WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-20

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-20 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-20 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-19 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-20

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-20

1) পেশী সংকোচনের জন্য ATP তৈরি হয়-

  1. সবাত শ্বসন
  2. গ্লাইকোলাইসিস
  3. ক্রিয়েটিন ফসফেট ভাঙ্গনে
  4. উপরোক্ত সবকটি

Ans:- উপরোক্ত সবকটি

2) নিম্নলিখিত কোন অস্থি সন্ধির সবথেকে বেশি গমন দেখা যায়?

  1. বল ও সকেট
  2. পিভট
  3. ফিঞ্চ
  4. ভাসমান

Ans:- বল ও সকেট

3) নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের ফলে ঘটে না?

  1. তাপ উৎপাদন
  2. সঞ্চালন
  3. আন্টিবডি উৎপাদন
  4. অঙ্গ বিন্যাস নিয়ন্ত্রণ

Ans:- আন্টিবডি উৎপাদন

4) মেসির অবসাদ দেখা যায় নিম্নলিখিতটি জমা হওয়ার ফলে-

  1. ল্যাক্টিক অ্যাসিড
  2. গ্লাইকোজেন
  3. ক্রিয়েটিন ফসফেট
  4. CO2

Ans:-ল্যাক্টিক অ্যাসিড

5) নিম্নলিখিত কোনটি পেকটোরাল গার্ডলের অংশ-

  1. এসিটাবুলাম
  2. গ্লিনয়েড গহর
  3. ইলিয়াম
  4. স্টারনাম

Ans:- গ্লিনয়েড গহর

6) নিম্নলিখিত কোন অস্থিটি দেহের একমাত্র অস্থি যা অন্য অস্থির সঙ্গে যুক্ত থাকে না?

  1. এথময়েড অস্থি
  2. আটলাস
  3. ভাসমান অস্থি
  4. হাইওয়েড অস্থি

Ans:- হাইওয়েড অস্থি

7) মানবদেহের করোটির অস্থি সমূহের সন্ধি কে কি বলে?

  1. হিঞ্জ সন্ধি
  2. অচল সন্ধি
  3. তরুনাস্তি সমৃদ্ধ সন্ধি
  4. সাইনোভিয়াল সন্ধি

Ans:- অচল সন্ধি

8) বাইসেপস ও ট্রাইসেপ পেশি পাওয়া যায়-

  1. অগ্র বাহু
  2. নিম্ন চোয়াল
  3. জঙ্ঘাস্তি
  4. কোনটিই নয়

Ans:- অগ্র বাহু

9) দেহের কঠিনতম বেশি হলো-

  1. কব্জি
  2. থাই
  3. চোয়াল
  4. আগুন

Ans:- চোয়াল

10) দুটি অস্থির প্রান্ত সমূহ যুক্ত থাকে কোনটির দ্বারা?

  1. পেশি
  2. টেনডন
  3. তরুনাস্তি
  4. লিগামেন্ট

Ans:- টেনডন

11) দেহের কোন অস্থির দীর্ঘতম?

  1. দুটি ফিবুলা
  2. দুটি ফিমার
  3.  
  4. দুটি টিবিয়া
  5. কোনটিই নয়

Ans:- দুটি ফিমার

12) অস্থির মধ্যের গর্ত কে কি বলে?

  1. প্রবর্ধক
  2. ফর্স
  3. ফোরামেন
  4. কিউবারকল

Ans:- ফোরামেন

13) সরেখ পেশি কোশে সংকোচনের মূল একক কোনটি?

  1. মাইফ্রাইব্রিল
  2. পেশী তন্তু
  3. সারকোমিয়ার
  4. মায়োসিন তন্তু

Ans:- সারকোমিয়ার

14) পেশি সংকোচন এ প্রয়োজন-

  1. ক্যালসিয়াম আয়ন
  2. অ্যাকশন পটেনশিয়াল এর  উপস্থিতি
  3. ATP
  4. উপরের সবগুলি

Ans:- উপরের সবগুলি

15) কশেরুকার অ্যাটলাস ও অ্যাক্সিস অবস্থান করে?

  1. স্যারভাইকেল
  2. থুরাসিক
  3. প্লাম্বার
  4. কোনোটিই নয়

Ans:- স্যারভাইকেল

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-20

16) স্পার্মের চলন হল-

  1. ফ্লাজেলার চলন
  2. সিরিয়ার চলন
  3. সাইক্লসিস
  4. সিলিয়ার চলন

Ans:- ফ্লাজেলার চলন

17) স্কেলিটান কলার অন্তর্ভুক্ত হলো-

  1. অস্থি
  2. তরু নাস্তি
  3. নটোকর্ড
  4. সবকটি

Ans:- সবকটি

18) মানুষের বাহুর ডিজিটাল ফর্মুলা হলো-

  1. 0,3,2,3,3
  2. 2,3,3,3,3
  3. 2,2,3,2,3
  4. কোনটিই নয়

Ans:- 2,3,3,3,3

19) মানুষের সেক্রাল ভার্টিব্রির সংখ্যা হল-

  1. ছয়টি
  2. তিনটি
  3. পাঁচটি
  4. নিউমেরাস

Ans:- পাঁচটি

20) মানুষের শরীরে কোথায় কক্সিজিয়াল অস্থি দেখা যায়?

  1. পেলিভিক গার্ডলে
  2. করোটিতে
  3. ভার্টিবেল কলামে
  4. কোনটিই নয়

Ans:- ভার্টিবেল কলামে

21) মানুষের শরীরে রিবস গুলি কোনটির সঙ্গে সংযুক্ত থাকে?

  1. স্কাপুলা
  2. স্টারনাম
  3. ইলিয়াম
  4. কেভিকাল

Ans:- ইলিয়াম

22) মানুষের কানের অস্থির মোট সংখ্যা হল-

  1. 2
  2. 5
  3. 4
  4. 6

Ans:- 6

23) আমাদের শরীরে রিবসের সংখ্যা হল-

  1. 36
  2. 24
  3. 22
  4. 10

Ans:- 24

24) মানবদেহে কতগুলি কসেরুকা দেখা যায়?

  1. 30
  2. 31
  3. 32
  4. 33

Ans:- 33

25) মানুষের ক্রেনিয়াম কতগুলি অস্থি নিয়ে গঠিত?

  1. 12
  2. 16
  3. 8
  4. 10

Ans:- 8

26) প্রতি পায়ে মোট টারলাসের সংখ্যা হল-

  1. 8
  2. 7
  3. 6
  4. 4

Ans:- 7

27) জিফোয়েড প্রসেস কোনটির অংশ?

  1. স্টার নামের
  2. করোটির
  3. গার্ডলের
  4. উপরের সবকটি

Ans:- স্টার নামের

28) নিম্নলিখিত কোনটি পেশি সংকচনের জন্য সরাসরি শক্তির উৎস?

  1. ল্যাক্টিক এসি
  2. ATP
  3. ক্রিয়টিন ফসফেট
  4. A ও C উভয়েই

Ans:- A ও C উভয়েই

29) সিনভিয়াল সন্ধি হল-

  1. করোটির সন্ধি
  2. পায়ের সন্ধি
  3. কব্জি সন্ধি
  4. কোনোটিই নয়

Ans:- কব্জি সন্ধি

30) পেশি সংকোচনের সময় ক্রসব্রিজ ক্রিয়ার জন্য কোন আয়ন টি সক্রিয় স্থান ফাঁকা করার জন্য দায়ী যার ফলে মায়োসিন ওই স্থানে যুক্ত হতে পারে-

  1. পটাশিয়াম
  2. ক্যালসিয়াম
  3. ম্যাগনেসিয়াম
  4. সোডিয়াম

Ans:- ক্যালসিয়াম

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment