WBPSC Food SI Geography of India MCQ 2023 Part- 9

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকে  গুরুত্বপূর্ণ 30 টি WBPSC Food SI Geography of India পর্ব 9 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি ভূগোল ভিত্তিক MCQ। যা আপনারা অবশ্যই দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।

১. কোন রাজ্যে পুলিকট হ্রদ অবস্থিত ?

i) উড়িষ্যা

ii) তামিলনাড়ু

iii) উত্তরপ্রদেশ

iv) গুজরাট

উত্তর- তামিলনাড়ু

২. নিম্নের কোনটি ক্রান্তীয় তৃণভূমির অন্তর্গত ?

i) পম্পাস

ii) ভেল্ড

iii) সাভানা

iv) ডাউনস্

উত্তর- সাভানা

৩.কোন দেশে বৈকাল হ্রদ অবস্থিত ?

i) রাশিয়া

ii) জার্মান

iii) আফ্রিকা

iv) আফগানিস্থান

উত্তর-রাশিয়া

৪. কোন নদীর তীরে ‘কিয়েভ’ শহরটি অবস্থিত ?

i) নীপার

ii) দানিয়ূব

iii) রাইন

iv)  ভল্গা

উত্তর- নীপার

৫. ভারতের কোন রাজ্যে সম্বর হ্রদ অবস্থিত ?

i) ওডিশা

ii) বিহার

iii) ত্রিপুরা

iv) রাজস্থান

উত্তর- রাজস্থান

৬. ভূটানে পরিকল্পিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কী ?

i) ভিবপুরী জলবিদ্যুৎ

ii) ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ

iii) শিবসমুদ্রম জলবিদ্যুৎ

iv) চুখা জলবিদ্যুৎ

উত্তর- চুখা জলবিদ্যুৎ

৭. কোন নদীর তীরে ‘ওয়াশিংটন’ শহরটি গড়ে ওঠেছে ?

i)কাঘা

ii) জাইরে

iii) পটোম্যাক

iv) সেন্ট লরেন্স

উত্তর- পটোম্যাক

৮.2013 সালে কোথায় clean energy ministerial অনুষ্ঠিত হয়েছিল ?

i) গুটেনবার্গ

ii) কনরাড

iii) রেপটি

iv) মোহো

উত্তর- কনরাড

৯. তুলনামূলক সূক্ষ্ম কোন শিলার কণাগুলি ?

i) পাতালিক

ii) উপপাতালিক

iii) উদবেদী

iv) নিঃসারী

উত্তর- পাতালিক

১০. কোন হ্রদের তীরে ‘চিকাগো’ শহরটি অবস্থিত ?

i) সুপিরিয়র

ii) ঈরি

iii) মিচিগান

iv) ইলিয়ন

উত্তর-মিচিগান

১১. কোন শিলার পরিবর্তিত রূপ মার্বেল ?

i) ব্যাসল্ট

ii) বেলেপাথর

iii) গ্রানাইট

iv) কাদাপাথর

উত্তর- ব্যাসল্ট

১২. ‘ধুঁয়াধর’ জলপ্রপাতটি কী ধরনের জলপ্রপাত ?

i) ঝুলন্ত উপত্যকা

ii) স্ক্রাপচ্যুতি

iii) ক্যাপরক চ্যুতি

iv) নিক্ পয়েন্ট

উত্তর- নিক্ পয়েন্ট

১৩. কোন দুটি অঞ্চলকে ‘বস প্রণালী’ পৃথক করেছে ?

i) ভিক্টোরিয়া – তাসমানিয়া

ii) অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

iii) ভূমধ্যসাগর-লোহিতসাগর

iv) উত্তর ও দক্ষিণ নিউজিল্যান্ড

উত্তর- ভিক্টোরিয়া – তাসমানিয়া

১৪. কোথায় ন্যানি ইন্ড্রাস্ট্রি অবস্থিত ?

i) ফ্রান্স

ii) লন্ডন

iii) ইউরোপ

iv) প্যারিস

উত্তর- ফ্রান্স

১৫. কোনটি পৃথিবীর বৃহত্তম প্রণালী ?

i) বস

ii) টারটার

iii) বেরিং

iv) কোনটিই নয়

উত্তর- টারটার

WBPSC Food SI Geography of India MCQ 2023 Part- 8

১৬. কে পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেছেন ?

i) ডেভিস

ii) পেঙ্ক

iii) ভ্লাদিমির কোপেন

iv) থর্ন থয়েট

উত্তর- ভ্লাদিমির কোপেন

১৭. ভারতের কোন রাজ্যে বৃহত্তম মহীসোপান অবস্থিত ?

i) গুজরাট

ii) তামিলনাড়ু

iii) কেরল

iv) অন্ধ্রপ্রদেশ

উত্তর- তামিলনাড়ু

১৮. বিশ্বের কোথায় জেবু গবাদি পশু দেখা যায় ?

