WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর ইতিহাস MCQ PART-4

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে ইতিহাস থেকে  best 30 wbpsc food si HISTORY MCQ 2024,part-3 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ইতিহাস বিষয় থেকে Best 30 Food SI SPECIAL HISTORY MCQ 2024 Part-3 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই WBPSC Food SI SPECIAL HISTORY MCQ PAR-3 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি ইতিহাসের প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali Part-3-2024

১/ যে হুণেরা গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ করেছিল ভারতে এসেছিল তারা কোথা থেকে বলে জানা যায় ?

অ) মধ্য এশিয়া
আ) পশ্চিম এশিয়া
ই) মঙ্গোলিয়া
ঈ) দক্ষিণ পূঃ এশিয়া

উত্তর :- আ) পশ্চিম এশিয়া

২/ নীচের কোন শাসককে চানক্য রাজা দ্বিতীয় পুলকেশি পরাজিত করেছিলেন ?

অ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
আ) ধর্মপাল
ই) হর্ষবর্ধন
ঈ) সমুদ্রগুপ্ত

উত্তর :- ই) হর্ষবর্ধন

৩/ “পঞ্চতন্ত্র” কে রচনা করেন বলে জানা যায় ?

অ) পাণিনি
আ) ভারবী
ই) বানভট্ট
ঈ) বিষ্ণুশর্মা

উত্তর :- ঈ) বিষ্ণুশর্মা

৪/ কালিদাসের বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত রচনাটি হলো ?

অ) কুমারসম্ভব
আ) শকুন্তলা
ই) মেঘদূত
ঈ) রঘুবংশ

উত্তর :- আ) শকুন্তলা

৫/ “ বৃহৎ সংহিতা ” কে রচনা করেন ?

অ) বরাহমিহির
আ) শুদ্রক
ই) বানভট্ট
ঈ) হরিষেণ

উত্তর :- অ) বরাহমিহির

৬/ কোন বিষয়ে আর্যভট্ট পণ্ডিত ছিলেন বলে জানা গিয়েছে ?

অ) চিকিৎসাশাস্ত্র
আ) শারীরবিদ্যা
ই) জ্যোতির্বিদ্যা
ঈ) সাহিত্য

উত্তর :- ই) জ্যোতির্বিদ্যা

৭/ “ গীত গােবিন্দ ” রচনা করেছেন সে হল –

অ) সুরদাস
আ) জয়দেব
ই) বিদ্যাপতি
ঈ) শ্রীচৈতন্য

উত্তর :- আ) জয়দেব

৮/ বৈদিক যুগে নাগার্জুন কে ছিলেন বলে জানা যায় ?

অ) দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা
আ) একজন বৌদ্ধ দার্শনিক
ই) বৈদিক যুগের একজন ঋষি
ঈ) জৈনধর্মের এক তীর্থঙ্কর

উত্তর :- ই) বৈদিক যুগের একজন ঋষি

৯/ নিম্নলিখিত কোন রাজবংশ টি মহাবলিপুরম প্রতিষ্ঠা করেছিলেন ?

অ) চোল
আ) চালুক্য
ই) পল্লব
ঈ) পান্ড্য

উত্তর :- ই) পল্লব

১০/ ” শকাব্দ ” কবে শুরু হয়?

অ) 78 খ্রিস্টাব্দে
আ) 4 খ্রিস্টপূর্ব
ই) 76 খ্রিস্টাব্দ
ঈ) 76 খ্রিষ্টপূর্ব

উত্তর :- অ) 78 খ্রিস্টাব্দে

১১/ কোনটির গল্প কাহিনির বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পের পরিচয় রয়েছে ?

অ) পঞ্চতন্ত্র
আ) রামায়ণ
ই) মহাভারত
ঈ) জাতক

উত্তর :- ঈ) জাতক

১২/ মৌর্য যুগে মধ্যভারত এবং দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযােগ্য বলে জানা যায় ?

অ) চোল
আ) চালুক্য
ই) সাতবাহন
ঈ) পল্লব

উত্তর :- ই) সাতবাহন

১৩/ ফা – হিয়েন একজন চৈনিক পরিব্রাজক কার রাজত্বকালে তিনি ভারতে আসেন ?

অ) চন্দ্রগুপ্ত মৌর্য
আ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ই) হর্ষবর্ধন
ঈ) অশােক

উত্তর :- আ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৪/ নীচের কোনটি চোল ও পল্লব এদের রাজধানী ছিল বলে জানা যায় ?

অ) কাঞ্চিপুরম
আ) কান্দলা
ই) কোট্টায়ম
ঈ) কনৌজ

উত্তর :- অ) কাঞ্চিপুরম

১৫/ নিচের কোন রাজার পুত্র সম্রাট অশােক ছিলেন ?

অ) চন্দ্রগুপ্ত
আ) অজাতশত্র
ই) বিন্দুসার
ঈ) বিম্বিসার

উত্তর :- ই) বিন্দুসার

WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali Part-3-2024

১৬/ “ রাজুক ” শ্রেণি নীচের সম্রাট অশােকের শাসন ব্যবস্থায় কোন বিভাগের দায়িত্বে ছিলেন ?

অ) ধর্ম সংক্রান্ত বিষয়
আ) সৈন্য পরিচালনা
ই) রাজস্ব আদায়
ঈ) বিচার ব্যবস্থা

উত্তর :- ঈ) বিচার ব্যবস্থা

১৭/ কে সপ্তম শতকে বৈদিক ধর্মের ধর্মসংস্কারকদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন ?

অ) কুমারিল ভট্ট
আ) শংকরাচার্য
ই) রামানুজ
ঈ) মাধবাচার্য

উত্তর :- অ) কুমারিল ভট্ট

১৮/ নিচের কে ছিলেন পালবংশের প্রতিষ্ঠাতা ?

অ) ধর্মপাল
আ) মহীপাল
ই) গােপাল
ঈ) দেবপাল

উত্তর :- ই) গােপাল

১৯/ নিচের কে ছিলেন রামচরিতে’র রচয়িতা ?

অ) শ্রীধর ভট্ট
আ) সন্ধ্যাকর নন্দী
ই) বিগ্রহপাল
ঈ) কৃত্তিবাস

উত্তর :- আ) সন্ধ্যাকর নন্দী

২০/ নিচের কে বিশেষ ভূমিকা ভক্তিবাদ প্রচারে এগারাে শতকে গ্রহণ করে থাকেন বলে জানা যায় ?

অ) বল্লাল সেন
আ) রামানুজ
ই) শঙ্করাচার্য
ঈ) মাধবাচার্য

উত্তর :- আ) রামানুজ

২১/ “ দানসাগর ” রচয়িতা করে ?

অ) বল্লাল সেন
আ) লক্ষ্মণ সেন
ই) জয়দেব
ঈ) শ্রীধর ভট্ট

উত্তর :- অ) বল্লাল সেন

২২/ সুবর্ণ যুগ বলা যেতে সংস্কৃত সাহিত্যের পক্ষে ভারতীয় ইতিহাসে কোন যুগটিকে ?

অ) সেন বংশের শাসনকাল
আ) গুপ্তযুগ
ই) মৌর্যযুগ
ঈ) পালবংশের শাসনকাল

উত্তর :- আ) গুপ্তযুগ

২৩/ নিচের কাকে সেনবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয়েছে ?

অ) লক্ষ্মণ সেন
আ) বিজয় সেন
ই) বল্লাল সেন
ঈ) সামন্ত সেন

উত্তর :- ই) বল্লাল সেন

২৪/ নিম্নলিখিত কোন রাজা ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ?

অ) দেবপাল
আ) ধর্মপাল
ই) গােপাল
ঈ) মহীপাল

উত্তর :- ৪) ধর্মপাল

২৫/ নিচের কোন রাজবংশের বিখ্যাত রাজা জয়পাল ?

অ) পাল বংশ
আ) সেন বংশ
ই) মৌর্য বংশ
ঈ) শাহী বংশ

উত্তর :- ঈ) শাহী বংশ

২৬/ নিচের কোন রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল বলে জানা যায় ?

অ) শশাঙ্ক মহীপাল
আ) ধর্মপাল
ই) দ্বিতীয় মহীপাল
ঈ) লক্ষ্মণ সেন

উত্তর :- ই) দ্বিতীয় মহীপাল

২৭/ নিচের কোন রাজার মৃত্যুর পরে বঙ্গদেশে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে ?

অ) বল্লাল সেন
আ) শশাঙ্ক
ই) দ্বিতীয় মহীপাল
ঈ) ধর্মপাল

উত্তর :- আ) শশাঙ্ক

২৮/ কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য পালযুগে দেখায় ?

অ) শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী
আ) অগ্নিমিত্র ও বসুমিত্র
ই) ধীমান ও বীতপাল
ঈ) বিগ্রহ পাল ও নারায়ণ পাল

উত্তর :- ই) ধীমান ও বীতপাল

২৯/ নিচের কে বাহমনী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

অ) আলাউদ্দীন বাহমনী শাহ
আ) ফিরােজ শাহ
ই) জয়পাল
ঈ) ব্রহ্মগুপ্ত

উত্তর :- অ) আলাউদ্দীন বাহমনী শাহ

৩০/ “ দাক্ষিণাত্যের আকবর ” আখ্যা দিয়েছেন ?

অ) ফিরােজ শাহ
আ) আলাউদ্দীন খলজী
ই) দ্বিতীয় পুলকেশি
ঈ) টিপু সুলতান

উত্তর :- অ) ফিরােজ শাহ

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment