WB প্রাইমারি টেট নোটিফিকেশন 2023 প্রকাশিত হলো

Join Our WhatsApp Group!

WB প্রাইমারি টেট নোটিফিকেশন 2023 – চাকরিপ্রার্থী দের জন্য এলো বড়ো সুখবর। WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION (WBBPE) এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রাইমারি টেট নোটিস নোটিফাই করা হয়েছে। পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবেন বা আবেদন এর জন্য অনলাইনে পোর্টাল খোলা হবে ১৪ই  সেপ্টেম্বর ২০২৩ থেকে ৪ই অক্টোবর ২০২৩ পর্যন্ত। চাকরি প্রার্থী রা যারা ইচ্ছুক আবেদন করার জন্য, অবশ্যই প্রস্তুতি শুরু করুন।

WB প্রাইমারি টেট নোটিফিকেশন 2023 প্রকাশিত হলো –

WB টেট ২০২৩ নোটিফিকেশন প্রকাশিত হলো অফিসিয়াল ওয়েবসাইট এ যেখানে সব গুরুত্বপুর্ণ তথ্য যেমন আবেদন এর সময়সূচি, কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, কতো টাকা লাগছে ক্যাটাগরী অনুযায়ী এবং আরো অনেক কিছু। এই আর্টিকেল এ শিক্ষার্থী রা সব তথ্য জানতে পারবে যা WB প্রাইমারি টেট এর অফিসিয়াল নোটিস এ জানানো হয়েছে।

WB প্রাইমারি টেট নোটিফিকেশন 2023 গুরুত্তপূর্ণ তথ্য গুলো এক নজরে –

পরীক্ষার নামWB প্রাইমারি টেট 2023 ( WB TET)
পরীক্ষা নির্ধারক বোর্ডWEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION (WBBPE)
পরীক্ষার স্তররাজ্য বিভাগীয় স্তর
পরীক্ষার ধরনঅফলাইন
আবেদন এর ধরনঅনলাইন
পরীক্ষার ভাষাবাংলা এবং ইংলিশ
WB প্রাইমারি টেট নোটিফিকেশন 2023 প্রকাশিত হলো

WB প্রাইমারি টেট 2023 গুরুত্বপুর্ণ তারিখ গুলি –

WB প্রাইমারি টেট 2023 নোটিফিকেশন এর ইম্পর্টেন্ট তারিখ গুলি নিচে একটি টেবিল এর সাহায্যে দেখানো হলো। অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট এর তারিখ এর জন্য প্রার্থীদেরকে মাঝে মাঝে চেক করতে হবে আমাদের ওয়েবসাইট এ।

WB প্রাইমারি টেট 2023 নোটিফিকেশন প্রাইমারি শিক্ষক দের জন্য –

WB প্রাইমারি টেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে WB primary tet এর অফিসিয়াল ওয়েবসাইট এ। চাকরিপ্রার্থী রা সেখানে গিয়ে নানারকম প্রয়োজনীয় তথ্য গুলি সংগ্রহ করতে পারবেন।

WB প্রাইমারি টেট 2023 পরীক্ষার তারিখ –

WB প্রাইমারি টেট এর পরীক্ষা টি হবে ডিসেম্বর এর ১০ তারিখ, ২০২৩। চাকরিপ্রার্থীদের তাদের প্রস্তুতিপর্ব শীঘ্রই শুরু করতে হবে এই পরীক্ষা তে উত্তীর্ণ হওয়ার জন্য। WBBPE প্রকাশ করেছে টেট 2023 এর পরীক্ষার তারিখ অফিসিয়াল ওয়েবসাইট এ।

ইভেন্টসতারিখ
WB প্রাইমারি টেট নোটিফিকেশন প্রকাশ১৩ই সেপ্টেম্বর, ২০২৩
আবেদন শুরু হবে১৪ই সেপ্টেম্বর, ২০২৩
আবেদন করার শেষ তারিখ৪ই অক্টোবর, ২০২৩
WB প্রাইমারি টেট এর ফিস পেমেন্ট এর শেষ তারিখ৫ই অক্টোবর, ২০২৩
WB প্রাইমারি টেট এর অ্যাডমিট কার্ড পাওয়া যাবেপ্রকাশিত করা হবে
WB প্রাইমারি টেট পরীক্ষার তারিখ১০ই ডিসেম্বর, ২০২৩
WB প্রাইমারি টেট উত্তরপত্র প্রকাশপ্রকাশিত করা হবে
WB প্রাইমারি টেট রেজাল্টপ্রকাশিত করা হবে

West Bengal TET 2023 অফিসিয়াল ওয়েবসাইট –

West Bengal TET 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট টি হলো www.wbbpe.org. প্রার্থী দের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট চেক করা দরকার মাঝে মাঝে এই নোটিফিকেশন সংক্রান্ত কোনো আপডেট পাওয়ার জন্য। তারা আমাদের সাইট bastob.in এও সার্চ করতে পারেন এই সংক্রান্ত কোনো আপডেট এর জন্য।

WB প্রাইমারি টেট 2023 অ্যাপ্লিকেশন ফি –

জেনারেল ক্যাটাগরী দের জন্য প্রার্থী পিছু 500 টাকা করে ধার্য করা হয়েছে। নিচে একটি টেবিল এর সাহায্যে ক্যাটাগরী অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিস দেখানো হলো।

ক্যাটাগরীWB প্রাইমারি টেট অ্যাপ্লিকেশন ফি
জেনারেল500 টাকা
OBC A / OBC B400 টাকা
SC / ST / প্রতিবন্ধী250 টাকা

WB প্রাইমারি টেট 2023 আবেদনকারী যোগ্যতা –

চাকরিপ্রার্থীদের অবশ্যই আবেদনকারীদের যোগ্যতা এবং কোয়ালিফিকেশন ও মানদন্ড যাচাই করে নেওয়া দরকার যা WBBPE এর অফিশিয়াল ওয়েবসাইট এ প্রকাশিত নোটিস এ বলা হয়েছে।  যত্ন সহকারে যোগ্যতা ও কোয়ালিফিকেশন নিয়ম গুলো পড়ে আল্লপিকেশন টি আবেদন করবেন।

উচ্চ মাধ্যমিক এ 50% নম্বর এবং পাশাপাশি 2 বছর এর কমপ্লিট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা (D.EL.ED)বা অ্যাপিয়ারিং বা 2 বছর এর ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন বা (B.EL.ED)।

অথবা গ্র্যাজুয়েশন এবং 2 বছর এর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.EL.ED)।

FAQs

কোন বোর্ড এর সহিত WB প্রাইমারি টেট 2023 নির্বাচন শুরু হলো?

WB প্রাইমারি টেট 2023 নির্বাচন শুরু হলো WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION (WBBPE)

WB প্রাইমারি টেট 2023 এর পরীক্ষার আবেদন এর শেষ তারিখ কবে?

WB প্রাইমারি টেট 2023 এর পরীক্ষার আবেদন এর শেষ তারিখ 2023 এর অক্টোবর এর 4 তারিখ।

কোন প্রক্রিয়া তে WB প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে?

WB প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে অফলাইন এ।

Share This Post:

Leave a Comment