আপনরা সবাই জানেন যে সামনের DECEMBER মাসের ১১ তারিখ WB TET 2022 পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই যে সব যোগ্য প্রার্থীরা প্রাইমারী টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার্থে আজ আমারা পরিবেশ বিদ্যা থেকে বাছাইকৃত ৪০ টি গুরুত্বপূর্ণ MCQ এর Part -1 আপনাদের জন্য তৈরী করেছি ,যা আপনাদের প্রাইমারী টেট প্রস্তুতিকে শক্তিশালী করতে সহযোগিতা করবে ৷ এখন থেকে আপনরা প্রাইমারী টেট পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের উপর প্রতিদিন MCQ পাবেন আমাদের এই ‘Bastob.in’ ওয়েব সাইটের মাধ্যমে ৷ তাই বন্ধুরা এখুনি আমাদের এই সাইটে যোগদান করুন এবং বন্ধুদের শেয়ার করুন ৷
WB TET 2022 Important MCQ for Environmental science
১. কয়টি বলয় নিয়ে একটি আদর্শ জীবমণ্ডল গঠিত হয় ?
- ৪ টি
- ৩ টি
- ২ টি
- ৫ টি
উত্তর- ৩ টি
২. সবচেয়ে বেশী প্রজাতির বাস কোন অরণ্যে ?
- পর্বত শীর্ষ অরণ্য
- ক্রান্তীয় শুষ্ক অরণ্য
- ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
- ওপরের কোনটিই নয়
উত্তর- ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
৩. কে ইকোসিস্টেম কথাটির প্রচলন করেন ?
- ম্যালথাস
- ট্যানসলে
- রিচার্ড ব্রাডলি
- ডারউইন
উত্তর-ট্যানসলে
৪. বৃক্ষহীন তৃণভূমিকে ক্রান্তীয় অঞ্চলে কী বলে ?
- সাভানা
- সালফা
- সেলভা
- চিরহরিৎ
উত্তর- সাভানা
৫. নিম্নে কোনটি পতঙ্গভূক উদ্ভিদ ?
- লাইকেন
- লেগুমিনাস উদ্ভিদ
- সূর্যশিশির
- কনিফার
উত্তর– সূর্যশিশির
৬. মিশরে এক প্রকার শুষ্ক ও বালুকাপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে ?
- সিরক্কো
- পম্পেরো
- খামসিন
- ফন
উত্তর- খামসিন
৭. পৃথিবীতে শতকরা কত শতাংশ বনভূমি আছে ?
- ২০ শতাংশ
- ২৫ শতাংশ
- ৩০ শতাংশ
- ৩৩ শতাংশ
উত্তর– ৩০ শতাংশ
৮. কারা প্রাথমিক পর্যায়ের খাদক ?
- সর্বভূক প্রাণী
- মাংসাশী প্রাণী
- তৃণভোজী প্রাণী
- কোনটিই নয়
উত্তর– তৃণভোজী প্রাণী
৯. কোন ভেষজ হজকিনসে রোগ সারাতে পারে ?
- রোজ পেরিউইঙ্কল
- রাস্না
- সূর্যশিশির
- কনিফার
উত্তর- রোজ পেরিউইঙ্কল
১০. নিম্নলিখিত কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশী ?
- মোলাস্কা
- একাইনোডারমাটা
- প্রোটোজোয়া
- আর্থোপোডা
উত্তর- আর্থোপোডা
১১. কে ‘ওজোন হোল‘ এর নামকরণ করেছেন ?
- বিজ্ঞানী ফ্রাঙ্কলিন
- বিজ্ঞানী ফারমেন
- বিজ্ঞানী আর্মস
- বিজ্ঞানী মার্কনি
উত্তর- বিজ্ঞানী ফারমেন
১২. প্রতি বছর কত তারিখে বিশ্ব আবহাওয়া দিবস উদযাপন করা হয় ?
- ৩০ অক্টোবর
- ২৮ ফেব্রুয়ারি
- ৫ জুন
- ২৩ মার্চ
উত্তর- ২৩ মার্চ
১৩. কী দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয় ?
- সিসমোগ্রাফ
- অ্যানিমোমিটার
- হাইগ্রোমিটার
- কোনটিই নয়
উত্তর– অ্যানিমোমিটার
১৪. নিম্নে কোনটি অপ্রচলিত শক্তির উৎস ?
- পেট্রোলিয়াম
- সৌরশক্তি
- গ্যাস
- কয়লা
উত্তর- সৌরশক্তি
১৫. বাস্তুন্ত্রে বিয়োজকরূপে কাজ করে কে ?
- ব্যাকটেরিয়া
- জলজ প্রাণী
- প্রাণী
- সবুজ উদ্ভিদ
উত্তর- ব্যাকটেরিয়া
১৬. কে প্রথম ‘ইকোলজি‘ শব্দটি ব্যবহার করেন ?
- ট্যানসলে
- ওডাম
- স্মিথ
- কোনটিই নয়
উত্তর- ওডাম
১৭. কীভাবে শব্দ দূষণকে প্রকাশ করা হয় ?
- ডেসিবেলে
- সেন্টিগ্রামে
- মিলিগ্রামে
- কিলোগ্রামে
উত্তর- ডেসিবেলে
১৮. কীসের দ্বারা পরিবেশ গঠিত হয় ?
- কেবলমাত্র অজীব উপাদান দ্বারা
- সজীব ও অজীব উপাদান দ্বারা
- কেবলমাত্র সজীব উপাদান দ্বারা
- উপরিক্ত কোন উপাদান দ্বারা নয়
উত্তর- সজীব ও অজীব উপাদান দ্বারা
১৯. কার দ্বারা পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয় ?
- জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা
- উদ্ভিদের সংখ্যার দ্বারা
- প্রজাতির বৃদ্ধির দ্বারা
- সমবায়ের বৃদ্ধি দ্বারা
উত্তর– জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা
২০. কত সালে ‘পরিবেশ সুরক্ষা‘ আইন চালু হয় ?
- ১৯৮৮ সালে
- ১৯৯০ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৮৬ সালে
উত্তর- ১৯৮৬ সালে
২১ কোথায় ১৯৮৬ সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল ?
- হিরোশিমা
- চের্নোবিল
- লন্ডন
- ভূপাল
উত্তর-চের্নোবিল
২২. কোথায় রাষ্ট্রসংঘের প্রথম পরিবেশ অধিবেশন হয়েছিল ?
- লন্ডনে
- মন্ট্রিলে
- স্টকহোমে
- জোহানেসবার্গে
উত্তর- স্টকহোমে
২৩. কোন আইন দ্বারা ভারতের বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত হয় ?
- পলিউশন অ্যাক্ট
- পুলিশ অ্যাক্ট
- ফরেস্ট অ্যাক্ট
- পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট
উত্তর– পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট
২৪. নিম্নে এদের মধ্যে কোনটি বিয়োজক ?
- ছত্রাক
- পিঁপড়ে
- মাছি
- কেঁচো
উত্তর– ছত্রাক
২৫. সিলভিকালচার বলতে কী বোঝায় ?
- মুক্তাচাষ
- মৎস্য চাষ
- রেশমকীট উৎপাদন
- অরণ্য সৃজন
উত্তর- রেশমকীট উৎপাদন
২৬. শক্তিপ্রবাহ সর্বদা – মুখী
- ত্রিমুখী
- একমুখী
- পঞ্চমুখী
- দুইমুখী
উত্তর- একমুখী
২৭.যে আকস্মিক বায়ু দক্ষিণ চিনসাগরে প্রবাহিত হয় তাকে কী বলে ?
- সিরক্কো
- ফন
- টাইফুন
- পম্পেরো
উত্তর– টাইফুন
২৮. বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদক সম্পর্ককে কী বলা হয় ?
- খাদ্য ঢেউ
- ট্রফিক গঠন
- খাদ্যজালক
- কোনটিই নয়
উত্তর– ট্রফিক গঠন
২৯. শতকরা কত ভাগ বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে ?
- ২৫ ভাগ
- ২২ ভাগ
- ৩০ ভাগ
- ২১ ভাগ
উত্তর- ২১ ভাগ
৩০. নিম্নে এদের মধ্যে কোনটি বায়ুর তাপ ধরে রাখতে সক্ষম নয় ?
- মিথেন
- অক্সিজেন
- হাইড্রোকার্বন
- কার্বন ডাই অক্সাইড
উত্তর– অক্সিজেন
৩১.২০০৪ সালে ভারতবর্ষে ঘটিত সুনামিটির মাত্রা রিখটার স্কেলে কত ছিল ?
- ৯.৩
- ৮.৮
- ৮.২
- ৯
উত্তর– ৯.৩
৩২. প্রাণী বা উদ্ভিদকে বাঁচিয়ে রেখে বা অক্ষুণ্ণ রেখে সংরক্ষণকে কী ধরণের সংরক্ষণ বলে ?
- এক্স সিটু সংরক্ষণ
- ইন সিটু সংরক্ষণ
- ইনভিভো সংরক্ষণ
- ইনভিট্রো সংরক্ষণ
উত্তর– ইন সিটু সংরক্ষণ
৩৩. বিদ্যালয়ে শিক্ষক ছাত্রদের পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য কী করবেন ?
- গাছপালা চেনাবেন
- বোর্ডে ছবি এঁকে দেখাবেন
- মাঠে ছাত্রদের নিয়ে যাবেন
- সবগুলিই
উত্তর- সবগুলিই
৩৪. এদের মধ্যে কোনটি প্রাথমিক খাদক ?
- বাজপাখি
- বাঘ
- হরিণ
- কোনটিই নয়
উত্তর– হরিণ
৩৫.’MIC’ এর পুরো কথাটি কী ?
- মিথাইল আইসোসায়ানেট
- মাইক্রো আইসোনেট
- মিথাইল আইস নেট
- মিথাইল আইসোনেট
উত্তর–মিথাইল আইসোসায়ানেট
৩৬.ক্যাটালেটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী ছিল ?
- তাপবিদ্যুৎ উৎপাদন
- তাপমাত্রা কমানো
- জল শোধন
- মোটর যান -এর দূষণ নিয়ন্ত্রণ
উত্তর– মোটর যান -এর দূষণ নিয়ন্ত্রণ
৩৭. পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান সমস্যা কী ?
- মৃত্তিকা দূষণ
- বায়ুদূষণ
- তেজস্ক্রিয় দূষণ
- জলদূষণ
উত্তর– তেজস্ক্রিয় দূষণ
৩৮.একটি প্রগৌণ খাদক হল –
- ইঁদুর
- বাজপাখি
- হরিণ
- খরগোশ
উত্তর– বাজপাখি
৩৯. ভূ-কম্প নির্ধারক যন্ত্রটির নাম কি ?
- ম্যানোমিটার
- থার্মোমিটার
- ব্যারোমিটার
- সিসমোগ্রাম
উত্তর– সিসমোগ্রাম
৪০. নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে কী বলা হয় ?
- সেলভা
- চিরহরিৎ
- সালফা
- সাভানা
উত্তর– সেলভা