WB TET 2022 Important MCQ for Environmental Science Part -1

Join Our WhatsApp Group!

আপনরা সবাই জানেন যে সামনের DECEMBER মাসের ১১ তারিখ WB TET 2022 পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই যে সব যোগ্য প্রার্থীরা প্রাইমারী টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার্থে আজ আমারা পরিবেশ বিদ্যা থেকে বাছাইকৃত ৪০ টি গুরুত্বপূর্ণ MCQ এর Part -1 আপনাদের জন্য তৈরী করেছি ,যা আপনাদের প্রাইমারী টেট প্রস্তুতিকে শক্তিশালী করতে সহযোগিতা করবে ৷ এখন থেকে আপনরা প্রাইমারী টেট পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের উপর প্রতিদিন MCQ পাবেন আমাদের এই ‘বাস্তব’ ওয়েব সাইটের মাধ্যমে ৷ তাই বন্ধুরা এখুনি আমাদের এই সাইটে যোগদান করুন এবং বন্ধুদের শেয়ার করুন৷

WB TET 2022 Notification West Bengal TET Exam Date Eligibility Criteria Exam Pattern

PRINARY TET 2022 Environment Science এর Part 2 পেতে ক্লিক করুন

WB TET 2022 Important MCQ

১.‘EPA’ কথাটির সম্পূর্ণ  অর্থ কী ?

  • Environment Punishment Act
  • Environment Prevention Act
  • Environment Protection Act
  • Environment Pollution Act

উত্তর- Environment Protection Act

২. প্রধানত কী কারণে মরুভূমিকরণ হয় ?

  • তাপমাত্রা বেড়ে যাওয়া
  • বনাঞ্চল ধ্বংস
  • বায়ুপ্রবাহের সময়কাল
  • মাটির তলার জল তুলে নেওয়া

উত্তরবনাঞ্চল ধ্বংস

৩. নিম্নে কোনটি ভারতের সবচেয়ে সস্তা ও পরিবেশ অনুকূল শক্তির উৎস ?

  • পারমাণবিক বিদ্যুৎ
  • জলবিদ্যুৎ শক্তি
  • জোয়ার ভাটা শক্তি
  • বায়ুশক্তি

উত্তরজোয়ার ভাটা শক্তি

৪. ভারতে কত সালে পরিবেশ আইনটি জারি করা হয় ?

  • ১৯৮৬ সালে
  • ১৯৪৮ সালে
  • ১৯৯১ সালে
  • ১৯৮৮ সালে

উত্তর- ১৯৮৬ সালে

৫.১৯৭২ সালে কোথায় রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় ?

  • নয়া দিল্লি
  • সুইডেন
  • নিউইয়র্ক
  • রিও – ডি- জেনেইরো

উত্তর- সুইডেন

৬. ‘Fall of a Sparrow’ বইটির রচিয়তা কে ?

  • টমাস কুক
  • ii)র‍্যাচেল কারগন
  • iii)গোপাল ভট্টাচার্য
  • iv) সালিম আলি

উত্তর- সালিম আলি

৭. ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নাম পরিবর্তন করে বনবিভাগ নাম রাখা হয়েছিল কত সালে ?

  • ১৯৪৭ সালে
  • ১৯৪৯ সালে
  • ১৯৪৮ সালে
  • ১৯৫০ সালে

উত্তর- ১৯৪৮ সালে

৮. কত সালে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ প্রতিষ্ঠিত হয় ?

  • ১৯৯৮ সালে
  • ১৯৮৮ সালে
  • ১৯৮৫ সালে
  • ১৯৮৭ সালে

উত্তর- ১৯৮৮ সালে

৯. মশাবিতাড়ক কুণ্ডলীতে কী থাকে ?

  • বেঞ্জিন হেক্সাক্লোরাইড
  • ii)DDT
  • অ্যালেথ্রিনজাত রাসায়নিক পদার্থ
  • কোনটিই নয়

উত্তর- অ্যালেথ্রিনজাত রাসায়নিক পদার্থ

১০. মন্ট্রিল প্রোটোকল কথাটির অর্থ কী ?

  • গ্রিন হাউস প্রভাব
  • ওজোন স্তরের গুরুত্ব হ্রাস
  • মরুকরণের সঙ্গে যুক্ত
  • অরণ্যেরনিধন

উত্তর- ওজোন স্তরের গুরুত্ব হ্রাস

১১. কোন ভাষা থেকে ইকো শব্দটির উৎপত্তি হয়েছে ?

  • ইংরেজি
  • লাতিন
  • সংস্কৃত
  • গ্রিক

উত্তর- গ্রিক

১২. ভাইরাস একটি –

  • সামাজিক উপাদান
  • নিষ্ক্রিয় উপাদান
  • জৈব উপাদান
  • অজৈব উপাদান

উত্তর-জৈব উপাদান

১৩.W.T.O পুরো নাম কি ?

  • World Trade Organization
  • World Tele Orbit
  • World Tobaco Organization
  • World Transport Organization

উত্তর-World Trade Organization

১৪. নিম্নে কোন রোগটি মাছির দ্বারা সংক্রমিত হয় ?

  • ডেঙ্গু
  • যক্ষ্মা
  • ম্যালেরিয়া
  • ফাইলেরিয়া

উত্তর- যক্ষ্মা

১৫. এদের মধ্যে কোন প্রাণীটি সুন্দরবনে দেখতে পাওয়া যায় ?

  • লোনা জলের কুমির
  • এশিয়ার সিংহ
  • মিঠা জলের কুমির
  • ঘড়িয়াল

উত্তর- ঘড়িয়াল

১৬. কোন ধানে আর্সেনিকের মাত্রা বেশী পাওয়া যায় ?

  • আমন ধান
  • বোরো ধান
  • আউশ ধান
  • কোনোটিই নয়

উত্তর- বোরো ধান

১৭. ভারতের কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত ?

  • ঝাড়খন্ড
  • কেরল
  • অসম
  • কর্ণাটক

উত্তরঅসম

১৮. পৃথিবীর প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আছে কোন মহাদেশের দেশগুলিতে ?

  • আফ্রিকা মহাদেশের দেশগুলিতে
  • উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলিতে
  • এশিয়া মহাদেশের দেশগুলিতে
  • ইউরোপ মহাদেশের দেশগুলিতে

উত্তর- এশিয়া মহাদেশের দেশগুলিতে

১৯. গ্রিণহাউস কথাটির অর্থ কি ?

  • গাছপালার পরিচর্যা করা
  • ঘাস পরিচর্যা করা
  • কৃষি কাজ
  • ফুল চাষ

উত্তরগাছপালার পরিচর্যা করা

২০. বর্তমানে ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কয়টি ?

  • ১৮০ টি
  • ৩৫০ টি
  • ৫০০ টি
  • ৪৫০ টি

উত্তর- ৫০০ টি

WB TET 2022 Important MCQ for Environmental science
WB TET 2022 Important MCQ for Environmental science

২১. কোন নদীর উপর তেহরি ড্যাম প্রজেক্ট অবস্থিত ?

  • কাবেরী
  • ভাগীরথী
  • যমুনা
  • গঙ্গা

উত্তর ভাগীরথী

২২. প্রতি বছর কত তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় ?

  • ৫ ফ্রেব্রুয়ারি
  • ২২ জুলাই
  • ৯ আগস্ট
  • ২ ফ্রেব্রুয়ারি

উত্তর- ২ ফ্রেব্রুয়ারি

২৩. ওজোন হোল এর নামকরণ করেছেন কোন বিজ্ঞানী ?

  • বিজ্ঞানী আর্মস
  • বিজ্ঞানী মার্কনি
  • বিজ্ঞানী ফারমেন
  • বিজ্ঞানী ফ্রাঙ্কলিন

উত্তর- বিজ্ঞানী ফারমেন

২৪. কী দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয় ?

  • অ্যানিমোমিটার
  • হাইগ্রোমিটার
  • iii)সিসমোগ্রাম
  • কোনটিই নয়

উত্তর- অ্যানিমোমিটার

২৫. পশ্চিমবঙ্গে প্রথম কোথায় যৌথ বন পরিচালনা কর্মসূচি শুরু হয় ?

  • কলাইকুন্ডা
  • সুন্দরবন
  • আরাবাড়ি
  • জঙ্গলমহল

উত্তরআরাবাড়ি

২৬. পরিবেশ শিক্ষার মূল্য উদদেশ্য কী ?

  • পরিবেশের সাথে মানুষের সর্ম্পক জানা
  • সম্পদের সঠিক ব্যবহার করা
  • পরিবেশের বিভিন্ন দিক জানা
  • উপরের সবগুলিই

উত্তর- উপরের সবগুলিই

২৭. সম্প্রতি তামিলনাডুর কোন পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে পরিবেশ ও জনস্বার্থ সংক্রান্ত বিতর্ক তৈরী হয়েছে ?

  • কুড়ানকুলাম
  • তিরুনেলভেলি
  • নারোরা
  • তুতিকোরিন

উত্তরকুড়ানকুলাম

২৮. ভূপাল গ্যাস দুর্ঘটনার আসল কারণ কী ?

i) কে টি সি

ii) সি এফ সি

iii) এম আই সি

iv) ডিডিটি

উত্তর- এম আই সি

২৯. পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য বিদ্যালয়ে শিক্ষক কী করবেন ?

  • গাছপালা চেনাবেন
  • বোর্ডে ছবি এঁকে দেখাবেন
  • মাঠে ছাত্রদের নিয়ে যাবেন
  • সবগুলিই

উত্তরসবগুলিই

৩০. প্রতি বছর কত তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় ?

  • ২৩ মার্চ
  • ৩০ অক্টোবর
  • ৫ জুন
  • ২৮ ফ্রেব্রুয়ারি

উত্তর- ২৩ মার্চ

৩১. নিম্নে কোন আইন দ্বারা ভারতের বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত হয় ?

  • পলিউশন অ্যাক্ট
  • ফরেস্ট অ্যাক্ট
  • পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট
  • পুলিশ অ্যাক্ট

উত্তরপরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট

৩২. ওড়িশায় ভিতরকণিকা একটি

  • ম্যানগ্রোভ অরণ্য
  • উদ্ভিদ উদ্যান
  • সমুদ্র তীর
  • কৃত্রিম অরণ্য

উত্তর- ম্যানগ্রোভ অরণ্য

৩৩. নিম্নে কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে ?

  • মিথেন
  • ক্লোরিন
  • ক্লোরোফ্লুরোকার্বন
  • সালফার ডাইঅক্সাইড

উত্তরসালফার ডাইঅক্সাইড

৩৪. পৃথিবীতে প্রথমে প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায় ?

  • বায়ুমণ্ডলে
  • স্থলভাগে
  • সমুদ্রে
  • সবখানে

উত্তর- সমুদ্রে

৩৫. কে  ইকোসিস্টেম কথাটির প্রচলন করেন ?

  • ম্যালথাস
  • ডারউইন
  • ট্যানসলে
  • রিচার্ড ব্রাডলি

উত্তর-ট্যানসলে

৩৬. নিম্নে কোন জাতীয় প্রাণীর সংখ্যা পৃথিবীতে অত্যন্ত দ্রুতহারে কমছে ?

  • সরীসৃপ
  • মৎস্য
  • স্তন্যপায়ী
  • পাখি

উত্তর- পাখি

৩৭. কাকে গ্রিনমোল্ড বলে ?

  • পেনিসিলিয়ামকে
  • ঈস্টকে
  • iil) মিউকরকে
  • অ্যাগারিকাসকে

উত্তর- পেনিসিলিয়ামকে

৩৮. উদ্ভিদ ও প্রাণীজগতের সমষ্টিকে কী বলা হয় ?

  • জীবমণ্ডল
  • অশ্বমন্ডল
  • বায়ুমণ্ডল
  • শিলামন্ডল

উত্তরজীবমণ্ডল

৩৯. আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ ?

  • মূল
  • কান্ড
  • পাতা
  • ফুল

উত্তর- মূল

৪০. নিম্নে কোন্ পদার্থটি টক্সিক বা বিষাক্ত বলে ধরা হয় না ?

  • কার্বনন মনোক্সাইড
  • অ্যাসিট্যালডিহাইড
  • কার্বোনিক অ্যাসিড
  • বেঞ্জিন

উত্তর- কার্বোনিক অ্যাসিড

Share This Post:

Leave a Comment