WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর ইতিহাস MCQ PART-3

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে ইতিহাস থেকে  best 30 wbpsc food si HISTORY MCQ 2024,part-3 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ইতিহাস বিষয় থেকে Best 30 Food SI SPECIAL HISTORY MCQ 2024 Part-3 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই WBPSC Food SI SPECIAL HISTORY MCQ PAR-2 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি ইতিহাসের প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali Part-3-2024

1) পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে উপনিবেশিক শাসন কায়েম ছিল প্রায় কত বছর?

  1. 100
  2. 150
  3. 200
  4. 190

Ans:- 190

2) স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার –

  1. জহরলাল নেহের
  2. বি আর আম্বেদকর
  3. রাজেন্দ্র প্রসাদ
  4. মহাত্মা গান্ধী

Ans:- বি আর আম্বেদকর

3) গণপরিষদ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

  1. 1946
  2. 1952
  3. 1947
  4. 1948

Ans:- 1947

4)1950 খ্রিস্টাব্দের 26 এ জানুয়ারি থেকে ভারতকে ঘোষণা করা হয় –

  1. ধর্ম নিরপেক্ষ দেশ
  2. রাজতান্ত্রিক দেশ
  3. গণতান্ত্রিক দেশ
  4. সাধারণতান্ত্রিক দেশ

Ans:- সাধারণতান্ত্রিক দেশ

5) ভারতীয় সংবিধানে ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটি হল-

  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. আয়ারল্যান্ড
  3. ইংল্যান্ড
  4. ফ্রান্স

Ans:- মার্কিন যুক্তরাষ্ট্র

6) ভারতীয় সংবিধানে ‘মন্ত্রিসভা পরিচালিত শাসন’ ব্যবস্থা সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটি হল-

  1. আয়ারল্যান্ড
  2. ইংল্যান্ড
  3. ফ্রান্স
  4. মার্কিন যুক্তরাষ্ট্র

Ans:- ইংল্যান্ড

7) ভারতীয় সংবিধানে ‘নির্দেশমূলক নীতি’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানে অনুকরণে, সেটি হল-

  1. আয়ারল্যান্ড
  2. ইংল্যান্ড
  3. ফ্রান্স
  4. মার্কিন যুক্তরাষ্ট্র

Ans:- আয়ারল্যান্ড

8) ১৯৭৬ খ্রিস্টাব্দে ৪২ তম সংবিধান সংশোধনীতে ভারতকে বলা হয়েছে-

  1. ধর্মনিরপেক্ষ
  2. গণতান্ত্রিক
  3. সার্বভৌম
  4. সাধারনতন্ত্র

Ans:- ধর্মনিরপেক্ষ

9) ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ করেছিলেন-

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. অবনীন্দ্রনাথ ঠাকুর
  3. নন্দলাল বসু
  4. জহরলাল নেহেরু

Ans:- নন্দলাল বসু

10) ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন-

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. মুখ্যমন্ত্রী
  4. রাজ্যপাল

Ans:- রাষ্ট্রপতি

11) ভারতের রাষ্ট্রপ্রধান হলেন-

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. মুখ্যমন্ত্রী
  4. রাজ্যপাল

Ans:- রাষ্ট্রপতি

12) স্বাধীন ভারতের প্রথম রাষ্টপতির নাম হল-

  1. জহরলাল নেহেরু
  2. বি আর আম্বেদকর
  3. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
  4. ডক্টর রাজেন্দ্র প্রসাদ

Ans:- ডক্টর রাজেন্দ্র প্রসাদ

13) ভারতের আইন রচনা ও সংবিধান সংশোধন করে থাকে-

  1. রাষ্ট্রপতি
  2. রাজ্যপাল
  3. প্রধনমন্ত্রী
  4. আইন সভা

Ans:- আইন সভা

14) পদাধিকারবলে রাজ্যসভার সভাপতিত্ব করেন-

  1. রাষ্ট্রপতি
  2. রাজ্যপাল
  3. উপরাষ্ট্রপতি
  4. স্পিকার

Ans:- উপরাষ্ট্রপতি

15) ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভা গঠিত হয় কত জন সদস্য নিয়ে?

  1. 200
  2. 250
  3. 270
  4. 300

Ans:- 250

WBPSC Food SI SPECIAL HISTORY MCQ in Bengali Part-3-2024

16) রাজ্যসভার সদস্য হতে গেলে কোন ব্যক্তির বয়স সর্বনিম্ন কত হতে হবে?

  1. 20
  2. 25
  3. 30
  4. 35

Ans:- 30

17) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-

  1. ডক্টর রাজেন্দ্র প্রসাদ
  2. ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
  3. জহরলাল নেহেরু
  4. বি আর আম্বেদকর

Ans:- ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ

18) সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে কতজন?

  1. 250
  2. 500
  3. 552
  4. 600

Ans:- 552

19) লোকসভায় সভাপতিত্ত করেন-

  1. স্পিকার
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. স্বরাষ্ট্রমন্ত্রী

Ans:- স্পিকার

20) ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন-

  1. রাষ্ট্রপতি
  2. স্বরাষ্ট্রমন্ত্রী
  3. মুখ্যমন্ত্রী
  4. প্রধানমন্ত্রী

Ans:- প্রধানমন্ত্রী

21) রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগ মাধ্যম হলেন-

  1. রাজ্যপাল
  2. রাষ্ট্রপতি
  3. উপরাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী

Ans:- প্রধানমন্ত্রী

22) রাজ্যের আইন সভায় সর্বোচ্চ স্থানের অধিকারী হলেন-

  1. মুখ্যমন্ত্রী
  2. রাজ্যপাল
  3. প্রধানমন্ত্রী
  4. স্পিকার

Ans:- রাজ্যপাল

23) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল-

  1. জহরলাল নেহেরু
  2. মোহাম্মদ আলী জিন্ন
  3. রাজেন্দ্র প্রসাদ
  4. কোনোটিই নয়

Ans:- জহরলাল নেহেরু

24) পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত করা হয় কত খ্রিস্টাব্দে?

  1. 1947
  2. 1969
  3. 1956
  4. 1970

Ans:- 1969

25) বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত-

  1. 4 বছর
  2. 5 বছর
  3. 6 বছর
  4. 7 বছর

Ans:- 5 বছর

26) রাজ্য মন্ত্রিসভার প্রধান হলেন-

  1. প্রধানমন্ত্রী
  2. বিরোধী দলনেতা
  3. মুখ্যমন্ত্রী
  4. রাজ্যপাল

Ans:- মুখ্যমন্ত্রী

27) ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব থেকে নিচে স্তরে রয়েছে-

  1. পৌরসভা
  2. পঞ্চায়েত সমিতি
  3. জেলা পরিষদ
  4. গ্রাম পঞ্চায়েত

Ans:- গ্রাম পঞ্চায়েত

28) ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে উপরের স্তরে রয়েছে-

  1. পৌরসভা
  2. পঞ্চায়েত সমিতি
  3. জেলা পরিষদ
  4. গ্রাম পঞ্চায়েত

Ans:- জেলা পরিষদ

29) গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন-

  1. জেলাশাসক
  2. রাজ্যপাল
  3. গ্রাম প্রধান
  4. পঞ্চায়েত প্রধান

Ans:- গ্রাম প্রধান

30) 2013 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা হল-

  1. 17 টি
  2. 18 টি
  3. 19 টি
  4. 20 টি

Ans:- 20 টি

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment