আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকেগুরুত্বপূর্ণ 30 টি WBPSC Food SI Geography MCQ Part- 14 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,WBPSC,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি ভূগোল ভিত্তিক MCQ খুবই গুরুত্বপূর্ণ । যা আপনারা অবশ্যই একবার দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। আমাদের Wbpsc food si Geography mcq part-13 পড়ার জন্য অনুরোধ রইল
WBPSC Food SI Best 30 Geography MCQ – 2024 I Best 30
WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 Geography MCQ Part- 14-2024 খুবই গুরুত্বপূর্ণ ।
Food SI Best 30 Geography MCQ
1) কানাডিয়ান শিল্ড মূলত-
- পার্বত্য ভূমি
- মালভূমি
- সমভূমি
- উপকূল অঞ্চল
Ans:- মালভূমি
2) হ্যামিল্টন একটি-
- উত্তর বাহিনী নদী
- দক্ষিণ বাহিনী নদী
- পূর্ব বাহিনী নদী
- পশ্চিম বাহিনী নদী
Ans: পূর্ব বাহিনী নদী
3) কানাডিয়ান শিল্ডের অধিকাংশ নদী-
- উত্তরবাহিনী
- দক্ষিণ বাহিনী
- পশ্চিমবাহিনী
- পূর্ব বাহিনী
Ans:- উত্তরবাহিনী
4) কানাডিয়ান শিল্ড অঞ্চলের বৃহত্তম হ্রদ-
- রেন্ডিয়ার
- আঠা বাসকা
- উইনিপেগ
- মিশিগান
Ans:- উইনিপেগ
5) কানাডিয়ান শিল্ড অঞ্চলে গ্রীষ্ম-
- দীর্ঘস্থায়ী
- অল্প স্থায়ী
- ক্ষণস্থায়ী
- কোনটিই নয়
Ans:- ক্ষণস্থায়ী
6) নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম-
- রাশিয়া
- মার্কিন যুক্তরাষ্ট্র
- চীন
- কানাডা
Ans:- কানাডা
7) অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত-
- সাডবেরি
- আরবিজ
- টরেন্টো
- নূরান্ড
Ans:- আরবিজ
8) পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হল-
- আটলান্টা
- মেক্সিক
- অন্তারিও
- কোনটিই নয়
Ans:- আটলান্টা
9) কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর প্রান্তে বাস করে-
- কোরিয়াক
- সাময়িক
- এস্কিমো
- বান্টুরা
Ans:- এস্কিমো
10) সুমেরু বৃত্তের নিকট অবস্থিত একটি বিখ্যাত নগরী হল-
- পোর্ট আর্থার
- সদবেরি
- কলকাতা
- ইনুভিক
Ans:- ইনুভিক
11) মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি-
- ইলিনয়
- মারকয়েট
- মেসাবি
- ডাকোটা
Ans:- মেসাবি
12) কানাডীয় শিল্ড অঞ্চলে ভূমিরূপ প্রধানত কার ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে?
- নদী
- হিমাবাহ
- বায়ু
- সমুদ্র তরঙ্গ
Ans:- হিমাবাহ
13) দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিম ভাগ জুড়ে আছে-
- আলপ্স
- রকি
- আন্দিজ
- কোনোটিই নয়
Ans:- আন্দিজ
14) দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে রয়েছে-
- আটলান্টিক মহাসাগর
- প্রশান্ত মহাসাগর
- ভারত মহাসাগর
- কোনোটিই নয়
Ans:- আটলান্টিক মহাসাগর
15) বলিভিয়া মালভূমি পৃথিবীর কততম পর্বত বেষ্টিত মালভূমি?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
Ans:- দ্বিতীয়
WBPSC Food SI Best 30 Geography MCQ – 2024 I Best 30
16) আমাজন নদীর মোহনা প্রায় কত কিলোমিটার চাওড়া?
- 290
- 340
- 400
- 500
Ans:- 400
17) আমাজন নদীর উত্তর দিকে অবস্থিত হলো –
- গিয়না
- ব্রাজিল
- মাটোগ্রাসা
- উচ্চভুমি
Ans:- মাটোগ্রাসা
18) চিলির উপর দিয়ে বিস্তৃত পর্বত শ্রেণী কি নামে পরিচিত?
- মধ্য কর্টিলেরা
- রিয়েল পর্বত
- পূর্ব কর্টিলেরা
- কোনোটিই নয়
Ans:- রিয়েল পর্বত
19) মাটোগ্রাসাও মালভূমিতে আছে বিখ্যাত জলপ্রপাত-
- ইগুআসু
- ভিক্টোরিয়া
- আটবার
- কোনোটিই নয়
Ans:- ইগুআসু
20) পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হল-
- আমাজন
- নীল
- মিসিসিপি
- মিসরি
Ans:- আমাজন
21) নিম্নলিখিত কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে?
- পারানা প্যারাগুয়ে
- ওরিনোকো
- আমাজন
- লাপ্লাটা
Ans:- ওরিনোকো
22) আমাজন ও নেগ্রো নদীর সংযোগস্থলে অবস্থিত কোন শহর?
- বেলেম
- মানাওস
- ইকুটোস
- কোনটিই নয়
Ans:- মানাওস
23) আমাজন অববাহিকায় অবস্থিত একটি দেশের নাম-
- আর্জেন্টিনা
- চিলি
- ইতালি
- ব্রাজিল
Ans:- ব্রাজিল
24) আলফলসা ঘাস দেখা যায় –
- ব্রাজিল উচ্চভূমিতে
- পম্পাস তৃণভূমিতে
- সেলভারণে
- কোনোটিই নয়
Ans:- পম্পাস তৃণভূমিতে
25) বিখ্যাত বন্দর মানাওস অবস্থিত-
- মিসিসিপি নদীর ধারে
- আমাজন নদীর ধারে
- ওরিনোকো নদীর ধারে
- সেন্ট লরেন্স নদীর ধারে
Ans:- আমাজন নদীর ধারে
26) দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি হলো-
- ব্রাজিল
- ভেনেজুয়েলা
- আর্জেন্টিনা
- কানাডা
Ans:- ব্রাজিল
27) দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি?
- 23
- 35
- 13
- 27
Ans:- 13
28) দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে-
- পৃথিবীর গভীরতম হাত
- দীর্ঘতম পর্বতশ্রেণী
- উচ্চতম স্থান
- কোনোটিই নয়
Ans:- দীর্ঘতম পর্বতশ্রেণী
29) দক্ষিণ আমেরিকা এর পেটাগোনিয়া অঞ্চলটি কোন জলবায়ুর অন্তর্গত?
- ক্রান্তীয় মরু
- নাতিশীতোষ্ণ মরু
- উষ্ণ ক্রান্ত্রিয়
- উষ্ণ শীতল
Ans:- ক্রান্তীয় মরু
30) পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানি কারক দেশ হলো-
- আর্জেন্টিনা
- ব্রাজিল
- মেক্সিক
- 1 ও 2 উভয়েই
Ans:- 1 ও 2 উভয়েই
আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |