Best 30 History MCQ 2023 Part-2 I ইতিহাস বিষয় থেকে ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 2023- পর্ব 2

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সামনে ইতিহাস বিষয় (ইউরোপীয়দের আগমন)থেকে  গুরুত্বপূর্ণ 30 টি History MCQ 2023 পর্ব 2 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive exam (WBKP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি History MCQ 2023 । যা আপনারা অবশ্যই দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।

1. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?

 1.  ফরাসি
 2. ওলন্দাজ
 3. পোর্তুগিজ
 4.  ইংরেজ

  Ans:- 3) পোর্তুগিজ

2.1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতবর্ষের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন?

 1. গোয়া
 2. সুরাট
 3. কালিকট
 4. মাদ্রাজ

  Ans:-2) সুরাট

3. ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিলেন কার অনুমতিক্রমে?

 1. আকবর
 2. জাহাঙ্গীর
 3. শাহজাহান
 4. ঔরঙ্গজেব

  Ans:-2) জাহাঙ্গীর

4. ভারতবর্ষে পর্তুগিজদের শক্তির মূলকেন্দ্র ছিল?

 1. কোচিন
 2. কালিকট
 3. বিজাপুর
 4. গোয়া

  Ans:- 4) গোয়া

5. মুঘল সম্রাট শাহাজাহান বাংলায় কাদের দমন করেন?

 1. পর্তুগিজদের
 2. ব্রিটিশদের
 3. ওলন্দাজদের
 4. ফরাসিদের

  Ans:- 1) পর্তুগিজদের

6. ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন?

 1. 1498 খ্রিস্টাব্দে
 2. 1490 খ্রিস্টাব্দে
 3. 1492 খ্রিস্টাব্দে
 4.  1496 খ্রিস্টাব্দে

  Ans:- 1) 1498 খ্রিস্টাব্দে

7. ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন?

 1. কলম্বাস
 2. ভাস্কো দা গামা
 3. মাগেলান 
 4. বার্থেলিমিউদিয়াজ

  Ans:- 2) ভাস্কো দা গামা

8. পর্তুগীজদের প্রথম রাজধানী ভারতবর্ষের কোথায় ছিল?

 1. গোয়া
 2. কোচিন
 3. কুইলন
 4. কেনাগর

  Ans:- 2) কোচিন

9. কোন ভারতীয় রাজা পর্তুগিজ নাবিক ভাস্কো- -দা – গামা কে কালিকট বন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান?

 1. দেবরায়
 2. কৃষ্ণদেব রায়
 3. জামোরিন
 4. আশোফ ঝা ইসমাইল মূলক

  Ans:- 3) জামোরিন

10. 1605 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম কোথায় ওলন্দাজেরা তাদের প্রভাব বিস্তার করেছিল?

 1. গোয়া
 2. সুরাট
 3. গুজরাট
 4. মুসলিপত্তনম

  Ans:- 2) সুরাট

11. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

 1. 1600 খ্রিস্টাব্দে
 2. 1620 খ্রিস্টাব্দে
 3. 1664 খ্রিস্টাব্দে
 4. 1604 খ্রিস্টাব্দে

  Ans:- 3) 1664 খ্রিস্টাব্দে

12. নিম্নলিখিদের মধ্যে কোনটি ভারতবর্ষে ফরাসিদের উপনিবেশ ছিল না?

 1. মাহে
 2. চন্দননগর
 3. গোয়া
 4. পন্ডিচেরি

  Ans:- 3) গোয়া

13. মুসলিম পত্র নামে ফরাসি কারখানার স্থাপনে অনুমতি প্রদান করেছিলেন কে?

 1. নাসির জঙ্গ
 2. সলাবত জঙ্গ
 3. মুজাফর জঙ্গ
 4. আব্দুল্লাহ কুতুবশাহ

  Ans:- 4) আব্দুল্লাহ কুতুবশাহ

14. ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের জন্য ডুপ্লের আশা কোন যুদ্ধে ধূলিসাৎ হয়ে যায়?

 1. কর্ণাটকের প্রথম যুদ্ধ
 2. কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ
 3. পলাশীর যুদ্ধ
 4. কর্ণাটকের তৃতীয় যুদ্ধ

  Ans:- 4) কর্ণাটকের তৃতীয় যুদ্ধ

15. ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কোন বন্দরে অবতরণ করেন?

 1. কালিকট
 2. সুরাট
 3. মুসলিপত্তনম
 4. কোচিন

  Ans:- 1) কালিকট

History MCQ 2023

16. ভারতবর্ষে ফরাসি আধিপত্য স্থাপনের আশা চিরতরে বিলুপ্ত হয়ে যায় যার দ্বারা

 1. বন্দিবাসের যুদ্ধ
 2. বক্সারের যুদ্ধ
 3. পলাশির যুদ্ধ
 4. পানিপথের যুদ্ধ

  Ans:- 1) বন্দিবাসের যুদ্ধ

17. কাদের মধ্যে  বন্দিবাসের যুদ্ধ হয়েছিল?

