প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সাধারণ জ্ঞান বিষয় থেকে best 30 wbpsc food si GK MCQ 2024,part-10 শেয়ার করছি। যা আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যেমন WBPSC FOOD SI এবং বিভিন্ন দপ্তরের Group C ও D, Competitive Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বিষয় থেকে Best 30 Food SI GK MCQ 2024 Part-10 খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে মজবুত করতে অবশ্যই Best 30 Food SI GK MCQ Part-9 একবার দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।
WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-10
WBPSC Food SI পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের Best 30 GK MCQ Part- 10-2024 খুবই গুরুত্বপূর্ণ
Food SI Best 30 GK MCQ
১.কোন চুল রাজা বাংলা আক্রমণ করেছিলেন ?
i) কুলতঙ্গ
ii) সিমুক
iii) রাজেন্দ্র চোল
iv) প্রথম রাজরাজ
উত্তর:- রাজেন্দ্র চোল
২. ‘রক্তকরবী’ হলো একটি –
i) কবিতা
ii) নাটক
iii) ছোটগল্প
iv) উপন্যাস
উত্তর:- নাটক
৩. ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় ?
i) পর্ণমোচী
ii) ম্যানগ্রোভ
iii) গুল্ম
iv) চিরহরিৎ
উত্তর:- পর্ণমোচী
৪. ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুন্ডলের জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর-
i) রোধাঙ্ক খুব বেশি
ii) গোলানাঙ্ক অতি উচ্চ
iii) কাঠিন্য বেশি
iv) ঘনত্ব বেশি
উত্তর:- রোধাঙ্ক খুব বেশি
৫. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলি যুক্ত অঞ্চল কি নামে পরিচিত ?
i) ভাবর
ii) ভুর
iii) ভাঙর
iv) খাদার
উত্তর:- ভাঙর
৬. কোন সময় ভারতে উর্দু ভাষার প্রচলন হয় ?
i) মুঘল যুগে
ii) সুলতানি যুগে
iii) ইংরেজ আমলে
iv) গুপ্ত আমলে
উত্তর:- সুলতানি যুগে
৭. মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন ?
i) বিপিনচন্দ্র পাল
ii) নবগোপাল মিত্র
iii) দীনবন্ধু মিত্র
iv) সাভারকর
উত্তর:- নবগোপাল মিত্র
৮. কোন উদ্ভিদের কান্ড পত্রের মতো ?
i) শিমুল
ii) মটর
iii) ফণিমনসা
iv) পদ্ম
উত্তর:- ফণিমনসা
৯. ভারতে কোন মাসে আউশ ধান রোপন করা হয় ?
i) মার্চ – এপ্রিল
ii) নভেম্বর – ডিসেম্বর
iii) মে – জুন
iv) জানুয়ারি – ফেব্রুয়ারি
উত্তর:- মার্চ – এপ্রিল
১০. ফিনল্যান্ডের রাজধানীর নাম কি ?
i) জেনেভা
ii) আমস্টারডাম
iii) আম্মান
iv) হেলসিঙ্কি
উত্তর:- হেলসিঙ্কি
১১. লুফথানসা কোন দেশের বিমান সংস্থা ?
i) ইজরায়েল
ii) জার্মানি
iii) ইংল্যান্ড
iv) ফান্স
উত্তর:- জার্মানি
১২. কোন জমিদার বিহারের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ?
i) তাঁতিয়া টোপি
ii) নানাসাহেব
iii) কুঁয়ার সিং
iv) বখত খান
উত্তর:- কুঁয়ার সিং
১৩. নিচের কোনটি খনিজ তেলের উপজাত দ্রব্য নয় ?
i) গ্যাসোলিন লিন
ii) ন্যাপথা
iii) মোবিল
iv) পলিমার
উত্তর:- মোবিল
১৪. ‘এপিসেন্টার’ শব্দটি কিসের সঙ্গে যুক্ত ?
i) বায়ুর ক্ষয়কাজ
ii) ভূমিকম্প
iii) বন্যা
iv) কোনওটিই নয়
উত্তর:- ভূমিকম্প
১৫. আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান হল –
i) অষ্টম
ii) সপ্তম
iii) দশম
iv) নবম
উত্তর:- সপ্তম
WBPSC FOOD SI BEST 30 GK MCQ – 2024 I Part-10
১৬. ভাগীরথী ও অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে ?
i) কর্ণপ্রয়াগ
ii) এলাহাবাদ
iii) রুদ্র প্রয়াগ
iv) দেবপ্রয়াগ
উত্তর:- দেবপ্রয়াগ
১৭. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
i) ইউরেনাস
ii) বৃহস্পতি
ii) শনি
iv) নেপচুন
উত্তর:- বৃহস্পতি
১৮. নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
i) উত্তরপ্রদেশ
ii) কর্ণাটক
iii) তামিলনাড়ু
iv) রাজস্থান
উত্তর:- উত্তরপ্রদেশ
১৯. কার আমলে মহাভারত বাংলায় অনুদিত হয় ?
i) আলাউদ্দিন হুসেন শাহ
ii) শশাঙ্ক
iii) আকবর
iv) আলাউদ্দিন খিলজী
উত্তর:- আলাউদ্দিন হুসেন শাহ
২০. গদর পার্টি কোথায় স্থাপিত হয়েছিল ?
i) ফান্স
ii) ইংল্যান্ড
iii) আমেরিকা
iv) জার্মানি
উত্তর:- আমেরিকা
২১. ভারতের অর্থকমিশনের সভাপতি কে নিয়োগ করেন ?
i) স্পিকার
ii) রাষ্ট্রপতি
iii) সুপ্রিম কোর্ট
iv) প্রধানমন্ত্রী
উত্তর:- স্পিকার
২২. কপি থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম কি ?
i) মরফিন
ii) ট্যানিন
iii) রেসার পিন
iv) ক্যাফেইন
উত্তর:- ট্যানিন
২৩. ইউরোপের রুগ্ন মানব কোন দেশকে বলা হয় ?
i) রোমানিয়া
ii) তুরস্ক
iii) বেলজিয়াম
iv) আলবেনিয়া
উত্তর:- আলবেনিয়া
২৪. কোন ক্রিকেটার ডাকনাম ‘জ্যামি’ ?
i) হরভজন
ii) যুবরাজ
iii) দ্রাবিড়
iv) কুম্বলে
২৫. সেলেরু জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
i) ছত্রিশগড়
ii) অন্ধপ্রদেশ
iii) কর্ণাটক
iv) বিহার
উত্তর:- অন্ধপ্রদেশ
২৬. বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
i) নাগপুর
ii) এলাহাবাদ
iii) লখনউ
iv) কানপুর
উত্তর:- নাগপুর
২৭. পম্পেরো নামক শীতল বায়ু কোন দেশে প্রবাহিত হয় ?
i) আর্জেন্টিনা
ii) মেক্সিকো
iii) রাশিয়া
iv) ইরান
উত্তর:- আর্জেন্টিনা
২৮. সালোকসংশ্লেষের আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
i) রবার্ট হুক
ii) ব্ল্যাকম্যান
iii) রোবিন হিল
iv) হ্যানস ক্রেব
উত্তর:- রোবিন হিল
২৯. নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায় ?
i) নিম্ন গতিতে
ii) উচ্চগতিতে
iii) মধ্য গতিতে
iv) নদীর স্রোতে
উত্তর:- নিম্ন গতিতে
৩০. লেখক পরশুরামের প্রকৃত নাম কি ?
i) প্রমথ চৌধুরী
ii) রবীন্দ্রনাথ ঠাকুর
iii) প্রমথনাথ বিশী
iv) রাজশেখর বসু
উত্তর:- রাজশেখর বসু
আমাদের পোস্ট সম্বন্ধে কিছু জানানোর থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে Comment করে জানতে পারেন |