WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-12

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2024,part-12 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-12 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-11 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

WBPSC Food SI GK MCQ in Bengali

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-12

১/ নিচের কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম রয়েছে ?

অ) বিহার
আ) ঝাড়খন্ড
ই) ওড়িশা
ঈ) আসাম

উত্তর :- আ) ঝাড়খন্ড

২/ পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা আছে ?

অ) ৪ টি
আ) 6 টি
ই) 4 টি
ঈ) 9 টি

উত্তর :- ঈ) 9 টি

৩/ কোথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়ে থাকে ?

অ) দার্জিলিং
আ) কোচবিহার
ই) বক্সা ডুয়ার্স
ঈ) উত্তর ২৪ পরগনা

উওর :- ই) বক্সা ডুয়ার্স

৪/ নিচের কে দাস বংশের প্রতিষ্ঠাতা ?

অ) ইলতুৎমিস
আ) সুলতান রাজিয়া
ই) গিয়াস উদ্দিন তুঘলক
ঈ) কুতুবউদ্দিন আইবক

উত্তর :- ঈ) কুতুবউদ্দিন আইবক

৫/ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন

অ) ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়
আ) স্বামী বিবেকানন্দ
ই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর :- অ) ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়

৬/ পশ্চিমবঙ্গের মধ্যে নবীনতম জেলা হল –

অ) পুরুলিয়া
আ) পূর্ব বর্ধমান
ই) পশ্চিম বর্ধমান
ঈ) মুর্শিদাবাদ

উত্তর :- ই) পশ্চিম বর্ধমান

৭/ সগৌলির সন্ধি খ্রিস্টাব্দ হল –

অ) 1828
আ) 1816
ই) 1820
ঈ) 1815

উত্তর :- আ) 1816

৮/ নিচের কোনটি তাল শব্দের অর্থ ?

অ) উচু এলাকা
আ) অপেক্ষাকৃত নিম্নভূমি
ই) মরুভূমি এলাকা
ঈ) জলাভূমি ও নিম্নভূমি

উত্তর :- ঈ) জলাভূমি ও নিম্নভূমি

৯/ পশ্চিমবঙ্গের কোন শহরটি অর্কিডের শহর –

অ) কার্শিয়াং
আ) কলকাতা
ই) শিলিগুড়ি
ঈ) দুর্গাপুর

উত্তর :- অ) কার্শিয়াং

১০/ নিচের কোনটি আধুনিক ঘোড়ার নাম কি ?

অ) কাস্পিয়ান ঘোড়া
আ) ইকুয়াস
ই) জেড
ঈ) উপরের কোনটিই নয়

উওর :- আ) ইকুয়াস

১১/ টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেছেন ?

অ) জেমস চ্যাডউইক
আ) রবার্ট ফুল্টন
ই) থমাস এডিসন
ঈ) এডওয়ার্ড জেনার

উত্তর :- ঈ) এডওয়ার্ড জেনার

১২/ নিচের কে ‘ভারতবন্ধু’ নামে পরিচিত ?

অ) উইলিয়াম বেন্টিঙ্ক
আ) লর্ড ডালহৌসি
ই) ক্লিমেন্ট এটলি
ঈ) কর্নওয়ালিশ

উত্তর :- ই) ক্লিমেন্ট এটলি

১৩/ গণপরিষদের খসড়া কমিটির মোট কত সদস্য সংখ্যা –

অ) 8 জন
আ) 7 জন
ই) 6 জন
ঈ) 11 জন

উত্তর :- আ) 7 জন

১৪/ 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে ?

অ) 14 টি
আ) 49 টি
ই) 21 টি
ঈ) 39 টি

উত্তর :- অ) 14 টি

১৫/ সবুজ বিপ্লব সবচেয়ে কার্যকরী হয় কোন ফসলের ক্ষেত্রে

অ) ধান
আ) আখ
ই) গম
ঈ) পাট

উত্তর :- ই) গম

WBPSC Food SI GK MCQ in Bengali I ফুড সাব ইন্সপেক্টর জিকে PART-12

১৬/ প্রস্তাবনাকে ‘ A Key to the Constitution’ বলে উল্লেখ করেছেন –

অ) সচ্চিদানন্দ সিনহা
আ) বি এন রাও
ই) বি আর আম্বেদকর
ঈ) আর্নেস্ট বার্কার

উত্তর :- ঈ) আর্নেস্ট বার্কার

১৭/ নিচের কে‌ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ?

