প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে best 30 wbpsc food si GK MCQ 2024,part-18 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-18 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-17 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।
WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-18
আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-
ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-18
১/ হাওয়া মহলটি তৈরি করে ছিলেন কে ?
অ) গুরু রামদাস
আ) মহেন্দ্র প্রতাপ সিং
ই) গুরু হারগোবিন্দ
ঈ) রানা কুম্ভ
উত্তর :- আ) মহেন্দ্র প্রতাপ সিং
২/ আকবরের সময়ে কালে ভাস্কর্যের জন্য কোন পাথর ব্যবহার করা হত বলে জানা যায় ?
অ) মার্বেল
আ) ইট
ই) চুনাপাথর
ঈ) লালপাথর
উত্তর :- ঈ) লালপাথর
৩/ রাম্পা বিদ্রোহ তে কে নেতৃত্ব দিয়ে ছিলেন ?
অ) আল্লুরি সীতারাম রাজু
আ) রানী গাইডিনলু
ই) চান্নামা
ঈ) শম্ভু পাল
উত্তর :- অ) আল্লুরি সীতারাম রাজু
৪/ কোন ধাতু টি সবুজ শিখা উৎপন্ন করে থাকে ?
অ) সোডিয়াম
আ) বেরিয়াম
ই) পারদ
ঈ) পটাশিয়াম
উত্তর :- আ) বেরিয়াম
৫/ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন থাকে ?
অ) পৃথিবী পৃষ্ঠের অর্ধেক
আ) শূন্য
ই) পৃথিবী পৃষ্ঠের দ্বিগুণ
ঈ) অসীম
উত্তর :- আ) শূন্য
৬/ নিচের কোন নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ হয়েছে ?
অ) তিস্তা
আ) তোর্ষা
ই) জলঢাকা
ঈ) রায়ডাক
উত্তর :- অ) তিস্তা
৭/ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল টিতে শিক্ষার হার সর্বাধিক রয়েছে ?
অ) দিল্লী
আ) চন্ডিগড়
ই) লাক্ষাদ্বীপ
ঈ) পুডুচেরি
উত্তর :- ই) লাক্ষাদ্বীপ
৮/ হীরার খনি নিচের কোথায় অবস্থিত রয়েছে?
অ) পান্না
আ) মাইসোর
ই) আজমির
ঈ) কোলার
উত্তর :- অ) পান্না
৯/ নতুন রাজ্য গঠন, রাজ্য সমূহের এলাকা, সীমানা ও নাম পরিবর্তন করার ক্ষমতা রয়েছে —
অ) সুপ্রিম কোর্ট
আ) পার্লামেন্ট
ই) হাইকোর্ট
ঈ) রাষ্ট্রপতি বা তার অবর্তমানে উপরাষ্ট্রপতি
উত্তর :- আ) পার্লামেন্ট
১০/ কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত __ রাজ্যে অবস্থিত রয়েছে?
অ) উত্তর প্রদেশ
আ) কর্ণাটক
ই) উত্তরাখণ্ড
ঈ) তামিলনাড়ু
উত্তর :- আ) কর্ণাটক
১১/ ন্যাশনাল ডেভলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর টি কোথায় অবস্থিত আছে ?
অ) হংকং
আ) সাংহাই
ই) ম্যানিলা
ঈ) জাকাত
উওর :- আ) সাংহাই
১২/ নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত —
অ) উড়িষ্যা
আ) কেরালা
ই) মেঘালয়
ঈ) মহারাষ্ট্র
উত্তর :- ই) মেঘালয়
১৩/ লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম অবস্থিত রয়েছে —
অ) নিউ দিল্লী
আ) জম্মু ও কাশ্মীর
ই) মধ্যপ্রদেশ
ঈ) কর্ণাটক
উত্তর :- ঈ) কর্ণাটক
১৪/ কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন ?
অ) সেরিব্রাম
আ) সেরিবেলাম
ই) মেডালা
ঈ) থ্যালামাস
উত্তর :- ঈ) থ্যালামাস
১৫/ পশ্চিমবঙ্গে রিষড় বিখ্যাত কেন ?
অ) রাসায়নিক শিল্প
আ) পাট শিল্প
ই) তাপবিদ্যুৎ কেন্দ্র
ঈ) জলবিদ্যুৎ কেন্দ্র
উত্তর :- আ) পাট শিল্প
WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-18
১৬/ ভারতের সবথেকে প্রাচীনতম লিপির নাম কি?
