WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-17

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-17 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-17 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-16 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-17

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-17

১/ কোন দেশের রাজধানী হল ত্রিপোলি ?

অ) স্পেন
আ) লিবিয়া
ই) রোমানিয়া
ঈ) কিউবা

উওর :- আ) লিবিয়া

২/ ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো ভারতের একটি কি অধিকার ?

অ) মৌলিক অধিকার
আ) সাংবিধানিক অধিকার
ই) প্রাকৃতিক অধিকার
ঈ) আইনত অধিকার

উত্তর :- ঈ) আইনত অধিকার

৩/ পশ্চিমবঙ্গের সিঙ্কোনা চাষ হয় থাকে কোথায় ?

অ) কালিম্পং
আ) মংপু
ই) লোলেগাঁও
ঈ) লামাহাটায়

উত্তর :- আ) মংপু

৪/ কলকাতা কর্পোরেশন এর প্রথম মেয়র ছিলেন কে

অ) আনন্দলাল বসু
আ) সুভাষচন্দ্র বসু
ই) অরবিন্দ ঘোষ
ঈ) চিত্তরঞ্জন দাশ

উত্তর :- ঈ) চিত্তরঞ্জন দাশ

৫/ নিচের কোন নাম টি দিল্লির প্রাচীন নাম ছিল?

অ) গয়া
আ) ইন্দ্রপ্রস্থ
ই) অযোধ্যা
ঈ) কামরূপ

উত্তর :- আ) ইন্দ্রপ্রস্থ

৬/ কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা বলে জানা যায় ?

অ) গজপতি
আ) চেদি
ই) জিজুকা ভুত্তি
ঈ) সোলাঙ্কি

উত্তর :- আ) চেদি

৭/ সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক কে ?

অ) দেবেন্দ্রনাথ ঠাকুর
আ) অক্ষয় কুমার দত্ত
ই) প্যারীচাঁদ মিত্র
ঈ) ঈশ্বর গুপ্ত

উত্তর :- ঈ) ঈশ্বর গুপ্ত

৮/ কোন প্রাচীন রাজাদের সংগীত প্রিয়তা মুদ্রা তে প্রকাশ পেয়েছে বলে জানানায় ?

অ) চোল
আ) নন্দ
ই) গুপ্ত
ঈ) মৌর্য

উত্তর :- ই) গুপ্ত

৯/ কত সাল থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু করাহয়?

অ) 1863
আ) 1860
ই) 1876
ঈ) 1888

উত্তর :- আ) 1860

১০/ প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য কোন ইউরোপীয়রা ?

অ) পর্তুগিজ
আ) জার্মান
ই) ওলন্দাজ
ঈ) ব্রিটিশ

উত্তর :- অ) পর্তুগিজ

১১/ বাকপতিরাজ নিচের কোন রাজ্যের সভাপতি ?

অ) কনৌজরাজ যশোবর্মন
আ) মালব রাজ গোনন্দ
ই) কর্কট রাজ দুর্লভ বর্মন
ঈ) প্রতিহার রাজ হরিচন্দ্র

উত্তর :- অ) কনৌজরাজ যশোবর্মন

১২/ বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল বলে জানা যায় ?

অ) গুলবর্গা
আ) বিজাপুর
ই) হাম্পি
ঈ) আগ্রা

উত্তর :- অ) গুলবর্গা

১৩/ নিচের কোথায় সংঘটিত হয়েছিল কোল বিদ্রোহ ?

অ) রাজমহল পাহাড়
আ) সিংভূম
ই) মেদিনীপুর
ঈ) খান্দেশ

উত্তর :- অ) রাজমহল পাহাড়

১৪/ কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত মারকানা মার্বেলের খনি টি ?

অ) গুজরাট
আ) রাজস্থান
ই) মধ্যপ্রদেশ
ঈ) মহারাষ্ট্র

উত্তর :- আ) রাজস্থান

১৫/ নিচের কাকে সবুজ সোনা বলা হয় ?

অ) চা
আ) কফি
ই) সোনা
ঈ) ধান

উত্তর :- অ) চা

১৬/ পৃথিবীর সবথেকে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী টির নাম —–

অ) হাতি
আ) তিমি
ই) ডায়নোসর
ঈ) জলহস্তী

উত্তর :- আ) তিমি

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-17

১৭/ নিচের কোনটি পরিবেশের জৈব উপাদান ?

অ) শক্তি
আ) বিকিরণ
ই) জল
ঈ) সবুজ উদ্ভিদ

উত্তর :- ঈ) সবুজ উদ্ভিদ

১৮/ নেহেরু ট্রফি টি কোন খেলার সাথে যুক্ত রয়েছে ?

অ) হকি
আ) ব্যাডমিন্টন
ই) ফুটবল
ঈ) ক্রিকেট

উত্তর :- অ)হকি

১৯/ ‘ লীলাবতী ’ লিখেছেন —

অ) হেমচন্দ্র আচার্য
আ) মহাবীরাচার্য
ই) ভাস্করাচার্য
ঈ) কল্পাচার্য

উত্তর :- ই) ভাস্করাচার্য

২০/ করোনা ভাইরাস টি মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে থাকে ?

অ) ফুসফুস
আ) হৃৎপিন্ড
ই) লিভার
ঈ) চোখ

উত্তর :- অ) ফুসফুস

২১/ মোবাইল এ ব্যবহৃত প্রযুক্তি GSM এর পুরো কথাটির অর্থ কি ?

অ) Global System for Mobile
আ) Geo Station for Mobility
ই) Global System for Mobility
ঈ) Geo Satellite for Mobile

উত্তর :- অ) Global System for Mobile

২২/ মোটর গাড়িতে দেখার জন্য যে ব্যবহৃত আয়না কি প্রকৃতির আয়না ?

অ) উত্তল আয়না
আ) সমতল আয়না
ই) অবতল আয়না
ঈ) কোনটাই নয়

উওর :- অ) উত্তল আয়না

২৩/ তুঙ্গভদ্রা প্রকল্প যে দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত তা হল ———–

অ) কেরালা এবং কর্ণাটক
আ) তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ
ই) তামিলনাড়ু এবং কর্ণাটক
ঈ) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক

উত্তর :- ঈ) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক

২৪/ সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয়েছে –

অ) 1971
আ) 1986
ই) 2019
ঈ) 2021

উত্তর :- ই) 2019

২৫/ হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন শৃঙ্গ হল –

অ) শিবালিক
আ) হিমাদ্রি
ই) হিমাচল
ঈ) ধুলাধর

উত্তর :- আ) হিমাদ্রি

২৬/ নিচের কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়ে ছিল ?

অ) যজুর্বেদ
আ) অথর্ববেদ
ই) সামবেদ
ঈ) ঋগবেদ

উত্তর :- ঈ) ঋগবেদ

২৭/ শেষ মৌর্য সম্রাট টি কে —

অ) বাসুদেব
আ) বিম্বিসার
ই) নন্দীবর্ধন
ঈ) বৃহদ্রথ

উত্তর :- ঈ) বঋহদ্র

২৮/ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন —-

অ) লর্ড হেস্টিংস
আ) লর্ড কর্নওয়ালিস
ই) লর্ড কার্জন
ঈ) লর্ড ডালহৌসি

উত্তর :- আ) লর্ড কর্নওয়ালিস

২৯/ নিচের কে যুগান্তর দলের নেতা ছিলেন?

অ) যতীন্দ্রনাথ মুখার্জী
আ) শচীন্দ্রনাথ সান্যাল
ই) রাসবিহারী বসু
ঈ) সুভাষচন্দ্র বসু

উত্তর :- অ) যতীন্দ্রনাথ মুখার্জি

৩০/ সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটি কোনটি ?

অ) জোজিলা
আ) রোটাং
ই) নাথুলা
ঈ) খাইবার

উত্তর :- ই) নাথুলা

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment