WBPSC Food SI Geography of India MCQ 2023 Part- 8

Join Our WhatsApp Group!

আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকে  গুরুত্বপূর্ণ 30 টি WBPSC Food SI Geography of India পর্ব 8 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি ভূগোল ভিত্তিক MCQ। যা আপনারা অবশ্যই দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।

১. কাকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হয় ?

i) জার্মানির কোলনকে

ii) বাংলাদেশের নারায়ণগঞ্জকে

iii) চিনের সাংহাইকে

iv) ইরাকের বাগদাদকে

উত্তর :- বাংলাদেশের নারায়ণগঞ্জকে

২. সবচেয়ে বেশী চা রপ্তানী করা হয় ভারতের কোন বন্দরের মাধ্যমে ?

i) ওড়িশা

ii) মুম্বাই

iii) দিল্লী

iv) কলকাতা

উত্তর :- কলকাতা

৩. কোন শ্রেণীর কয়লা ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় ?

i) বিটুমিনাস

ii) পিট

iii) লিগনাইট

iv) অ্যাথ্রাসাইট

উত্তর :- বিটুমিনাস

৪. রেলইঞ্জিন ভারতের কোথায় তৈরী হয় ?

i) পশ্চিমবঙ্গের চিত্তরজ্ঞন

ii) কর্ণাটকের ব্যাঙ্গালোর

iii) কানপুর

iv) বিশাখাপত্তনম

উত্তর :- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন

৫. সাইমুম একধরনের – ?

i) প্রবাল দ্বীপ

ii) বালুঝড়

iii) বালুচর

iv) কোনটাই নয়

উত্তর :- বালুঝড়

৬.বায়ুর স্বাভাবিক চাপ সমুদ্রপৃষ্ঠে প্রতিবর্গ ইঞ্চিতে কত ?

i) ১৬.৭ পাউন্ডের সমান

ii) ১৫.৭ পাউন্ডের সমান

iii) ১৩.৭ পাউন্ডের সমান

iv) ১৪.৭ পাউন্ডের সমান

উত্তর :- ১৪.৭ পাউন্ডের সমান

৭. কোন অঞ্চলে হ্যারিকেন ঝড় দেখা যায় ?

i) গরেন্স দ্বীপপুঞ্জে

ii) উচ্চ হোয়াংহো অববাহিকায়

iii) পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জে

iv) পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে

উত্তর :- পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জে

৮. কাকে ‘Father of Geography’ বলা হয় ?

i) হেকাটিয়াসকে

ii) অ্যারিস্টটলকে

iii) হেরোডোটাসকে

iv) হোমারকে

উত্তর :- হেকাটিয়াসকে

৯. প্রথম কত সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় ?

i) ১৯৬৫ সালে

ii) ১৯৮১ সালে

iii) ১৯৭৯ সালে

iv) ১৯৭১ সালে

উত্তর :- ১৯৭১ সালে

১০. প্রথম কোথায় আপিক্কো আন্দোলল হয়েছিল ?

i) তামিলনাড়ু

ii) কেরল

iii) কর্ণাটক

iv) উত্তরাখন্ড

উত্তর :- কর্ণাটক

১১. ভারতের কোথায় চিরহরিৎ বৃক্ষ গবেষণাকেন্দ্রটি অবস্থিত ?

i) যোধপুর

ii) জব্বলপুর

iii) জোড়হাট

iv) দেরাদুন

উত্তর :- জব্বলপুর

১২. কোন গ্রহের অন্য নাম ‘ইয়ামাহা’ ?

i) প্লুটো

ii) বৃহস্পতি

iii) বুধ

iv) শুক্র

উত্তর :- প্লুটো

১৩. ভারতের কোন রাজ্যে ‘সিরসি’ বনাঞ্চল দেখা যায় ?

i) অন্ধপ্রদেশ

ii) কেরল

iii) কর্ণাটক

iv) উত্তরপ্রদেশ

উত্তর :- কর্ণাটক

১৪. নিম্নের কোনটি বৃহত্তম প্রণালী ?

i) টার্টার

ii) বেরিং

iii) হাডসন

iv) মালাক্কা

উত্তর :- টার্টার

১৫.2013 সালে রাজস্থানের কোন হিল ফোর্টস ‘ইউনাইটেড ন্যাশন কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ আখ্যা পেয়েছে ?

i) চিতোরগড়

ii) জয়সলমীর

iii) অম্বর

iv) যোধপুর

উত্তর :- জয়সলমীর

WBPSC Food SI Geography of India

১৬. কবে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম গঠিত হয় ?

i) ২০০৬ সালে

ii) ২০০৭ সালে

iii) ২০০৮ সালে

iv) ২০০৫ সালে

উত্তর :- ২০০৬ সালে

১৭. কোথায় লুকলা এয়ারপোর্ট (2843 মিঃ)/ তেনজিং হিল এয়ারপোর্ট অবস্থিত ?