অ) জুনাগর শিলালেখা
আ) সোহাগোর তাম্রলিপি
ই) বাদাল শিলালেখা
ঈ) নাসিক প্রসস্তি
উত্তর :- আ) সোহাগোর তাম্রলিপি
১৭/ ভাগবত গীতা পার্সিতে কোন মুঘল রাজপুত্র অনুবাদ করে ছিলেন ?
অ) দারা শিকোহ
আ) সুলেমান শিকোহ
ই) খসরু
ঈ) মুরাদ
উত্তর :- অ) দারা শিকোহ
১৮/ জাহাঙ্গীর তাঁর আত্মজীবনী – কোন ভাষায় রচনা করে ছিলেন ?
অ) আরবী
আ) তুর্কী
ই) ফার্সী
ঈ) উর্দু
উত্তর :- ই) ফার্সী
১৯/ সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল —
অ) এলাহাবাদ
আ) কলকাতা
ই) লক্ষ্ণৌ
ঈ) পাটনা
উত্তর :- ই) লক্ষ্ণৌ
২০/ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট হলেন —-
অ) জর্জ ইয়ুল
আ) উইলিয়াম ওয়েডারবার্ন
ই) এ ও হিউম
ঈ) হেনরি কটন
উত্তর :- অ) জর্জ ইয়ুল
২১/ কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয় ?
অ) অগস্ত্যমালাই
আ) নাল্লামালাই
ই) নীলগিরি
ঈ) পাঁচমারী
উত্তর :- আ) নাল্লামালাই
২২/ নিম্নলিখিত টির মধ্যে কোনটি সঠিক নয় ?
অ) বর্ধমান – কয়লা
আ) পুরুলিয়া – চুনাপাথর
ই) বীরভূম – চিনামাটি
ঈ) বাঁকুড়া – ম্যাঙ্গানিজ
উত্তর :- ঈ) বাঁকুড়া – ম্যাঙ্গানিজ
২৩/ হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত রয়েছে?
অ) দেরাদুন
আ) ভুটান
ই) শ্রীনগর
ঈ) সিমলা
উত্তর :- ঈ) সিমলা
২৪/ যখন চাপ বৃদ্ধি পায়, তখন বরফের গলনাঙ্ক কি হয় ?
অ) বৃদ্ধি পায়
আ) পরিবর্তিত হয় না
ই) হ্রাস পায়
ঈ) বরফের অশুদ্ধির উপর নির্ভর করে
উত্তর :- ই) হ্রাস পায়
১৫/ নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি ?
অ) চতুর্থ পরিকল্পনা
আ) পঞ্চম পরিকল্পনা
ই) ষষ্ঠ পরিকল্পনা
ঈ) অষ্টম পরিকল্পনা
উত্তর :- ই) ষষ্ঠ পরিকল্পনা
২৬/ ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল কোনটি ?
অ) জেলা পঞ্চায়েত
আ) নগর পঞ্চায়েত
ই) গ্রামসভা
ঈ) ক্ষেত্র পঞ্চায়েত
উত্তর :- ই) গ্রামসভা
২৭/ বিধান পরিষদের সদস্য হতে গেলে বয়স কত ?
অ) 21 বছর
আ) 25 বছর
ই) 30 বছর
ঈ) 35 বছর
উত্তর :- ই) 30 বছর
২৮/ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা কোন ধরনের জাতির অন্তর্ভুক্ত বলে জানা যায় ?
অ) অস্ট্রালয়েড
আ) ককেশয়েড
ই) মঙ্গোলয়েড
ঈ) নেগ্রোয়েড
উত্তর :- ঈ) নেগ্রোয়েড
২৯/ কোথায় গ্রীনপার্ক স্টেডিয়াম অবস্থিত ?
অ) বেঙ্গালুরু
আ) দেরাদুন
ই) চন্ডিগড়
ঈ) কানপুর
উত্তর :- ঈ) কানপুর
৩০/ ভারতের সবথেকে উচ্চতম এয়ারপোর্ট কোনটি আছে ?
অ) ধর্মশালা এয়ারপোর্ট
আ) পিথোরাগড় এয়ারপোর্ট
ই) লেহ এয়ারপোর্ট
ঈ) দেরাদুন এয়ারপোর্ট
উত্তর :- ই) লেহ এয়ারপোর্ট
আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |