আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ 35 টি WBPSC Food SI Geography of India Part- 10 শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 35 টি ভূগোল ভিত্তিক MCQ খুবই গুরুত্বপূর্ণ । যা আপনারা অবশ্যই একবার দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।
WBPSC Food SI Best 35 Geography MCQ – 2023
Food SI Best 35 Geography MCQ
১.কী জাতীয় শিলা দিয়ে দক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে ?
i) ডলেরাইট
ii) গ্রানাইট
iii) স্ট্যান্ডস্টোন
iv) ব্যাসাল্ট
উত্তর- ব্যাসাল্ট
২. ভারতের কোন রাজ্যে চীনেবাদাম উৎপাদনে শীর্ষে রয়েছে ?
i) পশ্চিমবঙ্গ
ii) মহারাষ্ট্র
iii) গুজরাট
iv) পাঞ্জাব
উত্তর- মহারাষ্ট্র
৩. কোথায় কালাহারি মরুভূমি অবস্থিত ?
i) দক্ষিণ আফ্রিকা
ii) জিম্বাবোয়ে
iii) মধ্য এশিয়া
iv) ব্রাজিল
উত্তর- দক্ষিণ আফ্রিকা
৪. হাতির জন্য কোন অভয়ারণ্য বিখ্যাত ?
i) পেরিয়ার
ii) জলদাপাড়া
iii) কাজিরাঙা
iv) কানহা
উত্তর- পেরিয়ার
৫. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী গম উৎপাদিত হয় ?
i) মধ্যপ্রদেশ
ii) পাঞ্জাব
iii) উত্তরপ্রদেশ
iv) বিহার
উত্তর- উত্তরপ্রদেশ
৬. কোন অঞ্চলকে ‘ফলের ভান্ডার’ বলা হয় ?
i) তুন্দ্রা অঞ্চলকে
ii) পশ্চিম উপকূলীয় সামুদ্রিক অঞ্চলকে
iii) ভূমধ্যসাগরীয় অঞ্চলকে
iv) মালভূমি অঞ্চলকে
উত্তর- ভূমধ্যসাগরীয় অঞ্চলকে
৭. নিম্নে এদের মধ্যে কোনটি প্লুটোর উপগ্রহ ?
i) আইও
ii) ওবেরন
iii) গেনিমিও
iv) স্যারন
উত্তর- স্যারন
৮. ‘শিশুচাঁদ’ কাকে বলা হয় ?
i) শুত্রু
ii) লুনিক -৯
iii) স্পুৎনিক-১
iv) ঈগল
উত্তর- স্পুৎনিক-১
৯. ভারত মহাকাশ গবেষণায় কত নম্বর স্থানে রয়েছে ?
i) পঞ্চম
ii) চতুর্থ
iii) দ্বিতীয়
iv) তৃতীয়
উত্তর- তৃতীয়
১০. সমুদ্রপৃষ্ঠ থেকে মারিয়ানা খাতের গভীরতা কত ?
i) ১৪০০০ মিটার
ii) ১৫০০০ মিটার
iii) ১১০০০ মিটার
iv) ১০০০০ মিটার
উত্তর- ১১০০০ মিটার
১১. সবচেয়ে বেশী সমভূমি দেখা যায় পৃথিবীর কোন মহাদেশে ?
i) উত্তর আমেরিকা
ii) দক্ষিণ আমেরিকা
iii) এশিয়া
iv) আফ্রিকা
উত্তর- উত্তর আমেরিকা
১২. কোন শহর ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত ?
i) দিল্লি
ii) দেরাদুন
iii) কলকাতা
iv) ব্যাঙ্গালুরু
উত্তর- দেরাদুন
১৩. ভারতের ‘খনিজ ভান্ডার’ বলা হয় কোন রাজ্যেকে ?
i) বিহার
ii) ঝাড়খন্ড
iii) ওড়িশা
iv) পশ্চিমবঙ্গ
উত্তর- ঝাড়খন্ড
১৪. কাকে ‘অর্কিডের শহর’ বলা হয় ?
i) পেডংকে
ii) কার্শিয়াংকে
iii) ঋষিকে
iv) কালিম্পংকে
উত্তর- কার্শিয়াংকে
১৫. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কী বলে ?
i) রেড ইন্ডিয়ান
ii) পিগমি
iii) ভীল
iv) সাঁওতাল
উত্তর- রেড ইন্ডিয়ান
১৬. মানুষ প্রথম কত সালে আন্টার্কটিকায় প্রদার্পণ করেন ?
i) ১৯০৯ সালে
ii) ১৯১০ সালে
iii) ১৯১১ সালে
iv) ১৯১২ সালে
উত্তর- ১৯১১ সালে
১৭. ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম কি ?
i) লাক্ষাদ্বীপ
ii) গিলবার্ট
iii) লুসাকা
iv) মাস্কট
উত্তর- গিলবার্ট
Read More :- Geography GK for Food SI – Part – 9
১৮. কোন কোন নদীর মিলনস্থলের নাম ‘দেবপ্রয়াগ’ ?