i) ভূটানে

ii) ভারতবর্ষে

iii) নেপালে

iv) নিউজিল্যান্ডে

উত্তর :- নেপালে

১৮. কোন শহরকে ‘কুইন অফ গাড়োয়াল’ বলা হয় ?

i) নীলগিরিকে

ii) নীলকণ্ঠকে

iii) দার্জিলিংকে

iv) কলকাতাকে

উত্তর :- নীলকণ্ঠকে

১৯. কোন নদীর তীরে ‘লাহোর’ শহরটি অবস্থিত ?

i) শতদ্রু

ii) তিস্তা

iii) চন্দ্রভাগা

iv) ইরাবতী

উত্তর :- ইরাবতী

২০. পৃথিবীতে কোন দেশ তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

i) ভারতবর্ষ

ii) আফ্রিকা

iii) চীন

iv) জাপান

উত্তর :- চীন

২১. কোনটি ভারতের সর্বাধিক জনবহুলযুক্ত কেন্দ্রশাসিত রাজ্যে ?

i) দিল্লি

ii) মহারাষ্ট্র

iii) আন্দামান ও নিকোবর

iv) দমন ও দিউ

উত্তর :- দিল্লি

২২. ইউরেনিয়ামের সর্বোচ্চ ভান্ডার পৃথিবীর কোথায় অবস্থিত ?

i) জিম্বাবোয়ে

ii) চীনে

iii) অস্ট্রেলিয়ায়

iv) কানাডায়

উত্তর :- কানাডায়

২৩. কী দিয়ে উল্কার বেশীরভাগ অংশ তৈরী ?

i) ব্রোঞ্জ

ii) নিকেল

iii) তামা

iv) লোহা

উত্তর :- নিকেল

২৪. পৃথিবীর প্রতি কতজন অধিবাসীদের মধ্যে এক জন ভারতীয় ?

i) ৮ জন

ii) ৫ জন

iii) ৬ জন

iv) ৭ জন

উত্তর :- ৭ জন

২৫. কোন মেঘ বাদলমেঘ নামে পরিচিত ?

i) অল্টো কিউমুলাস

ii) অল্টোস্ট্রাটাস

iii) কিউমুলোনিম্বাস

iv) নিম্বোকিউমুলাস

উত্তর :- কিউমুলোনিম্বাস

২৬ .পশ্চিমবঙ্গে মোট কটি মহাকুমা রয়েছে ?

i) ৫৭ টি

ii) ৫৫ টি

iii) ৫৩ টি

iv) ৫০ টি

উত্তর :- ৫৩টি

২৭. কাকে পীতনদী বলা হয় ?

i) হোয়াংহো নদীকে

ii) আমুর কে

iii) সিন্ধুনদকে

iv) ইয়াংসি কিয়াংকে

উত্তর :- হোয়াংহো নদীকে

২৮. কোন নদীর উপনদী হল কোপাই, দ্বারকা ?

i) অজয়

ii) রূপনারায়ণ

iii) ময়ূরাক্ষী

iv) দামোদর

উত্তর :- ময়ূরাক্ষী

২৯. কাকে প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলা হয় ?

i) ওসাকাকে

ii) কিওটোকে

iii) শিকাগোকে

iv) টোকিওকে

উত্তর :- ওসাকাকে

৩০. কোন নদীর তীরে ‘গ্লাসগো’ শহরটি অবস্থিত ?

i) ক্লাইভ

ii) টামুর

iii) পটোম্যাক

iv) লরেন্স

উত্তর :- ক্লাইভ

৩১. কোন নদীর তীরে ‘ভিয়েনা’ শহরটি অবস্থিত ?

i) ভিশ্চুলা

ii) ভল্গা

iii) দানিয়ুব

iv) টামুর

উত্তর :- দানিয়ুব

৩২. রেশম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কততম ?

i) চতুর্থ

ii) তৃতীয়

iii) প্রথম

iv) দ্বিতীয়

উত্তর :-দ্বিতীয়

৩৩.কোথায় ‘রোমাঞ্চ খাত’ অবস্থিত ?

i) সুমেরু সাগরে

ii) আটলান্টিক সাগরে

iii) ভারত মহাসাগরে

iv) প্রশান্ত মহাসাগরে

উত্তর :- প্রশান্ত মহাসাগরে

৩৪. কোন নদীর তীরে বার্লিন শহরটি অবস্থিত ?

i) মস্কোভা

ii) স্প্রী

iii) পটোম্যাক

iv) চন্দ্রভাগা

উত্তর :- স্প্রী

৩৫. কোন বায়ু ‘গর্জনশীল চল্লিশা’ তে প্রবাহিত হয় ?

i) প্রত্যয়ন বায়ু

ii) আয়নবায়ু

iii) মেরু বায়ু

iv) পশ্চিমা বায়ু

উত্তর :- পশ্চিমা বায়ু

Share This Post:

Leave a Comment