আপাতত উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। প্রায় ৪ বছর পর তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। তা নিয়ে বিশ্বের কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা রাষ্ট্রনেতারা আনুষ্ঠানিক ঘোষণার পর বিদেশ সফরে গেলে কিম জং সবকিছু গোপন রাখতে বিশ্বাস করেন

bastob.in

Image credit - Google

কিম জং উন নিজের সঙ্গে পোর্টেবল টয়লেট বহন করেন যাতে তাদের মলমূত্র শত্রুদের হাতে না পড়ে। আশঙ্কা হল এর থেকেই ডিএনএ নমুনা কপি আথবা চুরি করতে না পারে

NEXT

1

Image credit - Google

২০১৮ সালের যখন কিম জং-এর একটি কাজ নজর কেড়েছিল সারা বিশ্বের সংবাদ মাধ্যমের। পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে সিঙ্গাপুরে পৌঁছান কিম জং

NEXT

2

Image credit - Google

চুক্তির সময় একটি সই প্রয়োজন ছিল। ট্রাম্প তার দিকে কলম বাড়ালেই কিমের রক্ষীরা কলমটি তাদের হাতে নেয় এবং সাদা গ্লাভস পরে সেটিকে ভালোভাবে পরিষ্কার করতে দেখা যায়

NEXT

3

Image credit - Google

এরই মধ্যে কিম জং-এর বোন অন্য একটি কলম বের করে তার ভাইকে দেন। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়

NEXT

4

Image credit - Google

কলম নিয়ে সই করার এত সাধারণ বিষয়ে এত কড়া নিরাপত্তা কিম কোনও অবস্থাতেই তার আঙুলের ছাপ অন্য দেশের হাতে তুলে দিতে চান না বলে জানা যায়

NEXT

5

Image credit - Google

দাবি করা হয়েছিল যে কিম জং উনের সম্পর্কে তার সঙ্গে ভ্রমণকারী গাড়িগুলির কনভয়ে টয়লেট রয়েছে কিমের ব্যবহারের জন্য।

NEXT

6

Image credit - Google

গাড়ির কনভয়ে পোর্টেবল টয়লেট নিয়ে ঘোরেন কিম কিম জং এর এই টয়লেটটি কিমের নিজস্ব নিরাপত্তারক্ষীরা পরিচালনা করেন। এছাড়া পরিষ্কার করার দায়িত্বও রয়েছে নিরাপত্তারক্ষী দের ওপর

NEXT

7

Image credit - Google

কিম জং ধূমপান পছন্দ করেন কিন্তু এখানেও বড় চমক রয়েছে মানুষের মতো কিমের খাওয়া অবশিষ্ট সিগারেট এর অংশগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় না

NEXT

8

Image credit - Google

সেগুলিকে সংগ্রহ করে নিশ্চিহ্ন করা হয়। বেশ কয়েক বার কিমের বোন কিম ইয়ো জংকে তার সিগারেটের টুকরোগুলি সাবধানে রাখতে দেখা গেছে

NEXT

9

Image credit - Google

Share Your Friends & Family 

Join Telegram

Image credit - Google