WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-19

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-19 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-19 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-18 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-19

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-19

১/ মুদ্রাস্ফীতির সময় করের হার হল ?

অ) বৃদ্ধি করা উচিত
আ) হ্রাস করা উচিত
ই) একই রাখা উচিত
ঈ) বাড়ানো কমানো করা উচিত

উত্তর :- অ) বৃদ্ধি করা উচিত

২/ নিচের কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়েছে ?

অ) বি জি খের
আ) জে বি কৃপালিনী
ই) সর্দার পাটেল
ঈ) ডাঃ আম্বেদকর

উত্তর :- অ) বি জি খের

৩/ 48 তম ভারতের প্রধান বিচারপতির নাম টি কি ?

অ) এন ভি রমন
আ) ইউ ইউ ললিত
ই) এ এম খানউইলকার
ঈ) কোনটিই নয়

উত্তর :- অ) এন ভি রমন

৪/ লেন্সের ক্ষমতা মাপা হয়ে থেকে কোন এককের মাধ্যমে ?

অ) ডপলার
আ) ডায়াপটার
ই) অপটিক্স
ঈ) অ্যাপলিটিউড

উত্তর :- আ) ডায়াপটাম

৫/ ভারতের সবথেকে সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি ?

অ) বিহার
আ) অন্ধ্রপ্রদেশ
ই) উত্তরপ্রদেশ
ঈ) তামিলনাড়ু

উত্তর :- আ) অন্ধ্রপ্রদেশ

৬/ সালোকসংশ্লেষের অন্ধকার দশা সম্পন্ন হয়ে থাকে —

অ) প্লাস্টিডে
আ) গ্রানায়
ই) স্ট্রোমায়
ঈ) ওপরের কোনটিই নয়

উত্তর :- ই) স্ট্রোমায়

৭/ অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়ে যায় ?

অ) লাল
আ) নীল
ই) বেগুনি
ঈ) বর্ণহীন

উত্তর :- অ) লাল

৮/ পৃথিবীর বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ টি ?

অ) সিঙ্গাপুর
আ) সংযুক্ত আরব আমিরশাহী
ই) জার্মানি
ঈ) দক্ষিণ কোরিয়া

উত্তর :- ঈ) দক্ষিণ কোরিয়া

৯/ কত বছরের জন্য অর্থ কমিশন গঠিত হয় ?

অ) এক বছর
আ) তিন বছর
ই) পাঁচ বছর
ঈ) সাত বছর

উত্তর :- ই) পাঁচ বছর

১০/ রাসায়নিক পরিবর্তন কোনটি ?

অ) সালফারের গলন
আ) জলের স্ফুটন
ই) সলফারের জ্বলন
ঈ) সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুতকরণ

উত্তর :- ই) সলফারের জ্বলন

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-19

১১/ কোন রাজ্যে অবস্থিত মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট ?

অ) সিকিম

আ) ত্রিপুরা

ই) আসাম

ঈ) মেঘালয়

উত্তর :- আ) ত্রিপুরা

১২/ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান নদী হল —-

অ) দামোদর

আ) অজয়

ই) ময়ূরাক্ষী

ঈ) শিলাবতী

উত্তর :- অ) দামোদর

১৩/ ভারতের বৃহত্তম নদী (জলের ঘনত্ব অনুযায়ী) হল —-

অ) সিন্ধু

আ) ব্রহ্মপুত্র

ই) গঙ্গা

ঈ) গোদাবরী

উত্তর :- আ) ব্রহ্মপুত্র

১৪/ সাতবাহন সাম্রাজ্যের কে প্রতিষ্ঠা করেন ?

অ) কান্ব

আ) সিমুক

ই) হল

ঈ) গৌতমীপুত্র

উত্তর :- আ) সিমুক

১৫/ তাজমহলের স্থপতি হলেন —-

অ) ওস্তাদ আহমেদ লহোরী

আ) ওস্তাদ ঘানি কুতুবদ্দিন

ই) ইয়াকুব

ঈ) দাসবন্ত

উত্তর :- অ) ওস্তাদ আহমেদ লহোরী

১৬/ ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকার প্রকাশ কে —

অ) জওহরলাল নেহেরু

আ) আম্বেদকর

ই) মহাত্মা গান্ধী

ঈ) সুভাষচন্দ্র বসু

উত্তর :- ই) মহাত্মা গান্ধী

১৭/ প্রথম জেনারেল সেক্রেটারি ভারতীয় জাতীয় কংগ্রেসের কে ছিলেন?

অ) দাদাভাই নৌরজি

আ) এলান অক্টাভিয়ান ভিউম

ই) ফিরোজ শাহ মেহতা

ঈ) বদরুউদ্দিন তৈয়বাজি

উওর :- আ) এলান অক্টাভিয়ান হিউম

১৮/ কোনটি অপ্রত্যক্ষ কর নয় ?

অ) বিক্রয়কর

আ) এক্সসাইজ ডিউটি

ই) কাষ্টমস ডিউটি

ঈ) এক্সপেন্ডেচার ডিউটি

উত্তর :- ঈ) এক্সপেন্ডেচার ডিউটি

১৯/ কার্বনের কঠিনতম রূপ হল —-

অ) কোক

আ) গ্রাফাইট

ই) ডায়মন্ড

ঈ) কোনোটিই নয়

উত্তর :- ই) ডায়মন্ড

২০/ ভেক্টর রাশি নয় ?

অ) কার্য

আ) বল

ই) টর্ক

ঈ) বেগ

উত্তর :- অ) কার্য

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment