WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-16

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-16 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-16 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-15 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI GK MCQ in Bengali PART-16

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

WBPSC Food SI GK MCQ in Bengali PART-16

১. ভারতে কোথায় ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?

অ) বোম্বে
আ) সুরাট
ই) সুতানুটি
ঈ) মাদ্রাজ

উত্তর:-সুরাট

২. শব্দের অর্থ কি ‘ গদর’ ?

অ) বিপ্লব
আ) স্বাধীনতা
ই) স্বরাজ
ঈ) মুক্তি

উত্তর:-বিপ্লব

৩. কে ছিলেনঅমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ?

অ) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
আ) শিশির কুমার ঘোষ
ই)গিরিশচন্দ্র ঘোষ
ঈ) রবার্ট নাইট

উত্তর:-শিশির কুমার ঘোষ

৪. তামাক উৎপাদনকারী ভারতের সর্ববৃহৎ রাজ্য হল—

অ) বিহার
আ) অন্ধ্রপ্রদেশ
ই) উত্তরপ্রদেশ
ঈ) তামিলনাড়ু

উত্তর:- অন্ধ্রপ্রদেশ

৫. ভারতের কোন শহরের কাছে কাঁকরাপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত?

অ) কোটা
আ) কালপক্কম
ই) সুরাট
ঈ) মুম্বাই

উত্তর:-সুরাট

৬. কোথা থেকে গাছপালাপুষ্টি সংগ্রহ করে?

অ) বায়ুমণ্ডল
আ) ক্লোরোফিল
ই) মাটি
ঈ) আলো

উত্তর:- মাটি

৭. কোথায়শব্দের গতিবেগ সর্বাধিক ?
অ) শূন্যস্থানে
আ) গ্যাসে
ই) তরলে
ঈ) কঠিন পদার্থে

উত্তর:-কঠিন পদার্থে

৮. কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?

অ) মেরি কুরি
আ) আর্নেস্ট রাদারফোর্ড
ই) হেনরি বেকারেল
ঈ)ৎএনরিকো ফার্মি

উত্তর:- হেনরি বেকারেল

৯. ‘আচার্য’ হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির

অ) রাজ্যের রাজ্যপাল
আ) রাজ্যের মুখ্যমন্ত্রী
ই) রাজ্যের শিক্ষামন্ত্রী
ঈ))কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

উত্তর:- রাজ্যের রাজ্যপাল

১০. ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান হল—

অ) ৬২ শতাংশ-
আ) ৫০ শতাংশ
ই) ৪২ শতাংশ
ঈ) ২৩ শতাংশ

উত্তর:- ৬২ শতাংশ

১১. নিচের কোনটি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক

অ) কানারা ব্যাঙ্ক
আ) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ই) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ঈ) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

উওর :- ঈ) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

১২. কোন সালে প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল ?

অ) ১৮৮৪
আ) ১৮৮৬
ই) ১৮৯৬
ঈ) ১৯০৪

উওর :- ই) ১৮৯৬

১৩. প্রথম কোন নাগরিক ভারতরত্ন পেয়েছিলেন কিন্তু তিনি ভারতের নাগরিক নন ?

অ) মেনশন ম্যান্ডেলা
আ) আব্রাহাম লিংকন
ই) খান আবদুল গাফফার খান
ঈ) মাদার তেরেসা

উওর :- ই) খান আবদুল গাফফার খান

১৪. কারা ভারতে স্বর্ণ মুদ্রা প্রথম প্রচলন করেছিলেন ?

অ) শখ
আ) হুন
ই) ইন্দো-গ্রীক
ঈ) চোল

উওর :- ই) ইন্দো-গ্রীক

১৫. নিচের কে বিখ্যাত সাঁচি স্তুপ নির্মাণ করেন ?
অ) অশোক
আ) চন্দ্রগুপ্ত মৌর্য
ই) আজাদ শত্রু
ঈ) শশাঙ্ক

উওর :- অ) অশোক

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-16

১৬. ‘মাই লাইফ’ আত্মজীবনী টি কার আত্মজীবনী ?

অ) ডঃ এ পি জে আবদুল কালাম
আ) ডক্টর রাজেন্দ্র প্রসাদ
ই) বিল ক্লিনটন
ঈ) হিলারি রিংটোন

উওর :- অ) ডঃ এ পি জে আবদুল কালাম

১৭. নিচের কোন ধাতুটি সবচেয়ে নমনীয় ধাতু ?

অ) রুপা
আ) অ্যালুমিনিয়াম
ই) সোডিয়াম
ঈ) সোনা

উওর :- ঈ) সোনা

১৮. প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ?

অ) আরতি সাহা
আ) আশা আগরওয়াল
ই) ইতা ফারিয়া
ঈ) বাচেন্দ্রি পাল

উওর :- ঈ) বাচেন্দ্রি পাল

১৯. মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম খাল হলো

অ) রাইন খান
আ) পানামা খাল
ই) সুয়েজ খাল
ঈ) কোনোটিই নয়

উওর :- ই) সুয়েজ খাল

২০. কত সালে লোকসভা বিল প্রথম সংসদে উপস্থাপিত করা হয়েছিল ?

অ) মে , ১৯৬৮
আ) মে , ১৯৮৬
ই) জুলাই , ১৯০০
ঈ) জুন , ১৯৮৭

উওর :- অ) মে , ১৯৬৮

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment