WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-9

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-9 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-9 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-8 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-9

WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 GK MCQ Part- 9-2024 খুবই গুরুত্বপূর্ণ

Food SI Best 30 GK MCQ

1/ নিচের কোথায় অবস্থিত নেহেরু স্টেডিয়াম ?

ক) কলকাতা
খ) চেন্নাই
গ) মুম্বাই
ঘ) দিল্লী

উওর :- খ) চেন্নাই

২/ পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ভারতে ?

ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫৯ সালে
ঘ) ১৯৬৯ সালে

উওর :- গ) ১৯৫৯ সালে

৩/ নিচের প্রথম ভারতের মহিলা তবলা শিল্পী কে ?

ক) অনুরাধা পাল
খ) অনুষ্কা শঙ্কর
গ) শিল্পী সিং প্যাটেল
ঘ) রূপরেখা ব্যানার্জী

উওর :- ক) অনুরাধা পাল

৪/ কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি কি নামে পরিচিত ?

ক) স্পাম
খ) ফোলিস
গ) ভাইরাস
ঘ) বাগস

উওর :- ঘ) বাগস

৫/ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত মানব দেহের কোন অঙ্গ হয়?

ক) স্নায়ুতন্ত্র
খ) বৃক্ক
গ) যকৃত
ঘ) শ্বাসযন্ত্র

উওর :- ক) স্নায়ুতন্ত্র

৬/ ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী নীচের কোনটি ?

ক) টালপা
খ) একিডনা
গ) টেরোপাস
ঘ) লেমুর

উওর :- খ) একিডনা

৭/ গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী ?

ক) পি টি ঊষা
খ) সানিয়া মির্জা
গ) স্মৃতি মন্ধনা
ঘ) রাধা যাদব

উওর :- ক) পি টি ঊষা

৮/ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে ?

ক) ১৯৪৯ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫১ সালে
ঘ) ১৯৫২ সালে

উওর :- ঘ) ১৯৫২ সালে

৯/ কোন রাজ্যে অবস্থিত‌ ফারাক্কা বাঁধ ?

ক) পশ্চিমবঙ্গ
খ) আসাম
গ) ঝাড়খণ্ড
ঘ) উত্তরপ্রদেশ

উওর :- ক) পশ্চিমবঙ্গ

১০/ নিচের কে বলেছিলেন ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’

ক) লালা লাজপত রায়
খ) বাল গঙ্গাধর তিলক
গ) বিপিনচন্দ্র পাল
ঘ) এঁদের কেউই নন

উওর :- খ) বাল গঙ্গাধর তিলক

১১/ প্রতিবছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে ?

ক) ১০ই সেপ্টেম্বর
খ) ১০ই অক্টোবর
গ) ১০ই নভেম্বর
ঘ) ১০ই ডিসেম্বর

উওর :- ঘ) ১০ই ডিসেম্বর

১২/ নিচের কে ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের স্রষ্টা
?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ) সতীনাথ ভাদুড়ী
ঘ) বনফুল

উওর :- খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

১৩/ নিচের কে হাইড্রোজেন আবিষ্কার করেন ?

ক) ক্যাভেন্ডিস
খ) মাইকেল ফ্যারাডে
গ) আলফ্রেড নোবেল
ঘ) আলভা এডিসন

উওর :- ক) ক্যাভেন্ডিস

১৪/ নিচের কোন রাজ্যে মরুস্থলী অবস্থিত ?

ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ
গ) রাজস্থান
ঘ) গুজরাট

উওর :- খ) মধ্যপ্রদেশ

১৫/ প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস হল

ক) মাখন
খ) মাছ
গ) লেটুস
ঘ) দুধ

উওর :- ঘ) দুধ

WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-9

১৬/ দীপিকা পাডুকন অভিনীত ছাপ্পাক সিনেমা টির পরিচালক হলেন

ক) করণ জোহর
খ) সঞ্জয় লীলা বনশালী
গ) ওম রাউত
ঘ) মেঘনা গুলজার

উওর :- ঘ) মেঘনা গুলজার

১৭/ ইলেকট্রিক জেনারেটর নিচের কে আবিষ্কার করেছেন ?