অ) ক্লিমেন্ট এটলি
আ) চার্চিল
ই) রবার্ট ওয়ালপুল
ঈ) কোনোটিই নয়

উত্তর :- আ) চার্চিল

১৮/ নিচের কোথায় অর্থবিল শুধুমাত্র পেশ করা হয় ?

অ) রাজ্যসভায়
আ) চার্চিল
ই) রাজ্যসভা ও লোকসভায়
ঈ) কোনোটিতে নয়

উত্তর :- আ) চার্চিল

১৯/ সম্প্রতি আসামের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন?

অ) সি পি রাধাকৃষ্ণন
আ) প্রেম সিং তামাং
ই) সি ভি আনন্দ বোস
ঈ) বিশ্বভূষণ হরিচন্দন

উত্তর :- ঈ) বিশ্বভূষণ হরিচন্দন

২০/ স্ট্যাটিসটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা হলেন –

অ) লর্ড মেয়ো
আ) লর্ড লিটন
ই) লর্ড মিন্টো
ঈ) লড রিপন

উত্তর :- অ) লর্ড মেয়ো

২১/ কোন সম্রাটের শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন ?

অ) আকবর
আ) শেরশাহ
ই) মহম্মদ বিন তুঘলক
ঈ) আলাউদ্দিন খিলজী

উওর :- ই) মহম্মদ বিন তুঘলক

২২/ নিচের কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন জানা যায় ?

অ) আলাউদ্দিন খিলজী
আ) বলবন
ই) ইলতুৎমিস
ঈ) মহম্মদ বিন তুঘলক

উওর :- ই) ইলতুৎমিস

২৩/ নেতাজির গঠিত আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল বলে জানা গিয়েছে ?

অ) সিংহ
আ) হস্তি
ই) ব্যাঘ্র
ঈ) গন্ডার

উওর :- ই) ব্যাঘ্র

২৪/ নিচের কে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন —

অ) আন্না হাজারে
আ) মেধা পাটেকর
ই) রামদেব
ঈ) বিনায়ক সেন

উওর :- আ) মেধা পাটেকর

২৫/ ভারতের সবথেকে সর্ববৃহৎ হিমবাহ কোনটি ?

অ) পিন্ডারি
আ) গঙ্গোত্রী
ই) সিয়াচেন
ঈ) হিস্পার

উওর :- ই) সিয়াচেন

২৬/ কোথায় কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত রয়েছে ?

অ) কটকে
আ) ধানবাদে
ই) কানপুরে
ঈ) কোয়েম্বাটুরে

উওর :- অ) কটকে

২৭/ নিচের কোনটি হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি করে ?

[A] আর্কিমিডিসের সূত্র
[B] পাস্কালের সূত্র
[C] রেনল্ডের সূত্র
[D] বার্নৌলির সূত্র

উত্তর :- [B] পাস্কালের সূত্র

২৮/ কোন মোটর বোট চলার সময় অদ্ভুত তরঙ্গ টি হল –

অ) তির্যক
আ) অনুদৈর্ঘ্য
ই) তির্যক ও অনুদৈর্ঘ্য
ঈ) স্থান

উওর :- ই) তির্যক ও অনুদৈর্ঘ্য

২৯/ ভারতের সংবিধান অনুযায়ী , জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন ধারায় —

অ) 21
আ) 49
ই) 73
ঈ) 370

উত্তর :- অ) ২১

৩০/ ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত্ আইন পাস করে —

অ) ১৯৯০ সালে
আ) ১৯৯৩ সালে
ই) ১৯৯৫ সালে
ঈ) ২০০২ সালে

উত্তর :- আ) ১৯৯৩ সালে

আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |

Share This Post:

Leave a Comment