Best 35 Geography MCQ 2023 Part-5 I ভূগোল বিষয় থেকে ৩৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 2023- পর্ব 5

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে ভূগোল বিষয় থেকে  best Geography MCQ 2023 part- 5 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBP, Railway Group D, KP, এবং বিভিন্ন দপ্তরের Group C ও D  ইত্যাদি Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ভূগোল বিষয় থেকে Best 35 MCQ 2023 Part-5 খুব গুরুত্বপূর্ণ অবশ্যই একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ৷

১. কাকে হিমালয়ের রাণী বলা হয় ?

i) দার্জিলিং কে

ii) মাদুরাইকে

iii) মুসৌরীকে

iv) নেতারহাট কে

উত্তর :- মুসৌরীকে

২. ভগবানের নিজের দেশ কাকে বলা হয় ?

i) কাশ্মির

ii) কর্ণাটক

iii) তামিলনাড়ু

iv) কেরালা

উত্তর :- কেরালা

৩. কাকে আকাশচুম্বী শহর বলা হয় ?

i) লন্ডনকে

ii) কলকাতাকে

iii) নিউইয়র্ককে

iv) সিডনিকে

উত্তর :- নিউইয়র্ককে

৪. কোন মহাদেশকে ‘জগতের সেরা’ বলা হয় ?

i) ইউরোপ

ii) এশিয়া

iii) অস্ট্রেলিয়া

iv) আমেরিকা

উত্তর :- ইউরোপ

৫. কাকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় ?

i) সিডনিকে

ii) অমৃতসরকে

iii) বেলজিয়ামকে

iv) সান ফ্রান্সিসকোকে

উত্তর :- অমৃতসরকে

৬. কাকে লিলির দেশ বলা হয় ?

i) আফ্রিকাকে

ii) নিউজিল্যান্ডকে

iii) কানাডাকে

iv) বেলজিয়ামকে

উত্তর :- কানাডাকে

৭. পবিত্রভূমি নামে পরিচিত কোন স্থান  ?

i) প্যালেস্টাইন

ii) স্বাহরিন

iii) আবারডিন

iv) মাদাগাসকার

উত্তর :- প্যালেস্টাইন

৮. কাকে কেকের দেশ বলা হয় ?

i) থাইল্যান্ডকে

ii) স্কল্যান্ডকে

iii) হল্যাডকে

iv) ফিনল্যান্ডকে

উত্তর :- স্কটল্যান্ডকে

৯. কোন দেশের জাতীয় প্রতীক ড্র্যাগন ?

i) শ্রীলঙ্কা

ii) জাপান

iii) নেপাল

iv) ভূটান

উত্তর :- ভূটান

Geography MCQ 2023 Part-5

১০. কাকে রামধনুর দেশ বলা হয় ?

i) কিউবাকে

ii) ওয়াশিংটনকে

iii) মস্কোকে

iv) হাওয়াইকে

উত্তর :- হাওয়াইকে

১১. ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় ?

i) নাগপুরকে

ii) জয়পুরকে

iii) কানপুরকে

iv) মণিপুরকে

উত্তর :- নাগপুরকে

১২. কাকে সবুজ নগরী বলা হয় ?

i) মাদুরাইকে

ii) চেন্নাইকে

iii) সুন্দরবনকে

iv) সুরাটাকে

উত্তর :- চেন্নাইকে

১৩. কালো হীরের দেশ নামে খ্যাত ?

i) জিম্বাবোয়ে

ii) কানাডা

iii) অস্ট্রেলিয়া

iv) আফ্রিকা

উত্তর :- আফ্রিকা

১৪. ভারতের ১০ নম্বর জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে ?

i) দিল্লি – ফাজিলকা

ii) দিল্লি – মুম্বাই

iii) আগ্রা – মুম্বাই

iv) দিল্লি- অমৃতসর

উত্তর :- দিল্লি -ফাজিলকা

১৫. ইউরোপের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি ?

i) ভল্গা

ii) দানিয়ূব

iii) নীপার

iv) রাইন

উত্তর :- নীপার

১৬. ব্ল্যাকফরেস্ট – পর্বত ?

i) সঞ্চয়জাত

ii) স্তূপ

iii) ভঙ্গিল

iv) ক্ষয়জাত

উত্তর :- স্তূপ

১৭. কী ধরনের তৃনভূমি ‘সাভানা’ ?

i) উপক্রান্তীয়

ii) তৈগা

iii) সরলবর্গীয়

iv) ক্রান্তীয়

উত্তর :- ক্রান্তীয়

১৮. ‘নেবুউলা হাইপোথেসিস’ কার মতবাদ

i) কান্ট

ii) ডেভিস

iii) রুশে

iv) প্লুটো

উত্তর :- কান্ট

১৯. কোথায় ‘পানচাক্কি’ অবস্থিত ?

