Best 20 Geography MCQ 2023 Part-4| ভূগোল গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন প্রশ্নত্তোর|

Join Our WhatsApp Group!

আজকে আমরা আলোচনা করব Geography MCQ 2023 নিয়ে স্পেশাল কিছু প্রশ্ন উত্তর। যেখানে আপনারা খুব সহজে আগামী পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। দেরি না করে নিচে প্রশ্নগুলিতে দেখুন এবং আপনি আপনার সঠিক উত্তরটি দেয়ার চেষ্টা করুন। আর যদি আমাদের পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার প্রিয় বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করে আমাদের সাহায্য করুন।

Geography MCQ 2023

1 নাতিশীতোষ্ণ মন্ডলের অরণ্য ?

  • A:- ম্যানগ্রোভ অরণ
  • B:- সরলবর্গীয় অরণ্য
  • C:- সিলভা অরণ্য
  • D:- নিরক্ষীয় বৃষ্টি অরণ্য

Answer :- সরলবর্গীয় অরণ্য

2 অঞ্চলের অরুণাঞ্চলের জলবায়ু ?

  • A:- আদ্র ও শীতল
  • B:- উষ্ণ ও আদ্র
  • C:- শীতল ও শুষ্ক
  • D:- শুষ্ক ও উষ্ণ

Answer :- উষ্ণও আদ্র

3 নিরক্ষীয় চিরসবুজ অরণ্য আছে ?

  • A:- আর্জেন্টিনায়
  • B:- অস্ট্রেলিয়ায়
  • C:- ব্রাজিলে
  • D:- দক্ষিণ আফ্রিকা

Answer :- ব্রাজিলে

4 নিরক্ষীয় চিরসবুজ একটি বৃক্ষের নাম ?

  • A:- পাইন
  • B:- ফার
  • C:- মেহগনি
  • D:- শাল

Answer :- মেহগনি

5 নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অধিকাংশ গাছের কাঠ ?

  • A:- শক্ত
  • B:- নরম
  • C:- হালকা
  • D:- বাড়ি

Answer :- শক্ত

6 নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের আরেক নাম ?

  • A:- চির রাত্রি অঞ্চল
  • B:- চির গোধূলি অঞ্চল
  • C:- অন্ধকারাচ্ছন্ন অঞ্চল
  • D:- আলোকিত অঞ্চল

Answer :- চির গোধূলি অঞ্চল

7  শ্বাসমূল ও ঠেসমূল আছে এমন একটি গাছের নাম ?

  • A:- সেগুন
  • B:- গরান
  • C:- মেহগনি
  • D:- শাল

Answer :- গরান

8 পুরনশীল সম্পদ কোনটি ?

  • A:- কয়লা
  • B:- অরণ্য
  • C:- খনিজ তেল
  • D:- কোনোটিই নয়

Answer :- অরণ্য

9 ম্যানগ্রোভ গড়ে ওঠার প্রধান শর্ত ?

  • A:-  বেশি উষ্ণতা
  • B:- কম সূর্যালোক
  • C:- স্বল্প বৃষ্টিপাত
  • D:- আদ্র লবণাত্মক মাটি

Answer:- আদ্র লবণাত্মক মাটি

10 ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?

  • A:- মালভূমি অঞ্চলে
  • B:- পর্বতের ঢালে
  • C:- দেশের অভ্যন্তরে
  • D:- সমুদ্রপ কূলে

Answer:- সমুদ্রপ কূলে

11  ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত হয় ?

  • A:- গ্রীষ্মকালে
  • B:- শরৎকালে
  • C:- শীতকালে
  • D:- সারা বছর ধরে

Answer:- গ্রীষ্মকালে

12 বিস্তৃত ক্রান্তীয় তৃণভূমি আছে এমন একটি দেশ হল ?

  • A:- কানাডা
  • B:- চীন
  • C:- রাশিয়া
  • D:- ব্রাজিল

Answer:- কানাডা

13 ভূমধ্যসাগরীয় অরণ্যের একটি প্রধান বৃক্ষের নাম ?

  • A:- গর্জন
  • B:- কর্কওক
  • C:- সেগুন
  • D:- পাইন

Answer:- কর্কওক

14 সরলবর্গীয় অরণ্য আছে এমন একটি দেশের নাম ?

  • A:- ব্রাজিল
  • B:- কানাডা
  • C:- রাশিয়া
  • D:- ইন্দোনেশিয়া

Answer:- রাশিয়া

15 বিশ্বের যে দেশটিতে বৃহত্তম সরলবর্গীয় অরণ্য আছে ?

  • A:- কানাডা
  • B:- রাশিয়া
  • C:- ব্রাজিল
  • D:- আমেরিকান যুক্তরাষ্ট্র

Answer:- কানাডা

16 ইউরেশিয়া মহাদেশের সরোবর্গীয় অরণ্যকে কী বলে ?

  • A:- তৈগা
  • B:- সেলভা
  • C:- ল্যানোস
  • D:- পম্পাস

Answer:- তৈগা

17 নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ?

  • A:- perklan
  • B:-  ভেল্ড
  • C:- ডাউনস
  • D:- কেন্টারবেরি

Answer :- কেন্টারবেরি

18  বিশ্বের যে দেশটিতে বৃহত্তম সরলবর্গীয় অরণ্য আছে?

  • A:- কানাডা
  • B:- আমেরিকা যুক্তরাষ্ট্র
  • C:- নরওয়ে
  • D:- রাশিয়া

Answer:- কানাডা

19 ফ্রান্সের ভূমধ্যসাগরীয় ববনভূমি ঝোপঝাড় কে বলে ?

  • A:- ম্যাকিয়া
  • B:- ম্যাটোরাল
  • C:- চ্যাপারেল
  • D:- ম্যাকুইস

Answer:- ম্যাকুইস

20 কোন গাছের আটা থেকে তারপিন তেল তৈরি হয় ?

  • A:- সেগুন
  • B:- যারা
  • C:- বাউবাব
  • D:- পাইন

Answer:- পাইন

21 তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্র হল ?

  • A:- মিছিলিপত্নম
  • B:- নাগাপট্টিনম
  • C:- কোলাম
  • D:- কালিকট

Answer :-নাগাপট্টিনম

22 উত্তর-পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের অন্যতম মৎস্য আহরণকারী দেশ ?

  • A:- কানাডা
  • B:- নরওয়ে
  • C:- সুইজারল্যান্ড
  • D:- মরক্কো

Answer :- নরওয়ে

23 ভারতের একটি গুরুত্বপূর্ণ মৎস্য বাজার হল ?

  • A:- মারমাগাও
  • B:- দিল্লি
  • C:- বারানসি
  • D:- দেরাদুন

Answer:-মারমাগাও

24 নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি উল্লেখযোগ্য মৎস্য আহরণকারী দেশ হলো ?

  • A:- ভারত
  • B:- মায়ানমার
  • C:- কানাডা
  • D:- বাংলাদেশ

Answer :- কানাডা

25 ভারতের অভ্যন্তরীণ মৎস্য আহরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ?

  • A:- শংকরপুর
  • B:- চিলকা
  • C:- পুরী
  • D:- দীঘা

Answer:- চিলকা

Share This Post:

Leave a Comment