আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকেগুরুত্বপূর্ণ 30 টি WBPSC Food SI Geography MCQ Part- 15 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,WBPSC,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি ভূগোল ভিত্তিক MCQ খুবই গুরুত্বপূর্ণ । যা আপনারা অবশ্যই একবার দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। আমাদের Wbpsc food si Geography mcq part-14 পড়ার জন্য অনুরোধ রইল
WBPSC Food SI Best 30 Geography MCQ – 2024 I Best 30
WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 Geography MCQ Part- 15-2024 খুবই গুরুত্বপূর্ণ ।
WBPSC Food SI Best 30 Geography MCQ – 2024 I Best 30
১.ভৌগলিক দিক থেকে গ্রেট নিকোবর এর সবচেয়ে কাছের দেশটি কোনটি ?
i) জাভা
ii) শ্রীলঙ্কা
iii) সুমাত্রা
iv) বোর্নিও
উত্তর:- সুমাত্রা
২.ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই ?
i) মধ্যপ্রদেশ
ii) জম্মু ও কাশ্মীর
iii) পাঞ্জাব
iv) বিহার
উত্তর:- মধ্যপ্রদেশ
৩.চিন সীমানা ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত রয়েছে ?
i) পশ্চিমবঙ্গ
ii) হিমাচল প্রদেশ
iii) উত্তর প্রদেশ
iv নাগাল্যান্ড
উত্তর:- হিমাচল প্রদেশ
৪. কোন জোড়াটি ভারতীয় রাজ্যসমূহের পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করেছে ?
i) মনিপুর ও নাগাল্যান্ড
ii) অরুণাচল প্রদেশ ও গুজরাট
iii) অসম ও মেঘালয়
iv) মেঘালয় ও নাগাল্যান্ড
উত্তর:- অরুণাচল প্রদেশ ও গুজরাট
৫. ভারতের কোন শহরে সূর্য রশ্মি কখনোই লম্বাভাবে কিরণ দেয় না ?
i) শ্রীনগর
ii) কলকাতা
iii) মুম্বাই
iv) চেন্নাই
উত্তর:- শ্রীনগর
৬. কত সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় ?
i) ১৯৭০ সালে
ii) ১৯৬১ সালে
iii) ১৯৮৭ সালে
iv) ১৯৭০ সালে
উত্তর:- ১৯৮৭ সালে
৭. কত সালে ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ স্থাপিত হয় ?
i) ১৯৫৬ সালে
ii) ১৯৫৩ সালে
iii) ১৯৫২ সালে
iv) ১৯৫০ সালে
উত্তর:- ১৯৫৩ সালে
৮. ভারতেরর ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয় ?
i) ৯ নভেম্বর ২০০০
ii) ১ নভেম্বর ২০০০
iii) ২ নভেম্বর ২০১৪
iv) ১৫ নভেম্বর ২০০০
উত্তর:- ১ নভেম্বর ২০০০
৯. বর্তমানে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
i) দিল্লি
ii) মাহে
iii) কলকাতা
iv) কচ্ছ
উত্তর:- মাহে
১০. ভারতের উত্তর – দক্ষিণের বিস্তার কত কিমি ?
i) ৩২১৪ কিমি
ii) ৩৪১৪ কিমি
iii) ১৫২০০ কিমি
iv) ২৯৩৩ কিমি
উত্তর:- ৩২১৪ কিমি
১১.ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে ?
i) ১১ টি
ii) ৯ টি
iii) ৮ টি
iv) ৭ টি
উত্তর:- ৯ টি
১২. ভারতের কোন শহরটি পূর্বে অবস্থিত ?
i) বেঙ্গালুরু
ii) লক্ষ্ণৌ
iii) ভূপাল
iv) হায়দ্রাবাদ
উত্তর:- লক্ষ্ণৌ
১৩. ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?
i) আসাম
ii) ছত্তিশগড়
iii) অন্ধপ্রদেশ
iv) মধ্যপ্রদেশ
উত্তর:- আসাম
১৪. আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
i) মিজোরাম
ii) মণিপুর
iii) সিকিম
iv) গোয়া
উত্তর:- গোয়া
১৫ .ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
i) পশ্চিমবঙ্গ
ii) কর্ণাটক
iii) গুজরাট
iv) উড়িষ্যা
উত্তর:- গুজরাট
WBPSC Food SI Best 30 Geography MCQ – 2024 I Best 30
১৬. ভারতে আয়তন অনুযায়ী ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
i) লাক্ষাদ্বীপ
ii) দমন ও দিউ
iii) আন্দামান ও নিকোবর
iv) চণ্ডীগড়
১৭. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
i) রাজস্থান
ii) মহারাষ্ট্র
iii) মধ্যপ্রদেশ
iv) উত্তর প্রদেশ
উত্তর:- রাজস্থান
১৮. নিম্নে ভারতের উত্তরতম বিন্দু কোনটি ?
i) ইন্দিরা পয়েন্ট
ii) ইন্দিরা কল
iii) গুহার মোটার
iv) কিরিথু
উত্তর:- ইন্দিরা কল
১৯. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় দেখা যায় ?
i) ম্যাঙ্গালোর
ii) চেন্নাই
iii) মুম্বাই
iv) গোপালপুর
উত্তর:- চেন্নাই
২০. ভারতের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থিত ?
i) কলকাতা
ii) দিল্লি
iii) নাগপুর
iv) যোধপুর
উত্তর:- কলকাতা
২১.ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ ?
i) ৯ গুন
ii) ৬ গুন
iii) ৩ গুন
iv) ৪ গুন
উত্তর:- ৪ গুন
২২ . নিম্নের কোন রাজ্যটি ভারত – নেপাল সীমান্ত স্পর্শ করেনি ?
i) হিমাচল প্রদেশ
ii) উত্তর প্রদেশ
iii) পশ্চিমবঙ্গ
iv) উত্তরাখণ্ড
উত্তর:- হিমাচল প্রদেশ
২৩ . ভারতের কোন শহরটি ‘ভারতের চিংড়ির রাজধানী’ নামে পরিচিত ?
i) কোচি
ii) নেল্লোর
iii) নাগাপত্তনম
iv) ম্যাঙ্গালোর
উত্তর:- নেল্লোর
২৪ . কোনটি ভারতের প্রথম ‘ Global Telecom City’ ?
i) কলকাতা
ii) বেঙ্গালুরু
iii) নয়ডা
iv) হায়দ্রাবাদ
উত্তর:- বেঙ্গালুরু
২৫. ভারতের কোন শহরে ‘Zero Mile centre’ অবস্থিত ?
i) নাগপুর
ii) দিল্লি
iii) এলাহাবাদ
iv) জব্বলপুর
উত্তর:- নাগপুর
২৬. খুইলার দ্বীপের নতুন নাম কি রাখা হয়েছে ?
i) আবুল কালাম দ্বীপ
ii) সি.ভি রমন দ্বীপ
iii) সতীশ ধবন দ্বীপ
iv) বিক্রম সারাভাই দ্বীপ
উত্তর:- আবুল কালাম দ্বীপ
২৭ .’সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া’ নামে পরিচিত ভারতের কোন শহরটি ?
i) চেন্নাই
ii) মুম্বাই
iii) বেঙ্গালুরু
iv) হায়দ্রাবাদ
উত্তর:- বেঙ্গালুরু
২৮. কোন শহরটি ভারতের দুটি রাজ্যের রাজধানী ?
i) ইটানগর
ii) কাভারাত্তি
iii) চন্ডীগড়
iv) তিরুনন্তপরম
উত্তর:- চন্ডীগড়
২৯. ভারতে কোন রাজ্যের দুটি রাজধানী আছে ?
i) জম্মু ও কাশ্মীর
ii) উত্তরপ্রদেশ
iii) উত্তরাখন্ড
iv) কর্ণাটক
উত্তর:- জম্মু ও কাশ্মীর
৩০.নিম্নে ভারতের দক্ষিণতম বিন্দুটি কোথায় অবস্থিত ?
i) ইন্দিরা পয়েন্ট
ii) কন্যা কুমারী
iii) পূর্বাশা দ্বীপ
iv) ধানুষকোডি
উত্তর:- ইন্দিরা পয়েন্ট
আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |