WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-8

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-8 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-8 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-7 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-8

WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 GK MCQ Part- 8-2024 খুবই গুরুত্বপূর্ণ

Food SI Best 30 GK MCQ

১/ ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ নামে বই কোন বিজ্ঞানী লিখেছিলেন ?

অ) স্টিফেন হকিং
আ) মেঘনাদ সাহা
ই) ওডওয়ার্ড জেনার
ঈ) পাস্তুর হই

উওর :- অ) স্টিফেন হকিং

২/ নিচের কোনটি শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত ?

অ) স্পোর্ট
আ) কৃষি
ই) বিজ্ঞান ও প্রযুক্তি
ঈ) চলচ্চিত্র

উওর :- ই) বিজ্ঞান ও প্রযুক্তি

৩/ দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিল (উত্তরায়ন) ঘটে কতই ডিসেম্বর ?

অ) ২১ শে জুন
আ) ২১ শে মার্চ
ই) ২৩ শে সেপ্টেম্বর
ঈ) ২২ শে ডিসেম্বর

উওর :- ঈ) ২২ শে ডিসেম্বর

৪/ ভারতের মধ্যে সর্ব তম প্রাচীন ট্রেড ইউনিয়ন সংস্থা নিচের কোনটি ?

অ) আই এন টি ইউ সি
আ) সি আই টি ইউ
ই) এ আই টি ইউ সি
ঈ) বি এম এস

উওর :- অ) আই এন টি ইউ সি

৫/ ভারতীয় কৃষি গবেষণা পরিষদ কোথায় অবস্থিত ?

অ) দেরাদুন
আ) হায়দ্রাবাদ
ই) নয়াদিল্লি
ঈ) ইটানগড়

উওর :- ই) নয়াদিল্লি

৬/ নিচের কোনটি ‘জিরো আওয়ার’

অ) যখন বিরোধী দলে প্রস্তাব বিবেচনা করা হয়
আ) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উস্থাপিত হয়
ই) লোকসভাতে যখন কোন অর্থ বিল পাস করা হয়
ঈ) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়

উওর :- আ) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উস্থাপিত হয়

৭/ কোন পাথরটি মার্বেলে রূপান্তরিত হয়ে থাকে ?

অ) গ্রানাইট
আ) চুনাপাথর
ই) পিট
ঈ) শেল

উওর :- আ) চুনাপাথর

৮/ কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হিসেবে কাজ করে না ?

অ) জলবিদ্যুৎ
আ) সৌরশক্তি
ই) বায়ু শক্তি
ঈ) জ্বালানি কোষ

উওর :- ঈ) জ্বালানি কোষ

৯/ নিচের কোনটি থেকে ‘সুফি’ শব্দ এসেছে ?

অ) এক ধরনের পোশাক থেকে
আ) এক ধরনের কবিতা থেকে
ই) একটি জায়গার নাম থেকে
ঈ) এক ধরনের ভাষা থেকে

উওর :- অ) এক ধরনের পোশাক থেকে

১০/ কোন সময় সূর্য গ্রহণ দেখতে পাওয়া যায়
অ) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়
আ) চাঁদ , সূর্য ও পৃথিবীর মাঝে আসে
ই) সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে
ঈ) পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আছে

উওর :- আ) চাঁদ , সূর্য ও পৃথিবীর মাঝে আসে

১১/ বায়ুমণ্ডলের উপস্থিত রয়েছে এমন একটি রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল ?

অ) নাইট্রোজেন
আ) জলীয় বাষ্প
ই) অক্সিজেন
ঈ) আর্গন

উওর :- ঈ) আর্গন

১২/ আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কে কি বলা হয় ?

অ) প্রধান নির্বাহী কর্মকর্তা
আ) ব্যবস্থাপনা পরিচালক
ই) চিপ ব্যাঙ্কিং অফিসার
ঈ) উপরের কোনোটিই সঠিক নয়

উওর :- ঈ) উপরের কোনোটিই সঠিক নয়

১৩/ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকারী হওয়ার সাল কত ?

অ) ১৯৫৫
আ) ১৯৫৩
ই) ১৯৪৪
ঈ) ১৯৫১

উওর :- ঈ) ১৯৫১

১৪/ নিচের কোনটিকে পাবলিক সেক্টরের বিলগ্নিকরণ বলা হয় ?

অ) উদারীকরণ
আ) বিস্নায়ন
ই) শিল্পায়ন
ঈ) ব্যক্তিগতকরণ

উওর :- ঈ) ব্যক্তিগতকরণ

১৫/ নিচের কে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করে থাকেন ?

অ) ভারতের প্রধান রাষ্ট্রপতি
আ) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি
ই) প্রধানমন্ত্রী
ঈ) ভারতের প্রধান বিচারপতি

উওর :- আ) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি

WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-8

১৬/ মানুষের প্রসাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন ?

অ) ভিটামিন A ও D
আ) ভিটামিন A
ই) ভিটামিন C
ঈ) ভিটামিন B

উওর :- ই) ভিটামিন C

১৭/ নিচের কোন সদস্যদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন ?

অ) পার্লামেন্টের সকল সদস্য দ্বারা
আ) জনগণ দ্বারা সরাসরি
ই) লোকসভার সমস্ত সদস্য দ্বারা
ঈ) লোকসভার সংখ্যাগুরু সংখ্যা যুক্ত পার্টির সদস্য দ্বারা

উওর :- ই) লোকসভার সমস্ত সদস্য দ্বারা

১৮/ কোন শিল্পে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছেন ?

অ) টেক্সটাইল শিল্পে
আ) লোহা ও ইস্পাত শিল্পে
ই) পেট্রোকেমিক্যাল শিল্পে
ঈ) অটোমোবাইল শিল্পে

উওর :- অ) টেক্সটাইল শিল্পে

১৯/ বিখ্যাত ছবি সপ্তম শিবম্ সুন্দরম তৈরি করিয়াছিলেন ?

অ) মহেন্দ্রনাথ সিং
আ) নন্দকিশোর শর্মা
ই) সিভনন্দন নাতিয়াল
ঈ) রাজ কাপুর

উওর :- ই) সিভনন্দন নাতিয়াল

২০/ নিচের কোনটিতে ক্যালশিয়াম সর্বাধিক মাত্রায় পাওয়া যায় ?

অ) বাজরা
আ) ভুট্টা
ই) গম
ঈ) জোয়ার

উওর :- ঈ) জোয়ার

২১/ কিডনি দূষিত রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়ে থাকে এই প্রক্রিয়ায় জড়িত নিচের কোনটি ?

অ) পরিশোষণ
আ) আস্রবণ
ই) ইলেকট্রোফোরেসিস
ঈ) ব্যাপন

উওর :- আ) আস্রবণ

২২/ কোনটি হল বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম ?

অ) উইম্বলডন
আ) অস্ট্রেলিয়ান ওপেন
ই) ফ্রেঞ্চ ওপেন
ঈ) ইউ এস ওপেন

উওর :- অ) উইম্বলডন

২৩/ নিচের কোন ফুলটি বিশ্বের বৃহত্তম ফুল ?

অ) পদ্ম
আ) রাফলেসিয়া
ই) জায়ান্ট ক্যাকটাস
ঈ) উপরের কোনোটি সঠিক নয়

উওর :- আ) রাফলেসিয়া

২৪/ উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজ গুলির জন্য কোনটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ?

অ) কোবল
আ) জাভা
ই) অ্যাসেম্বলার
ঈ) ব্যাসিক

উওর :- আ) জাভা

২৫/ নিচের কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ?

অ) সর্দার বল্লভ ভাই প্যাটেল
আ) মহাত্মা গান্ধী
ই) জওহরলাল নেহেরু
ঈ) সুভাষচন্দ্র বসু

উওর :- অ) সর্দার বল্লভ ভাই প্যাটেল

২৬/ কোথা থেকে ‘কংগ্রেস’ শব্দটি প্রথম প্রাপ্তি হয়েছিল ?

অ) উত্তর আমেরিকার ইতিহাস থেকে
আ) ব্রিটিশ কমনওয়েলথ থেকে

ঈ) আইরিস ইতিহাস থেকে

উওর :- ই) আমেরিকান সংসদ থেকে

২৭/ কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে ?

অ) বিজ্ঞান ও প্রযুক্তি
আ) সাহিত্য ও সাংবাদিকতা
ই) আন্তর্জাতিক বোঝাপড়া
ঈ) পরিবেশ বিদ্যা

উওর :- আ) সাহিত্য ও সাংবাদিকতা

২৮/ কোন জায়গার লোকনৃত্য হলো ‘ঘুমার’ ?

অ) গুজরাটের
আ) পাঞ্জাবের
ই) রাজস্থানের
ঈ) তামিলনাড়ুর

উওর :- ই) রাজস্থানের

২৯/ অ্যাম নেস্টি ইন্টারন্যাশনাল হল

অ) মানবাধিকার গ্রুপ
আ) ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির
ই) বিশ্ব ব্যাংকের শাখা
ঈ) উপরে কোনটি সঠিক নয়

উওর :- অ) মানবাধিকার গ্রুপ

৩০/ ট্রোপোস্ফিয়ার হল বায়ুমন্ডলের সবথেকে উষ্ণতম অংশ এর কারণ কি ?

অ) এটি সূর্যের নিকটতম
আ) এতে আধানযুক্ত কণা রয়েছে
ই) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
ঈ) এর মধ্যে তাপ উৎপন্ন হয়

উওর :- ই) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment