WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-7

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-7 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-7 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-6 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-7

WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 GK MCQ Part- 7-2024 খুবই গুরুত্বপূর্ণ

Food SI Best 30 GK MCQ

১. পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হন ?

i) মার্গারেট থ্যাচার

ii) ইন্দিরা গান্ধী

iii) শিরিমাভো বন্দরনায়েক

iv) কিম ক্যাম্পবেল

উত্তর:- শিরিমাভো বন্দরনায়েক

২. কোন ধাতুতে সাতবাহন রাজাদের ব্যবহৃত মুদ্রাগুলির  তৈরী হয়েছিল ?

i) তামা

ii) সীসা

iii) সোনা

iv) রূপো

উত্তর:- সীসা

৩. নিম্নের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই ?

i) গঙ্গা

ii) তাপ্তি

iii) গোদাবরী

iv) মহানদী

উত্তর:- তাপ্তি

৪. কোন গ্রহের চারপাশে গ্রহকণিকা দেখা যায় ?

i) পৃথিবী ও মঙ্গল

ii) শুক্র ও পৃথিবী

iii) বৃহস্পতি ও শনি

iv) মঙ্গল ও বৃহস্পতি

উত্তর:- মঙ্গল ও বৃহস্পতি

৫. মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় কে ?

i) ঋন গ্রহীতা

ii) ঋনদাতা

iii) পেনশন প্রাপক

iv) সেভিংস ব্যাংকের আমানতকারী

উত্তর:- ঋন গ্রহীতা

৬.ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস হল –

i) শিল্প

ii) কৃষি

iii) বৈদেশিক বাণিজ্য

iv) বনজ দ্রব্য

উত্তর:- কৃষি

৭. ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?

i) দিল্লি

ii) চেন্নাই

iii) মুম্বাই

iv) বেঙ্গালুরু

উত্তর:- মুম্বাই

৮.রামকৃষ্ণ বিচ কোথায় অবস্থিত ?

i) বিশাখাপত্তনম

ii) ত্রিবান্দম

iii) গোয়া

iv) চেন্নাই

উত্তর:- বিশাখাপত্তনম

৯. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে বেশী ?

i) বিহার

ii) উত্তরপ্রদেশ

iii) পশ্চিমবঙ্গ

iv) বিহার

উত্তর:- উত্তরপ্রদেশ

১০. প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয় ?

i) ফিনল্যান্ড

ii) আমেরিকা

iii) সুইজারল্যান্ড

iv) ফ্রান্স

উত্তর:- ফ্রান্স

১১. ভারতের দ্রুততম ট্রেন কোনটি ?

i) রাজধানী এক্সপ্রেস

ii) দুরন্ত এক্সপ্রেস

iii) প্যালেস অন হুইলস

iv) শতাব্দী এক্সপ্রেস

উত্তর:- শতাব্দী এক্সপ্রেস

১২. পারাদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত ?

i) অন্ধপ্রদেশ

ii) পশ্চিমবঙ্গ

iii) ওড়িশা

iv) বিহার

উত্তর:- ওড়িশা

১৩. দিল্লি এবং মুম্বাইকে যুক্ত করেছে কত নম্বর জাতীয় সড়ক ?

i) ৮ নম্বর

ii) ৬ নম্বর

iii) ৭ নম্বর

iv) ৫ নম্বর

উত্তর:- ৮ নম্বর

১৪. প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল ?

i) ২০০০ সালে

ii) ১৯৯৫ সালে

iii) ১৯৮৫ সালে

iv) ১৯৭৫ সালে

উত্তর:- ১৯৮৫ সালে

১৫. পোল্যান্ড এবং জার্মানির মধ্যকার সীমারেখা টির নাম কি ?

i) সিগফ্রেড লাইন

ii) ওডারনিস লাইন

iii) র‍্যাডক্লিফ লাইন

iv) ম্যানারহাইন লাইন

উত্তর:- ওডারনিস লাইন

WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-7

১৬. International monetary fund  এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

i) জেনেভা

ii) মন্ট্রিয়াল

iii) প্যারিস

iv) ওয়াশিংটন

উত্তর:- ওয়াশিংটন

১৭. কথাকলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য ?

i) কেরালা

ii) কর্ণাটক

iii) তামিলনাড়ু

iv) অন্ধপ্রদেশ

উত্তর:- কেরালা

১৮. ক্রেমলিন কোথায় অবস্থিত ?

i) মস্কো

ii) নিউইয়র্ক

iii) বার্লিন

iv) লন্ডন

উত্তর:- বার্লিন

১৯. সার্বিয়ার রাজধানীর নাম কি ?

i) বেইরুট

ii) হেলসিঙ্কি

iii) বুখারেস্ট

iv) বেলগ্রেড

উত্তর:- বেলগ্রেড

২০. হাঁপানির ঔষধ তৈরিতে কি ব্যবহৃত হয় ?

i) ডাটুরিন

ii) মরফিন

iii) অ্যাট্রোপিন

iv) কুইনাইন

উত্তর:- ডাটুরিন

২১. ‘City of  Seven Hill’বলা হয় কোন শহরকে ?

i) সানফ্রান্সিসকো কে

ii) রোম কে

iii) শিকাগো কে

iv) লাসা কে

উত্তর:- রোম কে

২২. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন ?

i) চৈতন্যদেব

ii) মীরাবাঈ

iii) কবীর

iv) রামানুজ

উত্তর:- কবীর

২৩. হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন ?

i) বিক্রমশিলা

ii) নালন্দা

iii) তক্ষশীলা

iv) কোনটিই নয়

উত্তর:- নালন্দা

২৪.ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ?

i) সেনেট

ii) অলথিং

iii) ফোকেটিং

iv) নেসেট

উত্তর:- ফোকেটিং

২৫. মাস্টার গ্ল্যান্ড হল –

i) থাইরয়েড গ্রন্থি

ii) পিটুইটারি গ্রন্থি

iii) অ্যাড্রিনাল গ্রন্থি

iv) এগুলির কোনটিই নয়

উত্তর:- পিটুইটারি গ্রন্থি

২৬.’Glimpses of World History’ বইটি কার লেখা ?

i) চার্লস ডিকেন্স

ii) ভিক্টর হুগো

iii) জর্জ অরওয়েল

iv) জওহরলাল নেহেরু

উত্তর:- জওহরলাল নেহেরু

২৭. ‘বিরুপাক্ষ’ কার ছদ্মনাম ?

i) নিখিল সরকার

ii) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

iii) রাজশেখর বসু

iv) অখিল নিয়োগী

উত্তর:- বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

২৮. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলি যুক্ত অঞ্চল কি নামে পরিচিত ?

i) ভাবর

ii) ডুয়ার্স

iii) খাদার

iv) ভাঙর

উত্তর:- খাদার

২৯. ওনাম  উৎসব কোথায় পালিত হয় ?

i) গোয়া

ii) কেরালা

iii) সিকিম

iv) মেঘালয়

উত্তর:- কেরালা

৩০. পিচোলা হ্রদ কোথায় অবস্থিত ?

i) চিতোর

ii) উদয়পুর

iii) যোধপুর

iv) জয়পুর

উত্তর:- উদয়পুর

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment