চুলের প্রাণ ফেরাতে জুড়ি নেই রোজমেরি অয়েলের​

bastob.in

Image credit - Google

ঘন-লম্বা চুলের স্বপ্ন ​ঘন-লম্বা চুলের স্বপ্ন দেখে থাকেন প্রায় সকলেই। চাইলেই সেই স্বপ্ন পূরণ হয় না।এই স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় চুলের হাজারও সমস্যা মেঘবরণ চুল পেতে হলে নজর দিতে হবে চুলের যত্নের দিকে।

NEXT

1

Image credit - Google

বিয়ের মরশুম বলে কথা কার্তিক পেরিয়ে অগ্রহায়ণেই রয়েছে পরপর বিয়ের মরশুম তারিখ। আর আপনিও যদি বিয়ের হবু কনে হয়ে থাকেন, তাহলে চুলের হাল ফিরিয়ে নিন ।

NEXT

2

Image credit - Google

প্রাকৃতিক উপাদানেই ভরসা রাখুন বিয়ের আগে পার্লার ট্রিটমেন্ট করিয়ে চুলের মেরামতি করিয়ে নিতেই পারেন। এসব পার্লার ট্রিটমেন্ট যেমন খরচসাপেক্ষ এর পার্শ্বপ্রতিক্রিয়াও উপেক্ষার নয়। তাই প্রাকৃতিক উপাদানে চুলের হাল ফিরিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের।

NEXT

3

Image credit - Google

সঙ্গী হোক রোজমেরি অয়েল রোজমেরি অয়েল তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি ধর্ম। এই গুণেই চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল। শুধু কয়েক ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েলের ছোঁয়া পেলে তরতাজা থাকবে চুলের হাল ।

NEXT

4

Image credit - Google

বন্ধ হবে চুল পড়া চুল পড়ার অন্যতম এক কারণ হল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া। আর সেই কারণকে নির্মূল করতে রোজমেরি অয়েল খুপ উপকারী।

NEXT

6

Image credit - Google

চুলকানি কমবে এই মরশুমে খুসকির সমস্যা তে ভোগেন অনেকেই। এর থেকে যথেষ্ট চুলকানিও সইতে হয়। তবে আর চিন্তা নেই, রোজমেরি অয়েলের ছোঁয়া পেলে আরাম পাবেন অল্প কয়েক দিনেই।

NEXT

5

Image credit - Google

মানতে হবে এই নিয়মও​ দিনে দু' বার ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল দিয়ে মাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে, সেই সঙ্গে টাকে নতুন চুলও গজাবে।

NEXT

7

Image credit - Google

​অন্য তেলে মিশিয়ে নিন​ নারকেল বা আমলকির তেলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে মাসাজ করতে পারেন। তারপর ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন নতুন চুলও গজাবে।

NEXT

8

Image credit - Google

Share Your Friends & Family 

Join Telegram

Image credit - Google