i) কেনিয়া

ii) পাঞ্জাব

iii) নেপাল

iv) ব্রাজিল

উত্তর- কেনিয়া

১৯.কোথায় পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত ?

i) গ্র্যান্ডকুলি

ii) মারিয়ানা

iii) সুন্ডা

iv) বেরিং

উত্তর- সুন্ডা

২০. কোন দুটি মহাদেশ / দেশের মধ্যে ‘পিরেজিন’ পাহাড় আছে ?

i) ইউরোপ- রাশিয়া

ii) স্কটল্যান্ড – ইংল্যান্ড

iii) এশিয়া-ইউরোপ

iv) স্পেন-ফ্রান্স

উত্তর- স্পেন- ফ্রান্স

২১. কোন নদীর ওপর থিয়েন ড্যাম অবস্থিত

i) ঝিলম

ii) শতদ্রু

iii) চন্দ্রভাগা

iv) রাভি

উত্তর- রাভি

২২. নিম্নের কোনটি মাউন্ট ইরিমাস এর সর্বোচ্চ শৃঙ্গ ?

i) এশিয়া

ii) অ্যান্টার্কটিকা

iii) দক্ষিণ আমেরিকা

iv) উত্তর আমেরিকা

উত্তর– অ্যান্টার্কটিকা

২৩. কোন গ্রহকে ক্যালিওস্টা বলা হয় ?

i) শুত্রু

ii) শনি

iii) বৃহস্পতি

iv) বুধ

উত্তর- বৃহস্পতি

২৪. ভারতের মোট বাসযোগ্য জমির পরিমাণ কত ?

i) ২৮ লক্ষ বর্গকিমি

ii) ৩০ লক্ষ বর্গকিমি

iii) ৬০ লক্ষ বর্গকিমি

iv) ৩২ লক্ষ বর্গকিমি

উত্তর- ২৮ লক্ষ বর্গকিমি

২৫.UNO ২০১০ সালটিকে কী বর্ষ হিসেবে চিহ্নিত করেছিল ?

i) বিশ্বশান্তি বর্ষ

ii) আন্তর্জাতিক শিশুবর্ষ

iii) প্রতিবন্ধী বর্ষ

iv) আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ

উত্তর- আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ

২৬. সূর্য বর্ষাকালে কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ?

i) মেরুবৃত্ত

ii) কর্কটক্রান্তি রেখা

iii) নিরক্ষরেখা

iv) মকরক্রান্তি রেখা

উত্তর- কর্কটক্রান্তি রেখার উপর

২৭ . কোনটি ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর ?

i) চেন্নাই

ii) দিল্লী

iii) মুম্বাই

iv) কলকাতা

উত্তর- কলকাতা

২৮. সূর্যের উন্নতি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

i) ক্যালরিমিটার

ii) সেক্সট্যান্ট

iii) ইনক্লাইননোমিটার

iv) হিপসোমিটার

উত্তর- সেক্সট্যান্ট

২৯. কোথায় পিকিং মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছিল ?

i) চাউ কাউ চিয়েন (চীন)

ii) আফ্রিকার কেলিয়া

iii) ফ্রান্সের দর্দগেঁড়ো জেলা

iv) মোযার গ্রাম (জার্মানী)

উত্তর- চাউ কাউ চিয়েন (চীন)

৩০. ‘সবুজ গ্রহ’ বলা কোন গ্রহকে ?

i) মঙ্গল

ii) বুধ

iii) পৃথিবী

iv) ইউরেনাস

উত্তর- ইউরেনাস

৩১. ইউরেনাস এর কয়টি উপগ্রহ রয়েছে ?

i) ৫ টি

ii) ২ টি

iii) ২৪ টি

iv) ৭ টি

উত্তর- ৫ টি

৩২.  প্লুটোর কত বছর সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ?

i) ১৪৮ বছর

ii) ২৪৮ বছর

iii) ৪৫ বছর

iv) ৩৪৮ বছর

উত্তর- ২৪৮ বছর

৩৩. বন্দাপুর জাতীয় উদ্যান  ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

i) রাজস্থান

ii) অন্ধ্রপ্রদেশ

iii) কর্ণাটক

iv) তামিলনাড়ু

উত্তর- কর্ণাটক

৩৪. ছত্রিশগড়  রাজ্যে তৈরী হয়েছে কোন রাজ্যে ভেঙ্গে ?

i) বিহার

ii) অন্ধ্র প্রদেশ

iii) মধ্যপ্রদেশ

iv) উত্তরপ্রদেশ

উত্তর- মধ্যপ্রদেশ

৩৫. ‘মশলা উদ্যান’ বলা হয় ভারতের কোন রাজ্যেকে ?

i) কাশ্মীর

ii) উত্তরপ্রদেশ

iii) পাঞ্জাব

iv) কেরল

উত্তর- কেরল

Share This Post:

Leave a Comment