আজ আমরা আপনাদের সামনে ভূগোল বিষয় থেকেগুরুত্বপূর্ণ 30 টি WBPSC Food SI Geography of India Part- 11শেয়ার করছি। যা আপনাদের বিভিন্ন রকমের সরকারি চাকরি এর পরীক্ষা তে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। বিভিন্ন ধরনের Competitive Exam (WBKP,WBP,FOOD SI, MTS, GROUP – C & D etc) এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য Best 30 টি ভূগোল ভিত্তিক MCQ খুবই গুরুত্বপূর্ণ । যা আপনারা অবশ্যই একবার দেখুন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন।
WBPSC Food SI Best 30 Geography MCQ – 2024 I Best 30
সামনেই WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 Geography MCQ Part- 11-2024 খুবই গুরুত্বপূর্ণ ।
Food SI Best 30 Geography MCQ
1.সমুদ্র বায়ুর বেগ কখন বেশি বেড়ে যায়—
- বিকেলে
- সকালে
- সন্ধ্যায়
- দুপুরে
Ans:- বিকেলে
2. আকাশে মেঘের বন্টন দেখতে সমগ্ৰ আকাশকে—
- দশটি
- আটটি
- চারটি
- পাচটি
Ans:- আটটি
3. পাহাড়ি ঢালু জমিতে কিসের চাষ ভালো হয় –
- কফি
- পাঠ
- রবার্ট
- তুলা
Ans:- কফি
4. কোনটি তন্তুজ ফসল–
- চা
- কফি
- কাপাস
- আম
Ans:- কার্পাস
5. কোন শহর টিকে ভারতের প্রবেশ দ্বার বলা হয়—
- হাওড়া
- দিল্লি
- অস্ট্রেলিয়া
- মুম্বই
Ans:- মুম্বাই
6. ভারতের দীর্ঘ তম জাতীয় সড়ক কোনটি–
- NH 7
- NH 2
- NH 5
- NH 8
Ans: NH 7
7.কাকে ভারতের জীবন রেখা। বলা হয়–
- আকাশ পথ
- রেলপথ
- জলপথ
- বিমান পথ
Ans:- রেলপথ
8. ভারতের সব চেয়ে বড় বন্দরের নাম কি ❓
- দিল্লি
- অস্ট্রেলিয়া
- হাওড়া
- মুম্বাই
Ans:- মুম্বাই
9.কত সালে ভারতে প্রথম রেলপথ গঠন করা হয় –
- 1853
- 1759
- 1398
- 1457
Ans:- 1853
10. ভারতের একটি পরিপূরক বন্দর কী–
- হলদিয়া
- আমেদাবাদ
- গূজরাট
- গুহাহাটি
Ans:- হলদিয়া
11. ভারতের প্রথম জাতীয় জলপথ কোনটি–
- এলাহাবাদ হলদিয়া গঙ্গা জাতীয় জলপথ
- এলাহাবাদ দিল্লি গঙ্গা জাতীয় জলপথ
- এলাহাবাদ কটক। গঙ্গা জাতীয় জলপথ
- এলাহাবাদ হাওড়া গঙ্গা জাতীয় জলপথ
Ans:- A. এলাহাবাদ হলদিয়া গঙ্গা জাতীয় জলপথ
12. ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়–
- 1905
- 1909
- 1911
- 1921
Ans:- 1911
13.. ভারতের উচ্চতম রেল স্টেশন এর নাম❓
- বালি
- ঘুম
- ডুয়া
- খড়গপুর
Ans:- ঘুম
14. ভারতের কোন রাজ্যে জাতীয় সড়ক পথ দৈর্ঘ্য সবচেয়ে বেশি–
- দিল্লি
- হাওড়া
- মহারাষ্ট্র
- আসাম
Ans:- মহারাষ্ট্র
15. ভারতের বহুতল বন্দরের নাম❓
- দিল্লি
- মুম্বই
- মহারাষ্ট্র
- হলদিয়া
Ans:- মুম্বাই
WBPSC Food SI Geography of India MCQ 2024 Part- 11 I Best 30
16. ভারতের উত্তর দশিন পূর্ব পশ্চিম করিডরের মোট দৈর্ঘ্য কত–
- 7142
- 8245
- 6453
- 4869
Ans:- 7142
17. ভারতের দীর্ঘ তম রেলপথ কোনটি–
- উত্তর রেলপথ
- দক্ষিণ রেলপথ
- পূর্ব রেলপথ
- পশ্চিম রেলপথ
Ans:- উত্তর রেলপথ
18. সমভূমি প্রবাহে নদীর উপর আকাবাকা নদী পথকে বলে-
- মিয়েনড়ার
- প্ল্যাবনভুমি
- পলল ব্যজনি
- সমভূমি
Ans:- মিয়েনড়ার
19. ভিন হন পিরামিড চুড়া দেখা যায়–
- ভারতে
- নেপালে
- ফ্রান্সে
- সুইজারল্যান্ড
Ans:- সুইজারল্যান্ড
20. শীতকালে হিমরেখার উচ্চতা-
- কমে যায়
- একই থাকে
- বেড়ে যায়
- সমান থাকে
Ans:- কমে যায়
21. ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত?
- 4598 মি
- 4567 মি
- 4509 মি
- 4356 মি
Ans:- 4509 মি
22. দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম কি?
- টিটিকাকা
- আমাজন
- নীলনদ
- মিসিসিপি মিসৌরি
Ans:- আমাজন
23. পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি?
- মাউন্ট এভারেস্ট
- কান্দি
- আন্দিজ
- কোনটিই নয়
Ans:- আন্দিজ
24. কোন মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে?
- নিম্বো স্ট্যাটাস
- স্ট্যাটাস
- কিউমুলোনিম্বাস
- কিউমুলাস
Ans:- কিউমুলাস
25. যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কয় প্রকার?
- 2
- 8
- 3
- 1
Ans:- 3
26. পৃথিবীর ব্যাসার্ধ কত?
- 6379 কিমি
- 6345 কিমি
- 6548 কিমি
- 6370 কিমি
Ans:- 6370 কিমি
27. ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে কি বলে?
- ম্যাগমা
- লাভা
- অগ্নি জোয়ার
- কোনোটিই নয়
Ans:- ম্যাগমা
28. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে?
- লেহোম্যান বিযুক্তিরেখা
- প্যানথালাসা বিযুক্তিরেখা
- গুটেনবার্গ বিযুক্তিরেখা
- কোনোটিই নয়
Ans:- গুটেনবার্গ বিযুক্তিরেখা
29. একটি পাললিক শিলার উদাহরণ হল–
- গ্রানাইট
- চুনাপাথর
- ডোলেরাইট
- বেসালট
Ans:- চুনাপাথর
30. চিপকো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?
- 1976
- 1987
- 1973
- 1974
Ans:- 1973