Best 30 Biology MCQ 2023 Part- 1I বায়োলজি বিষয় থেকে ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 2023- পর্ব 1

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সামনে বায়োলজি বিষয় থেকে  গুরুত্বপূর্ণ 30 টি MCQ 2023 পর্ব 1 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরির পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive exam (WB KP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি Biology MCQ 2023। যা আপনারা অবশ্যই দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।

1) বিষক্রিয়া জনিত মহামারী মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হল—

  • A ) ক্যাডমিয়াম
  • B ) পারদ
  • C ) সিসা
  • D ) আর্সেনিক

  Ans:- B) পারদ

2) ভোপাল গ্যাস ট্রাজেডি হল —

  • A ) সাধারণ উৎস মহামারি
  • B ) চক্রাকার মহামারি
  • C ) সংক্রামক মহামারি
  • D ) অসংক্রামক মহামারি

  Ans:- A) সাধারণ উৎস মহামারি

3) সংক্রামক মহামারি নয়—

  • A ) ম্যালেরিয়া
  • B ) যক্ষা
  • C ) করোনারি হার্ট ডিজিজ
  • D ) বসন্ত

  Ans:- C) করোনারি হার্ট ডিজিজ

4) নিচের কোন রোগটি ছোঁয়াচে নয়?

  • A ) ইনফ্লুয়েঞ্জা
  • B ) হাম
  • C ) বসন্ত
  • D ) মেরাসমাস

  Ans:- D) মেরাসমাস

5) অসংক্রামক মহামারী নয়—

  • A ) হাম
  • B ) ডায়াবেটিস
  • C ) ফুসফুসে ক্যান্সার
  • D ) করোনারি হার্ট ডিজিজ

  Ans:- A) হাম

6) চক্রাকারে আবর্তিত মহামারী হলো—

  • A ) ইনফ্লুয়েঞ্জা
  • B ) যক্ষা
  • C ) উচ্চ রক্তচাপ
  • D ) ফুসফুসে ক্যান্সার

  Ans:- A) ইনফ্লুয়েঞ্জা

7) মহামারী আকার ধারণ করে—

  • A ) ম্যালেরিয়া
  • B ) রাতকানা
  • C ) রক্তাল্পতা
  • D ) মেরসমাস

  Ans:- A) ম্যালেরিয়া

8) ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত একটি মহামারীর রোগ হল—

  • A ) ডিপথেরিয়া
  • B ) কালাজ্বর
  • C ) জলবসন্ত
  • D ) ক্যান্সার

  Ans:- C) জলবসন্ত

9) শাসনাল এর ওপর সংক্রমণের ঘটনা বেশি ঘটে—

  • A ) গ্রীষ্মকাল
  • B ) হেমন্তকাল
  • C ) শীতকাল
  • D ) বর্ষাকাল

   Ans:- C) শীতকাল

10) জলবাহিত রোগটি হলো—-

  • A ) ম্যালেরিয়া
  • B ) কলেরা
  • C ) ডেঙ্গু
  • D ) প্লেগ

  Ans:- B) কলেরা

11) একটি প্রাণী বাহিত রোগ হল—

  • A ) ম্যালেরিয়া
  • B ) টাইফয়েড
  • C ) সর্দি কাশি
  • D ) হাম

  Ans:- A) ম্যালেরিয়া

12) শরীরে অম্ল ক্ষার ও ইলেকট্রোলাইট এর ভারসাম্য নষ্ট করে—

  • A ) কলেরা
  • B ) প্লেগ
  • C ) কলেরা ও ডায়রিয়া উভয়েই
  • D ) কোনোটিই নয়

  Ans:- C) কলেরা ও ডায়রিয়া উভয়েই

13) ৪৮ ঘন্টা ছাড়া ছাড়া জ্বর আছে ও কাঁপুনি দেয় কোন রোগে?

