ভারতের হাতের মুঠোয় চাঁদ

bastob.in

Image credit - Google

চাঁদে ভারতের ক্ষমতা জাহির। ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ।

NEXT

1

Image credit - Google

যেখানে" আমেরিকা - চীন" পারেনি, সদ্য ব্যর্থ "রাশিয়াও"। করে দেখালো "ভারত"।

NEXT

2

Image credit - Google

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের দাদাগিরি। ঐতিহাসিক সন্ধিক্ষণে উৎসবে মেতে ওঠে গোটা দেশ।

NEXT

3

Image credit - Google

ঘড়ি ধরে নির্ধারিত সময়ে ছটা বেজে চার মিনিটে সফল অবতরণ।

NEXT

4

Image credit - Google

প্রজ্ঞান শব্দের অর্থ যেটি জ্ঞান থেকে এসেছে। যার মাধ্যমে আমরা চাঁদ থেকে বিভিন্ন তথ্য পাব।

NEXT

5

Image credit - Google

It will also measure the ions and electrons density and বিক্রম থেকে বেরিয়ে চাঁদে পা রোভার প্রজ্ঞানের। প্রজ্ঞানের ৬টি চাকা আছে। এই ছটি চাকার উপর ভর করে প্রতিদিন ৫০০ মিটার এলাকা ঘুরে দেখবে। thermal properties in the polar regions on the surface.

NEXT

6

Image credit - Google

প্রজ্ঞানের চাকায় ভারতের আবেগ অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীক রয়েছে। যা চাঁদের মাটিতে ল্যান্ডিং হওয়ার সাথে সাথে জীবাশ্ব এর ন্যায় রয়ে যাবে।

NEXT

7

Image credit - Google

পৃথিবীর একমাত্র উপগ্রহে ইসরোর চন্দ্রযান। উঠল ভারতবাসীর গর্বের তিরঙ্গা।

NEXT

8

Image credit - Google

চাঁদের জল বাতাস না থাকায়, এই ছাপ চাঁদের বুকে সারা জীবন জ্বলজ্বল করবে।

NEXT

9

Image credit - Google

Share with Your Friends & Families 

Join Telegram

Image credit - Google