Mann Ki Baat :প্রধান মন্ত্রী মোদীর ‘মন কি বাত’ দেশবাসীকে উৎসাহিত করছে বিভিন্ন স্কিম এর প্রতি সচেতনশীল হতে এবং তাতে অংশগ্রহণ করতে –

Join Our WhatsApp Group!

SBI REPORT এর তথ্য অনুযায়ী, প্রধান মন্ত্রী মোদীর প্রদর্শনী অনুষ্ঠান Mann Ki Baat (মন কি বাত) উৎসাহিত করছে বিভিন্ন স্কিম গুলি কে আরো জনপ্রিয় করে তুলতে এবং দেশবাসীসহ সকল মানুষ দের আরো আকৃষ্ট করে তুলতে। মানুষ কে সচেতন হতে এবং মহিলা দের বিভিন্ন স্কিম এ অংশগ্রহণ করতে প্রচুর ভাবে সাহায্য করছে PM মোদীর এই ‘মন কি বাত‘।

Mann Ki Baat

প্রধান মন্ত্রী মোদীর মাসিক রেডিও প্রোগ্রাম Mann Ki Baat (মন কি বাত) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিভিন্ন রকম সরকারি স্কিম গুলো কে আরো জনপ্রিয় এবং আকর্ষণীয় করে তুলতে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর আর্থিক বিভাগ এর একটি নির্দিষ্ট গবেষণাতে বলা হয়েছে যে – মন কি বাত এর 9 বছর পূর্ণতা, বদলাচ্ছে মানুষ, নীতি, প্রশাসন।

Mann Ki Baat

রিপোর্ট অনুযায়ী, PM mudra, SVANidhi, সুকন্যা সম্বৃদ্ধি, জন ধন একাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার( DBT), প্রভৃতি স্কিম গুলি মানুষ কে সচেতন হতে এবং নিজেদের ওপর আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে। রিপোর্ট টি তে আরো বলা হয় যে, কেন্দ্রীয় সরকার কর্তৃক এই স্কিম গুলির দ্বারা দেশের মহিলা রাও তাদের অধিকার এর জন্য এগিয়ে আসছে  এবং স্বানন্দে তারা যোগদান করছে।

Mann Ki Baat

রিপোর্ট টি তে আরো যোগ করে বলা হয় যে, ‘Mann Ki Baat’ অনুষ্ঠান এ প্রধান মন্ত্রী মোদী নির্দিষ্ট কোনো স্কিম নিয়ে কিছু বলার পরেই ইন্টারনেট এ সেই স্কিম নিয়ে সার্চ এর সীমারেখা হঠাৎ ই বেড়ে ওঠে খুব কম সময় এর মধ্যে।

SBI রিপোর্ট অনুযায়ী, সুকন্যা সম্বৃদ্ধী যোজনা (SSY) তে 36 মিলিয়ন একাউন্ট খোলা হয়েছে, এবং যেখানে ডিপোজিট হয়েছে এখনও পর্যন্ত 2 লক্ষ কোটি টাকা।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) একটি ছোট ডিপোজিট স্কিম যা প্রধানত সরকার এনেছিল বালিকা শিশু দের জন্য, লঞ্চ করা হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইন এর অংশ হিসেবে।

মুদ্রা লোন অ্যাপ্লিকেশন স্কিম টি ও গুগল সার্চ এ অনেক টা জায়গা করে নিলেও সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল ‘মন কি বাত’ এপিসোড এর পরে covid 19 আতিমারি।

PM SVANidhi বা প্রধান মন্ত্রী ভেন্ডর আত্মনির্ভর নিধি, যা লঞ্চ হয়েছিল 2022 এর জুলাই মাসে, যার প্রধান উদ্দেশ্য ছিল ভেন্ডর দের ক্ষমতাশীল ও আত্মনির্ভর করে তোলা। প্রধান মন্ত্রী মোদী এই ‘মন কি বাত’ এপিসোড এ এই স্কিম এর কথা তোলার পর স্কিম টি আরো বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছিল। SBI রিপোর্ট অনুযায়ী PMSVANidhi এই স্কিম টি তে 65.5 লক্ষ ভেন্ডর দের টাকা জমা হয়।

Mann Ki Baat:’মন কি বাত’ সম্মন্ধে কিছু অজানা তথ্য

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী প্রযোজিত ‘Mann Ki Baat’ প্রথম শুরু হয়েছিল 2014 এর 3 অক্টোবর এবং সম্প্রচারিত হয় প্রতি মাসের শেষ রবিবার সকাল 11টার র সময়, ভারতীয় বেতার এবং দূরদর্শন এ (All India Radio And Doordarshan).

2023 এর 24th April, PIB রিলিজ তারিখ অনুযায়ী, 23 কোটি মানুষ প্রতিদিন এই ‘Mann Ki Baat’ প্রোগ্রাম টি শুনে এবং 41 কোটি মানুষ কদাচিৎ ভাবে সময়ে সময়ে এই অনুষ্ঠান টি উপভোগ করেন। দেশবাসীরা আশাবাদী হয় এবং এটা আশা করা যায় যে দেশ আরো উন্নত থেকে উন্নতশীল এর শিখর এর দিকে পৌঁছতে থাকবে।

Share This Post:

Leave a Comment