i) অলকানন্দা – মন্দাকিনী
ii) অলকানন্দা – পিন্ডারিগঙ্গা
iii) অলকানন্দা – নন্দা
iv) অলকানন্দা – ভাগিরথী
উত্তর- অলকানন্দা -ভাগিরথী
১৯. পৃথিবীর কোন শহরকে গাড়ীর শহর বলা হয় ?
i) সাংহাইকে
ii) মরিশাসকে
iii) ব্রাসিলিয়াকে
iv) ভার্জিনিয়াকে
উত্তর- ব্রাসিলিয়াকে
২০. কোনটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ ?
i) ইলহা – দা – মারাজো
ii) মোজাম্বিকা
iii) গ্রীনল্যান্ড
iv) মাজুলী
উত্তর- ইলহা -দা- মারাজো
২১. কোন নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত ?
i) দামোদর
ii) খরকাই
iii) তুঙ্গভদ্রা
iv) কৃষ্ণা
উত্তর- খরকাই
২২. এদের মধ্যে মিশরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
i) কিলিমাঞ্জারো
ii) কাকাবোরাজী
iii) টেবিল মাউন্টেন
iv) সিনাই
উত্তর- সিনাই
২৩. কোথায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি অবস্থিত ?
i) মেঘালয়ে
ii) সিকিমে
iii) মণিপুরে
iv) ত্রিপুরায়
উত্তর- সিকিমে
২৪. কোন শহরগুলিকে শতাব্দী এক্সপ্রেস সংযোগ করেছে ?
i) নিউদিল্লী,মুম্বাই
ii) নিউদিল্লী, ঝাঁসী
iii) নিউদিল্লী, জয়পুর
iv) নিউদিল্লী, ভূপাল
উত্তর- নিউদিল্লী, ঝাঁসী
২৫. কি নামে শিলাময় মরুভূমি নামে পরিচিত ?
i) হামাদা
ii) ওয়াদি
iii) ধ্রিয়ান
iv) বাজাদা
উত্তর- হামাদা
২৬. সূর্যের সবচেয়ে বাইরে অংশকে কি বলা হয় ?
i) করোনা
ii) বর্ণমন্ডল
iii) ছটামন্ডল
iv) আলোকমন্ডল
উত্তর- করোনা
২৭. কোনটি পৃথিবীর উচ্চতম মহাদেশ নামে পরিচিত ?
i)এশিয়া
ii) আফ্রিকা
iii) আন্টার্কটিকা
iv) অস্ট্রেলিয়া
উত্তর- আন্টার্কটিকা
২৮. কাকে ‘ভূমধ্যসাগরের চাবি’ বলা হয় ?
i) ইজিপ্টকে
ii) সুয়েজ খালকে
iii) জিব্রাল্টার প্রণালীকে
iv) তুরস্ককে
উত্তর- জিব্রাল্টার প্রণালীকে
২৯. ‘দক্ষিণের ব্রিটেন’ বলা হয় কোন দেশ কে ?
i) নিউজিল্যান্ডকে
ii) অস্ট্রোলিয়াকে
iii) ভারতকে
iv) সাউথ আফ্রিকাকে
উত্তর- নিউজিল্যান্ডকে
৩০. ভারতের কোথায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয় ?
i) জয়পুরে
ii) জয়সলমীরে
iii) মাউন্ট আবুতে
iv) ইটানগরের
উত্তর- জয়সলমীরে
৩১. পৃথিবীর কোন দেশকে ‘হাজার হ্রদের দেশ’ বলা হয় ?
i) নিউজিল্যান্ডকে
ii) হল্যান্ডকে
iii) ফিনল্যান্ডকে
iv) থাইল্যান্ডকে
উত্তর- ফিনল্যান্ডকে
৩২. পশ্চিমবঙ্গে কোথায় রপ্তানি প্রাক্রিয়াকরণ অঞ্চল কার্যকরী হয়েছে ?
i) ফলতা
ii) কাকদ্বীপ
iii) হলদিয়া
iv) রায়চক
উত্তর- ফলতা
৩৩.তুলাচাষের জন্য ভারতের সবচেযে উপযোগী অঞ্চল কোনটি ?
i) কচ্ছেরন অঞ্চল
ii) ব্রহ্মপুত্র উপত্যকা
iii) সিন্ধু গাঙ্গেয় সমভূমি
iv) দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল ?
উত্তর- সিন্ধু গাঙ্গেয় সমভূমি
৩৪. নিম্নের কোনটি উৎপাদনের জন্য বায়লাডিলা বিখ্যাত ?
i) মাইকা
ii) বক্সাইট
iii) অ্যালুমিনিয়াম
iv) লৌহ আকরিক
উত্তর- লৌহ আকরিক
৩৫. সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামে পরিচিত কোন পর্বতমালা ?
i) বিন্ধ্য
ii) শিবালিক
iii) পূর্বঘাট
iv) পশ্চিমঘাট
উত্তর-পশ্চিমঘাট