 1. মারাঠা ও পর্তুগিজদের মধ্যে
 2. ইংরেজ ও ফরাসিদের মধ্যে
 3. মারাঠা ও ইংরেজদের মধ্যে
 4. ইংরেজ পর্তুগিজদের মধ্যে

  Ans:- 2) ইংরেজ ও ফরাসিদের মধ্যে

18. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

 1. 1857 খ্রিস্টাব্দে
 2. 1858 খ্রিস্টাব্দে
 3. 1863 খ্রিস্টাব্দে
 4. 1872 খ্রিস্টাব্দে

  Ans:- 2) 1858 খ্রিস্টাব্দে

19. ফ্রান্সিকো অ্যালমাইডো কে ছিল?

 1. ভারতে ফরাসি গভর্নর
 2. ভারতে পর্তুগিজ গভর্নর
 3. ভারতে ব্রিটিশ গভর্নর
 4. ভারতে ওলন্দাজ গভর্নর

  Ans:- 2) ভারতে পর্তুগিজ গভর্নর

20. ব্রিটিশরা পর্তুগিজদের থেকে বোম্বাই অধিকার করেন কত খ্রিস্টাব্দে?

 1. 1600 খ্রিস্টাব্দ
 2. 1595 খ্রিস্টাব্দে
 3. 1613 খ্রিস্টাব্দে
 4. 1661 খ্রিস্টাব্দে

  Ans:- 4) 1661 খ্রিস্টাব্দে

21. ভারতবর্ষের কোথায় পর্তুগিজদেরউপনিবেশের তথা সংস্কৃতির চিহ্ন পাওয়া গেছে?

 1. গোয়া
 2. কালিকট
 3. কোচিন
 4. কান্নানড়

  Ans:- 1) গোয়া

22. পর্তুগিজরা বাংলার কোথায় কারখানা স্থাপন করেন?

 1. কাশিমবাজার
 2. চুঁচুড়া
 3. হুগলি
 4. শ্রীরামপুর

  Ans:- 3) হুগলি

23. প্রথম কর্নাটকের যুদ্ধ হওয়ার তাৎক্ষণিক কারণ কি?

 1. ইঙ্গ ফরাসি যুদ্ধ
 2. কর্নাটকের উত্তরাধিকার সমস্যা
 3. অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ
 4. ব্রিটিশ কর্তৃক ফরাসি জাহাজ অধিকৃত

  Ans:- 4) ব্রিটিশ কর্তৃক ফরাসি জাহাজ অধিকৃত

24. ভারতবর্ষের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন?

 1. বর্থেলোমিথ দিয়াজ
 2. ভাস্কো দা গামা
 3. আলবুকার্ক
 4. ফ্রান্সিস ডে আলমাইডা

  Ans:- 4) ফ্রান্সিস ডে আলমাইডা

25. ভারতবর্ষে ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম দুর্গের নাম কি?

 1. ফোর্ট উইলিয়াম দুর্গ
 2. সেন্ট জর্জ দুর্গ
 3. সেন্ট ডেভিড দুর্গ
 4. সেন্ট অ্যাঙ্গালো দুর্গ

  Ans:- 2) সেন্ট জর্জ দুর্গ

History MCQ 2023

26. মুঘল যুগে কোন বণিক শ্রেনি ভারতে আসেন?

 1. ব্রিটিশ
 2. দিনেমার
 3. পর্তুগিজ
 4. ওলন্দাজ

  Ans:- 1) ব্রিটিশ

27. পরাধীন ভারতবর্ষে, কোন বণিক সংস্থা সবচেয়ে শেষে আসে?

 1. ওলন্দাজ
 2. পর্তুগিজ
 3. ফরাসি
 4. ব্রিটিশ

  Ans:- 3) ফরাসি

28. ওলন্দাজরা প্রাথমিক পর্বে ভারতবর্ষের কোন স্থানে  তাদের কারখানা স্থাপন করেছিলেন?

 1. পুলিকট
 2. সুরাট
 3. কাশিমবাজার
 4. কোচিন

  Ans:- 1) পুলিকট

29. ভারতের কোথায় যেকোনো ইউরোপীয় শক্তি তাদের দুর্গ স্থাপন করেছিলেন?

 1. কোচিন
 2. কালিকট
 3. গোয়া
 4. মুসলিমপত্তনম

  Ans:- 1) কোচিন

30. দক্ষিণ ভারতে ইংরেজরা ১৬১১ খ্রিস্টাব্দে কোথায় তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল?

 1. মাদ্রাজ
 2. তিরুচিরাপল্লী
 3. মুসলিমপত্তনম
 4. সুরাট

  Ans:- 3) মুসলিমপত্তনম

Share This Post:

Leave a Comment