অভিনেত্রী এমি জ্যাকসন নতুন লুকের ছবি শেয়ার করার পর থেকেই ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
কেউ মনে করছেন সার্জারির জন্যই এই হাল এমির, আবার কারো কারো মন্তব্য বেশি ডায়েটের কারণেই এমন অবস্থা হয়েছে অভিনেত্রীর।
Image credit - Google
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজের নতুন লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
Image credit - Google
ছবিতে দেখা যায়, এমি জ্যাকসন সামনের দিকে ছোট করে চুল কেটেছেন। এ ছাড়া তীক্ষ্ণ গাল, চিবুক, চওড়া কপাল।
Image credit - Google
এমির ছবিতে ‘খুব খারাপ লাগছে’, ‘তুমি তোমার মুখ নষ্ট করেছ’ এরকম বাজে মন্তব্য করেছেন তার ভক্তরা।
Image credit - Google
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমি জ্যাকসন বলেন, ‘আমি একজন অভিনেত্রী এবং আমি বুঝে শুনেই আমার কাজগুলো করি।’
Image credit - Google
তিনি বলেন, ‘গত একমাস ধরে আমি আমার নতুন প্রোজেক্টের শুটিং করছি। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
Image credit - Google
অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে কটাক্ষ করার বিষয়টি দুঃখজনক। তবে আমি অনেক পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি, যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন। আর সবাই তাদের প্রশংসাও করেছেন।
Image credit - Google
এমি জ্যাকসন বলিউডে খুব অল্প সময় কাজ করেছেন। তবে এই সময়েই তিনি ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
Image credit - Google
২০২০ সালে রূপ ও সৌন্দর্যে অনন্য এমিকে গুগল ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে নির্বাচন করে।
Image credit - Google
Image credit - Google