ক) গ্রাহাম বেল
খ) মাইকেল ফ্যারাডে
গ) আলফ্রেড নোবেল
ঘ) আলভা এডিসন

উওর :- খ) মাইকেল ফ্যারাডে

১৮/ নিচের কোন ভাষায় বাবর-নামা লেখা হয়েছিল বলে জানা যায় ?

ক) আরবি
খ) তুর্কি
গ) আফগানি
ঘ) কোনটিই নয়

উওর :- খ) তুর্কি

১৯/ কালো পতাকা কিসের প্রতীক হিসেবে যানা যায় ?

ক) প্রতিবাদ
খ) হতাশা
গ) বিদ্বেষ
ঘ) শোক

উওর :- ক) প্রতিবাদ

২০/ আধুনিক পর্যায় ধাতুগুলিকে কোন পর্যায়ে রাখা হয়নি ?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

উওর :- ক) প্রথম

২১/ শব্দের গতিবেগ কোথায় সর্বাধিক হয়ে থাকে ?

অ) শূন্যস্থানে
আ) গ্যাসে
ই) তরলে
ঈ) কঠিন পদার্থে

উওর :- ঈ) কঠিন পদার্থে

২২/ ‘বুল’ এবং ‘বিয়ার’ এই শব্দ দুটি কিসের সাথে জড়িত‌ রয়েছে

অ) ব্যাংকিং
আ) আন্তর্জাতিক বাণিজ্য
ই) শেয়ার বাজার
ঈ) অন্তর্দেশীয় বাণিজ্য

উওর :- ই) শেয়ার বাজার

২৩/ নিচের কাকে আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে ?

অ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আ) ডিরোজিও
ই) রাজা রামমোহন রায়
ঈ) ডেভিড হেয়ার

উওর :- ই) রাজা রামমোহন রায়

২৪/ এরান লিপি থেকে যে নরপতির বিষয়ে জানা যায় তিনি কে ছিলেন

অ) প্রথম রাজেন্দ্র চোল
আ) কনিষ্ক
ই) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঈ) সমুদ্রগুপ্ত

উওর :- ঈ) সমুদ্রগুপ্ত

২৫/ নিচের কোনটি মিশ্র অর্থনীতির অর্থ —

অ) পুঁজিবাদী এবং শ্রমিকদের সহাবস্থান
আ) সুসংহত অর্থনৈতিক উন্নয়ন
ই) কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্প ক্ষেত্রেও উন্নয়ন
ঈ) সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

উওর :- ঈ) সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

২৬/ পশ্চিমবঙ্গ বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষবিশিষ্ট হয়ে থাকে কত সালে?
অ) 1970
আ) 1969
ই) 1980
ঈ) 1950

উওর :- আ) 1969

২৭/ নিম্নের কে ছিলেন গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি —

অ) জওহরলাল নেহেরু
আ) বি আর আম্বেদকর
ই) রাজেন্দ্র প্রসাদ
ঈ) বি এল মিত্র

উওর :- ই) রাজেন্দ্র প্রসাদ

28/ নিচের কোন প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল ?

অ) সিজিয়াম
আ) ইউরেনিয়াম
ই) থোরিয়াম
ঈ) লেড

উওর :- আ) ইউরেনিয়াম

২৯/ League of Nation প্রতিষ্ঠা হল

অ) ১৯২০ সালে
আ) ১৯৩০ সালে
ই) ১৯৪০ সালে
ঈ) ১৯৫০ সালে

উওর :- অ) ১৯২০ সালে

৩০/ চা এবং কফিতে কোন ধরনের উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায়

অ) নিকোটিন
আ) অ্যাসপিরিন
ই) ক্যাফিন
ঈ) ক্লোরোফিল

উওর :- ই) ক্যাফিন

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment