WBPSC Food SI BEST 30 GK MCQ – 2023

Join Our WhatsApp Group!

প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে  best 30 wbpsc food si GK MCQ 2023 part-3 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2023 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-3 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।

PSC Food SI BEST GK MCQ 30 – 2023

১. ‘উৎসবের শহর’ নামে  ভারতের কোন শহর পরিচিত ?

i) জয়পুর

ii) মাদুরাই

iii) বারাণসী

iv) নাগপুর

উত্তর:- মাদুরাই

২. রোহিঙ্গারা প্রধানত কোথাকার অধিবাসী ?

i) ফিলিপিন্স

ii) ভূটান

iii) তিব্বত

iv) মায়ানমার

উত্তর:- মায়ানমার

৩. কোন যন্ত্ৰ ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয় ?

i) ক্রোনোমিটার

ii) ফ্যাদোমিটার

iii) গ্যালভানোমিটার

iv) ওডোমিটার

উত্তর:- ক্রোনোমিটার

৪. প্রথম কোন দেশে নিপা ভাইরাস দেখা দেয় ?

i) ভারতে

ii) মালয়েশিয়াতে

iii) ইন্দোনেশিয়াতে

iv) বাংলাদেশে

উত্তর:- মালয়েশিয়াতে

৫. নিম্নে্র কোনটি ম্যাকমিলান  আবিষ্কার করেছিলেন

i) সেন্টিগ্রেড স্কেল

ii) আধুনিক মুদ্রণ প্রযুক্তি

iii) বাই সাইকেল

iv) ব্যারোমিটার

উত্তর:- বাই সাইকেল

৬. ভারতের কোথায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অবস্থিত ?

i) মুম্বাই

ii) দিল্লি

iii) কলকাতা

iv) রাঁচি

উত্তর:- কলকাতা

৭.’টাচিং দ্যা স্কাই উইথ গ্লোরি’ এই নীতিবাক্যটি কাদের ?

i) এয়ার ইন্ডিয়া

ii) ইন্ডিয়ান এয়ারফোর্স

iii) ইন্ডিয়ান নেভি

iv) ইসরো

উত্তর:- ইন্ডিয়ান এয়ারফোর্স

৮. উচ্চতাজনিত ভয়কে কী বলা হয় ?

i) অ্যাক্রোফোবিয়া

ii) অ্যাংলোফোরিয়া

iii) অ্যাগোরাফোবিয়া

iv) আরগোফোবিয়া

উত্তর:- অ্যাক্রোফোবিয়া

৯. নিম্নের কিসের সাথে ‘VVPAT’ সম্পর্কিত ?

i) মহাকাশ বিজ্ঞান

ii) মোবাইল পরিষেবা

iii) উগ্রপন্থী কার্যকলাপ

iv) সাধারণ নির্বাচন

উত্তর:- সাধারণ নির্বাচন

১০. কিসের সাথে Lexicography কথাটি যুক্ত ?

i) প্রাচীন দেহাবশেষ

ii) অভিধান সংকলন

iii) আলংকারিক লিখন

iv) অনুশাসন

উত্তর:- অভিধান সংকলন

১১. কার সময়কালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ?

i) লর্ড বেন্টিঙ্ক

ii) লর্ড রিপন

iii) লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ

iv) লর্ড কার্জন

উত্তর:- লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ

১২. কে ইয়ং বেঙ্গল সোসাইটি স্থাপন করেন ?

i) অরবিন্দ ঘোষ

ii) রাসবিহারী বসু

iii) ডিরোজিও

iv) সৈয়দ আহমেদ খান

উত্তর:- ডিরোজিও

১৩. কবে বোম্বে ইউনিভার্সিটি স্থাপিত হয় ?

i) ১৮৫৫ সালে

ii) ১৮৫৭ সালে

iii) ১৮৬২ সালে

iv) ১৮৩৫ সালে

উত্তর:- ১৮৫৭ সালে

১৪ . নিম্নের কোন মৌলের যৌগসংখ্যা সর্বাধিক ?

i) অক্সিজেন

ii) হাইড্রোজেন

iii) ক্যালসিয়াম

iv) কার্বন

উত্তর:- কার্বন

১৫. কোন শিল্পরীতির উদাহরণ কণিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি ?

i) গ্রিক

ii) গান্ধার

iii) মথুরা

iv) রোমান

উত্তর:- গান্ধার

১৬. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কী বলা হয় ?

i) লীনতাপ

ii) পারমাণবিক তাপ

iii) আপেক্ষিক তাপ

iv) তাপগ্রাহিতা

উত্তর:- তাপগ্রাহিতা

১৭. রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলা হয় ?

i) ভালকানাইজেশন

ii) হাইড্রোজিনেশন

iii) পলিমারাইজেশন

iv) কনডেনসেশন

উত্তর:- ভালকানাইজেশন

১৮. কোন শিখগুরুর সময় অমৃতসরের স্বর্ণমন্দির নির্মিত হয় ?

i) গুরু অঙ্গদ

ii) গুরু রামদাস

iii) গুরুনানক

iv) গুরু অর্জুন

উত্তর:- গুরু রামদাস

১৯. কোথায় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত ?

i) শ্রীহরিকোটা

ii) বেঙ্গালুরু

iii) চাঁদিপুর

iv) ট্রম্বে

উত্তর:- ট্রম্বে

২০. কোথা থেকে মারডেকা সংবাদপত্রটি প্রকাশিত হয় ?

i) জাকার্তা

ii) মস্কো

iii) কায়ারো

iv) প্যারিস

উত্তর:- জাকার্তা

২১.  গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

i) বাল গঙ্গাধর তিলক

ii) দাদাভাই নৌরজি

iii) গোপালকৃষ্ণ গোখলে

iv) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তর:- গোপালকৃষ্ণ গোখলে

২২. রোধ বাড়ানো বা কমানো যায় কোন যন্ত্রের সাহায্যে ?

i) ভোল্টমিটার

ii) রিওস্ট্যাট

iii) গ্যালভানোমিটার

iv) আ্যামমিটার

উত্তর:- রিওস্ট্যাট

২৩. কোথায় আকবরের সমাধি অবস্থিত ?

i) সেকেন্দ্রা

ii) দিল্লি

iii) আগ্রা

iv) ফতেপুর সিক্রি

উত্তর:- সেকেন্দ্রা

২৪. ভারতের কোথায় আখ গবেষণাগার রয়েছে ?

i) হায়দ্রাবাদ

ii) দিল্লি

iii) পুনে

iv) কোয়েম্বাটুর

উত্তর:- কোয়েম্বাটুর

২৫. কোন সুলতানকে ‘ক্রীতদাসের ক্রীতদাস’ বলা হয় ?

i) বলবন কে

ii) ইলতুৎমিস কে

iii) বখতিয়ার খলজি কে

iv) মামুদ কে

উত্তর:- ইলতুৎমিস কে

২৬. কোন বাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ?

i) আজাদ হিন্দ ব্রিগেড

ii) নেহেরু ব্রিগেড

iii) গান্ধি ব্রিগেড

iv) ঝাঁসির রানি

উত্তর:- ঝাঁসির রানি

২৭. নিজস্ব হাইকোর্ট আছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ?

i) দিল্লি

ii) পন্ডিচেরি

iii) আন্দামান ও নিকোবর

iv) চন্ডিগড়

উত্তর:- দিল্লি

২৮. কে কাঞ্চির কৈলাশ মন্দির নির্মাণ করেন ?

i) প্রথম রাজরাজ

ii) রাজেন্দ্র চোল

iii) নরসিংবর্মণ

iv) সিংহবিষ্ণ

উত্তর:- নরসিংবর্মণ

২৯. ভারতের কোথায় কুকি আঙ্গামি উপজাতির বাস ?

i) সিকিম

ii) মণিপুর

iii) উত্তরাখন্ড

iv) ছত্তিশগড়

উত্তর:- মণিপুর

৩০.নিম্নের কোন পদার্থ ব্যবহার করে ডিনামাইট তৈরা করা হয় ?

i) ইউরিয়া

ii) গ্লিসারল

iii) ভেসলিন

iv) সালফিউরিক অ্যাসিড

উত্তর:- গ্লিসারল

Share This Post:

Leave a Comment