শিক্ষক দিবসে দারুণ এই উপহারগুলি হাতখরচ বাঁচিয়ে দিতে পারো
Image credit - Google
প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন শুরু হয়েছিল। এই দিনে প্রত্যেকেই নিজেদের শিক্ষক তথা গুরুদের শ্রদ্ধা জানান। কী কী উপহার দিতে পারেন শিক্ষকদের-
Image credit - Google
ব্যক্তিগত নোটপ্যাড বা ডায়েরি
Image credit - Google
হাতে লেখা চিঠি
Image credit - Google
কাস্টমাইজড মগ
Image credit - Google
চারা গাছ অথবা পাথুরে গাছ
Image credit - Google
পছন্দের চকলেট, কেক, মিষ্টি অথবা পেস্ট্রি
Image credit - Google
বই কিংবা জার্নাল
Image credit - Google
পছন্দের চকলেট, কেক, মিষ্টি অথবা পেস্ট্রি শিক্ষকের সঙ্গে কোলাজ করা ছবি অথবা ভিডিয়ো
Image credit - Google
Image credit - Google