকা দেখা যায় ?

i) সিরোজেম মৃত্তিকা

ii)ল্যাটেরাইট মৃত্তিকা

iii) পলিমৃত্তিকা

iv) কৃষ্ণ কালো মৃত্তিকা

উত্তর :- কৃষ্ণ কালো মৃত্তিকা

১৮. নিম্নের কোনটি নিরক্ষীয় অঞ্চলের প্রধান মৃত্তিকা ?

i) রেগুর

ii) ল্যাটেরাইট

iii) পডসল

iv) পলি মৃত্তিকা

উত্তর :-ল্যাটেরাইট

১৯. কোন মৃত্তিকায় PH-র মাত্রা সবথেকে কম থাকে ?

i) চেমটনাট মৃত্তিকায়

ii) ল্যাটেরাইট মৃত্তিকায়

iii) পার্বত্য মৃত্তিকায়

iv) ক্ষারকীয় মৃত্তিকায়

উত্তর :- পার্বত্য মৃত্তিকায়

২০. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ?

i) হরিয়ানা

ii) ওড়িশা

iii) রাজস্থান

iv) ছত্তিশগড়

উত্তর :-হরিয়ানা

Best 35 Geography MCQ 2023

২১. কোথায় ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত ?

i) লাডাক

ii) নুব্রা অঞ্চল

iii) কারাকোরাম

iv) পীরপাঞ্জাল

উত্তর :- কারাকোরাম

২২. প্রাচীন পলিযুক্ত অঞ্চল কে কী বলা হয় ?

i) তরাই

ii) ভাঙ্গর

iii) ভুর

iv) খাদর

উত্তর :- ভাঙ্গর

২৩. কোথায় টেম্পারেট ফরেস্ট রিসার্চ সেন্টার অবস্থিত ?

i) জব্বলপুরে

ii) জোরহাটে

iii) সিমলাতে

iv) রাঁচিতে

উত্তর :- সিমলাতে

২৪. ভারতের লৌহ কারখানাটি প্রথম কোথায় স্থাপিত হয় ?

i) জামশেদপুরে

ii) পোর্টোনোভাতে

iii) কুলটিতে

iv) মহীশূরে

উত্তর :- পোর্টোনোভাতে

২৫. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলটির নাম কি ?

i) ডিগবই

ii) দেরাদুন

iii) আঙ্কালেশ্বর

iv) বোম্বেহাই

উত্তর :- বোম্বেহাই

২৬. ভারতের কোন রাজ্যে সিমলিপাল ন্যাশনাল পার্কটি অবস্থিত ?

i)উত্তর প্রদেশ

ii) আসাম

iii) ওড়িশা

iv) ঝাড়খন্ড

উত্তর :- ওড়িশা

২৭. কোন বন্দরটি ভারতের গভীরতম বন্দর হিসাবে পরিচিত ?

i) কান্ডালা

ii) পারাদ্বীপ

iii) মার্মাগাঁও

iv) চেন্নাই

উত্তর :- পারাদ্বীপ

২৮. কোন নদীর তীরে রোম শহরটি অবস্থিত ?

i)ওনেগা

ii) ভোল্গা

iii) রোন

iv) টাইবার

উত্তর :- টাইবার

২৯. যে প্রনালীটি সিসিলি ও ইটালির মূল ভূ-খন্ডকে বিচ্ছিন্ন করেছে তার নাম কি ?

i) বেরিং প্রণালী

ii) মেসিনা প্রণালী

iii) কার্চ প্রণালী

iv) অট্রোন্টো প্রণালী

উত্তর :- মেসিনা প্রণালী

৩০.কোথায় কিরঘিজ উপজাতির মানুষ দেখা যায় ?

i) শ্রীলঙ্কায়

ii) আন্দামানে

iii) এশিয়ায়

iv) আফ্রিকায়

উত্তর :- এশিয়ায়

৩১. কোন দেশকে ‘উড়ন্ত মাছের’ দেশ বলা হয় ?

i) মায়ানমার

ii) বার্বাডোস

iii) কোরিয়া

iv) কানাডা

উত্তর :-মায়ানমার

৩২. কোথায় হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পটি অবস্থিত ?

i)রাউরকেল্লা

ii) সিঙ্গাপুর

iii) ভেনিস

iv) জুরিক (সুইৎজারল্যান্ড)

উত্তর :- জুরিক (সুইৎজারল্যান্ড)

৩৩. ভারতীয় রেলকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে ?

i) ৬ টি

ii) ১৬ টি

iii) ১৭ টি

iv) ৪ টি

উত্তর :- ১৭ টি

৩৪. নিম্নের কোনটি বিশ্বের উচ্চতম মালভূমি ?

i) পামীর

ii) মালনদ

iii) টরাস

iv) আনাটোলিয়া

উত্তর :-পামীর

৩৫. একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হল –

i) অভ্র

ii) টিন

iii) কয়লা

iv) তামা

উত্তর :- টিন

Read More:-

Best Geography MCQ Part 5

Share This Post:

Leave a Comment