এই জায়গায় কর্পূর রাখলে, ঘুরবেই ভাগ্যের চাকা

bastob.in

Image credit - Google

আলমারিতে ন্যাপথলিন তো রাখেনই এক টুকরো কর্পূরও রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী খুশিই হবেন। ফলে অকারণে অর্থব্যয় বন্ধ হবে না এমনকী সংসারে অর্থকষ্ট দেখা দেওয়ার সম্ভাবনাও কমবে কর্পূর এর ফলে

NEXT

1

Image credit - Google

রান্নাঘরে মশলার কৌটোর পাশে এক টুকরো কর্পূরও রাখুন।অগ্নি দেবতা এই কর্পূরের গন্ধে সন্তুষ্ট হন। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে সংসারে কোনওদিন খাবারের অভাব হবে না।

NEXT

2

Image credit - Google

​বাড়ির প্রবেশদ্বার দিয়ে নেগেটিভ-পজিটিভ দুই এনার্জিই প্রবেশ করে নেগেটিভ এনার্জিকে সরেই দিতে সক্ষম কর্পূর। প্রবেশদ্বারে এক টুকরো কর্পূর রাখতে না যেন ভুলবেন!

NEXT

3

Image credit - Google

​ খেল​ঘর সুখ-শান্তি এবং অর্থ-সমৃদ্ধিতে ভরে উঠবে এক টুকরো কর্পূরের । তবে শুধু ঘরের কিছু নির্দিষ্ট জায়গায় রাখতে হবে টুকরো কর্পূর।

NEXT

4

Image credit - Google

রয়েছে আরও অনেক গুণ​  বৈবাহিক সম্পর্ক মজবুত করতেও সেই কর্পূরেরই শরণাপন্ন হতে হবে আপনাকে। অর্থকষ্ট দূর করে টাকার শুতে পারবেন কর্পূরের গুণেই।

NEXT

5

Image credit - Google

নেগেটিভ এনার্জির প্রকোপ কমবে​ এর গন্ধে দূর হবে ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি। বাস্তুদোষ কাটিয়ে ঘরকে সুখ-শান্তিতে ভরিয়ে তুলবে কর্পূরই।

NEXT

6

Image credit - Google

​কর্পূরকে পবিত্র বলে মনে করা হয়। কর্পূরের গন্ধে হিন্দুশাস্ত্র মতে দেব-দেবীরা তুষ্ট হন। তাই সংসারে ভগবানের কৃপাও থাকে থাকে সবসময়। মূলত সেই কারণেই সব পুজোয় কর্পূর লাগে।

NEXT

7

Image credit - Google

মন-প্রাণ​ধর্মীয় রীতি-নীতিতে কর্পূরের ব্যবহারের হয়ে আসছে বহুকাল থেকে। দেব-দেবীর পুজোয় কর্পূর দিয়ে আরতি করা তো হয়ই থাকে এর পাশাপাশি ঘরে সুগন্ধি হিসেবে ব্যবহারের ও চল রয়েছে।

NEXT

8

Image credit - Google

Share Your Friends & Family 

Join Telegram

Image credit - Google