i) মান্ডুতে

ii) ঔরঙ্গবাদে

iii) পানাগড়ে

iv) পাটনাতে

উত্তর :- ঔরঙ্গবাদে

Geography MCQ 2023 Part-5

২০.  পৃথিবীর ‘রুগ্ন মানুষের দেশ’ নামে পরিচিত কে ?

i) কানাডা

ii) জিম্বাবুয়ে

iii) তুরস্ক বা তুর্কী

iv) মোজাম্বিক

উত্তর :- তুরস্ক বা তুর্কী

২১. কাকে পৃথিবীর ‘রুটির ঝুড়ি’ বলে ?

i) ইউক্রেনকে

ii) মস্কোকে

iii) ফ্রান্সকে

iv) রাশিয়াকে

উত্তর :- ইউক্রেনকে

২২. কোথায় ‘ম্যানিটোবা’ হ্রদ অবস্থিত ?

i) রাশিয়ায়

ii) মিনিকয়

iii) কানাডায়

iv) ইংল্যান্ডে

উত্তর :- কানাডায়

২৩. বৃহত্তম বনভূমি পৃথিবীর কোথায় অবস্থিত  ?

i) রাশিয়ায়

ii) কানাডায়

iii) আমাজন অববাহিকায়

iv) আমেরিকায়

উত্তর :- রাশিয়ায়

২৪. ‘যোসেফ’ কী ?

i) রূপা

ii) হীরক

iii) সোনার খনি

iv) লোহার খনি

উত্তর :- সোনার খনি

২৫. ভারতের কোন রাজ্যে ‘মিকির’ আদিবাসীদের দেখা যায় ?

i) মিজোরাম

ii) মণিপুর

iii) অরুণাচলপ্রদেশ

iv) আসাম

উত্তর :- আসাম

২৬. কোন রাজ্যে ‘দেপসাং উপত্যকা’ অবস্থিত ?

i) আসাম

ii) অরুনাচলপ্রদেশ

iii) কেরল

iv) রাজস্থান

উত্তর :- অরুণাচলপ্রদেশ

২৭. পৃথিবীর মোট কটি অক্ষরেখা রয়েছে ?

i) ১৮২ টি

ii) ১৭৮ টি

iii) ১৭০ টি

iv) ১৮০ টি

উত্তর :- ১৭৮ টি

২৮. কোন স্থানের স্থানান্তরিত কৃষির নাম ‘চেনা’ ?

i) শ্রীলঙ্কা

ii) ব্রাজিল

iii) উত্তর আমেরিকা

iv) দক্ষিণ আমেরিক

উত্তর :- শ্রীলঙ্কা

২৯. কোন দ্বীপের পার্শ্ববতী অঞ্চল দিয়ে ল্যাব্রাডর স্রোত প্রবাহিত ?

i) নিউ ফাউন্ডল্যান্ড

ii) ফ্লোরিডা

iii) গ্রীণল্যান্ড

iv) অ্যান্টার্কটিকা

উত্তর :- নিউ ফাউন্ডল্যান্ড

Geography MCQ 2023 Part-5

৩০. নিম্নের কোনটি আটালান্টিক মহাসাগরীয় স্রোত নয় ?

i) ক্যানারি স্রোত

ii) সোমালি স্রোত

iii) বেঙ্গুয়েলা স্রোত

iv) উপসাগরীয় স্রোত

উত্তর :- সোমালি স্রোত

৩১. কোনটি পৃথিবীর সর্ববৃহৎ ‘কোকো’ উৎপাদক অঞ্চল ?

i) গুয়েনা উপসাগর

ii) মেক্সিকো উপসাগর

iii) লোহিত সাগর

iv) থাইল্যান্ড উপসাগর

উত্তর :- গুয়েনা উপসাগর

৩২. কাকে এশিয়ার রোম বলা হয় ?

i) মুম্বাইকে

ii) কলকাতাকে

iii) কাশ্মীরকে

iv) দিল্লীকে

উত্তর :- দিল্লীকে

৩৩. কাকে উৎসব নগরী বলা হয় ?

i) মাদুরাইকে

ii) নেতারহাটকে

iii) কুইটোকে

iv) নবদ্বীপকে

উত্তর :- মাদুরাইকে

৩৪. থাইলান্ডের পুরানো নাম কি ছিল ?

i) সাইগন

ii) জাইরে

iii) সিয়াম

iv) লানঝাং

উত্তর :- সিয়াম

৩৫. বিশ্ব জল দিবস কত তারিখ ?

i) ২২ শে এপ্রিল

ii) ১১ ই মার্চ

iii) ১১ ই এপ্রিল

iv) ২১ শে মার্চ

উত্তর :- ২১ শে মার্চ

Share This Post:

Leave a Comment