  • A ) কলেরা
  • B ) ম্যালেরিয়া
  • C ) ডায়ারিয়া
  • D ) ইনফ্লুয়েঞ্জা

  Ans:- B) ম্যালেরিয়া

14) সারা পৃথিবীজুড়ে ম্যালেরিয়া রোগে মৃত মানুষের সংখ্যা হল—-

  • A ) 60 লক্ষ
  • B ) 6 কোটি
  • C ) 6 লক্ষ 60 হাজার
  • D ) 2 লক্ষ

  Ans:- C) 6 লক্ষ 60 হাজার

15) ডেঙ্গু রোগে জীবাণু বহন করে যে প্রাণীটি সেটি হল–

  • A ) অ্যানোফিলিস মশা
  • B ) কিউলেক্স মশা
  • C ) এডিস মশা
  • D ) মাছি

  Ans:- এডিস মশা

Biology MCQ 2023

16) ডেঙ্গু জ্বরে মারাত্মকভাবে কার সংখ্যা কমে যায়—

  • A ) লোহিত রক্তকণিকা
  • B ) অনুচক্রিকা
  • C ) ইওসিনোফিল
  • D ) নিম্ফোসাইট

  Ans:- B) অনুচক্রিকা

17) 1897 খ্রিস্টাব্দে প্লেগ রোগের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

  • A ) রবার্ট কখ্
  • B ) ভালডেমার হাফকিন
  • C ) চার্লস ডিকেন্স
  • D ) এডওয়ার্ড জেনার

  Ans:- B) ভালডেমার হাফকিন

18) ‘ব্ল্যাক ডেথ’ বলা হয় যে রক্ষে তা হল

  • A ) প্লেগ
  • B ) ম্যালেরিয়া
  • C ) স্মল পক্স
  • D ) যক্ষা

  Ans:- A) প্লেগ

19) কালা জ্বর এ প্রতি বছর সারা পৃথিবীতে কত মানুষ মারা যায়?

  • A ) প্রায় 59 হাজার
  • B ) প্রায় 95 হাজার
  • C ) প্রায় 59 লক্ষ
  • D ) প্রায় 95 লক্ষ

  Ans:- A) প্রায় 59 হাজার

20) মানুষের মলে নির্গত হয় হেপাটাইটিস—

  • A ) B
  • B ) C
  • C ) D
  • D ) A

  Ans:- D) হেপাটাইটিস- D

21) দেহে HIV সংক্রামিত হয় কার মাধ্যমে?

  • A ) বায়ু
  • B ) রক্ত
  • C ) জল
  • D ) মাছি

  Ans:- B) রক্ত

22) এদের মধ্যে কোনটি ফ্লু নয়?

  • A ) সোয়াইন ফ্লু
  • B ) ইনফ্লুয়েঞ্জা
  • C ) বার্ড ফ্লু
  • D ) কলেরা

  Ans:- D) কলেরা

23) পেটের সংক্রমণ বেশি ঘটে কোন ঋতুতে?

  • A ) গ্রীষ্মকালে
  • B ) শীতকালে
  • C ) গ্রীষ্ম ও বর্ষাকালে
  • D ) বর্ষাকালে

  Ans:- C) গ্রীষ্ম ও বর্ষাকালে

24) টিকা করনের মাধ্যমে প্রতিরোধ করা যায় না—

  • A ) কলেরা
  • B ) পোলিও
  • C ) যক্ষা
  • D )AIDS

  Ans :- D) AIDS

Biology MCQ 2023

25) মশা ধারা বাহিত রোগ নয়—-

  • A ) ম্যালেরিয়া
  • B ) ডায়রিয়া
  • C ) ডেঙ্গি
  • D ) ফাইলেরিয়া

  Ans:- B) ডায়রিয়া

26) নিম্নলিখিত রোগ গুলির মধ্যে কোন রোগের জীবাণু রক্তকণিকাকে আক্রমণ করে না?

  • A ) ডেঙ্গি
  • B ) যক্ষা
  • C ) ম্যালেরিয়া
  • D ) AIDS

  Ans:- B) যক্ষা

27) বিশ্ব হেপাটাইটিস দিবস রূপে পালিত হয়—

  • A ) 7 এপ্রিল
  • B ) 1 ডিসেম্বর
  • C ) 28 জুলাই
  • D ) 5 জুন

  Ans :- C) 28 জুলাই

28)’ হোয়াইট ডেথ ‘ – বলা হয় কোন রোগকে?

  • A ) ডেঙ্গি
  • B ) স্মল পক্স
  • C ) প্লেগ
  • D ) যক্ষা

  Ans:- D) যক্ষা

29)SARS – রোগটি কত খ্রিস্টাব্দে প্রথম এশিয়াতে দেখা যায়?

  • A ) 2003
  • B ) 2004
  • C ) 2005
  • D ) 2010

  Ans:- A) 2003 সালে

30) DOTS পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয় ?

  • A ) কালা জ্বর
  • B ) স্মল ফক্স
  • C ) হেপাটাইটিস
  • D ) যক্ষা

  Ans:- D) যক্ষা

Share This Post:

Leave a Comment