আপনারা যারা প্রাইমারী টেট (WB TET 2022) পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ আমরা শিশু বিকাশ অধ্যায় থেকে ৪০ টি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে এসেছি যা আপনাদের প্রাইমারী টেট প্রস্তুতিতে মজবুত করে তুলতে সহযোগিতা করবে ৷ এখন থেকে প্রতিদিন আমাদের এই বাস্তব ওয়েব সাইটের মাধ্যমে প্রইমারী টেট সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক MCQ পাবেন।
অতএব বন্ধুরা আর দেরী না করে আমাদের বাস্তব ওয়েব সাইটে যোগদান করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করুন৷
WB TET 2022 Child Development Part-1
১. মনোবিজ্ঞানের প্রধান দুটি শাখা হল –
- ব্যতিক্রমী ও সৃজনশীল মনোবিদ্যা
- পরীক্ষামূলক ও প্রয়োগমূলক মনোবিদ্যা
- শিশু ও শিক্ষার্থীর মনোবিদ্যা
- প্রাণি ও উদ্ভিদ মনোবিদ্যা
উত্তর- পরীক্ষামূলক ও প্রয়োগমূলক মনোবিদ্যা
২. শিক্ষার কয়টি মৌলিক উপাদান রয়েছে ?
- তিনটি
- দুটি
- চারটি
- পাঁচটি
উত্তর-চারটি
৩.’Logos’ কথাটির অর্থ কি ?
- সমাজ
- আত্মা
- বিজ্ঞান
- কলা
উত্তর- বিজ্ঞান
৪. কার নিজস্ব প্রবণতার উপর শিক্ষা পরিকল্পনা রচনা করতে হবে ?
- পাঠ্যক্রম
- শিক্ষক
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষার্থী
উত্তর-শিক্ষার্থী
৫. কার দ্বারা শিক্ষকের সক্রিয়তা প্রকাশ প্রায় ?
- শিক্ষণের দ্বারা
- শিখনের দ্বারা
- শৃঙ্গলার দ্বারা
- কৌশলের দ্বারা
উত্তর-শিক্ষণের দ্বারা
৬. পেশাগত সফলতার দুটি সূচকের মধ্যে অন্যতম একটি হল –
- বিকাশ
- জ্ঞান
- আচরণ
- প্রতিষ্ঠান
উত্তর- জ্ঞান
৭. Psyche শব্দের অর্থ কী ?
- মন
- দেহ
- আত্মা
- ক্ষমতা
উত্তর- আত্মা
৮. পেশাগত দিক থেকে একজন শিক্ষকের প্রধান কাজ কী ?
- মূল্যায়ন
- শিখন
- পরীক্ষা
- শিক্ষণ
উত্তর-শিক্ষণ
৯. নিম্নে কোনটি মনোবিদ্যার একটি অন্যতম শাখা ?
- প্রযুক্তি ও শিক্ষা
- শিক্ষণব্যবস্থা
- সমাজ
- শিক্ষা মনোবিদ্যা
উত্তর-শিক্ষা মনোবিদ্যা
১০. কাকে সমাজের প্রতিচ্ছবি হিসাবে সংগঠিত করার কথা বলা হয়েছে ?
- পাঠ্যক্রমকে
- শিক্ষালয়কে
- শিক্ষকে
- শিক্ষার্থীকে
উত্তর- পাঠ্যক্রমকে
১১. জীবন বিজ্ঞান শিক্ষার্থীর কোন চাহিদা পূরণ করতে সহযোগিতা করে ?
- সামাজিক
- জৈবিক
- ব্যক্তিগত
- মনোবৈজ্ঞানিক
উত্তর-জৈবিক
১২. নিম্নে কোনটি শিশুর ব্যবহার পর্যবেক্ষণের আদর্শ পদ্ধতি ?
- সাক্ষাৎকার কথোপকথন পদ্ধতি
- পরিদর্শন পদ্ধতি
- ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি
- বাস্তব পদ্ধতি
উত্তর- ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি
১৩. শিশুর অপসঙ্গতি মূলক আচরণ দূর করতে কী প্রয়োজন ?
- পরামর্শদানের
- পরিকল্পনার
- মূল্যায়নের
- আদেশের
উত্তর- পরামর্শদানের
১৪. কীসের সাহায্যে শিক্ষার্থীদের আচরণের শৃঙ্গলা আনতে হবে ?
- শাসনের মাধ্যমে
- স্বাধীনতার মাধ্যমে
- পরীক্ষার মাধ্যমে
- শাস্তিদানের মাধ্যমে
উত্তর- স্বাধীনতার মাধ্যমে
১৫. বর্তমানে কোন অর্থে শিক্ষা শব্দটি ব্যবহার করা হয় ?
- সাধারণ অর্থে
- বুৎপত্তিগত অর্থে
- সংকীর্ণ অর্থে
- ব্যাপক অর্থে
উত্তর- ব্যাপক
১৬. নিম্নের কোনটি আধুনিক শিক্ষণের যেকোন কৌশল বা পদ্ধতি যথার্থতা প্রমাণ করে ?
- দর্শন
- মনোবিদ্যা
- সমাজবিদ্যা
- সৃজনক্ষমতা
উত্তর-মনোবিদ্যা
১৭. কীসের মধ্যে দিয়ে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায় ?
- শিখনের মধ্যে
- শিক্ষণের মধ্যে
- শিক্ষকের মধ্যে
- শৃঙ্গলার মধ্যে
উত্তর- শিখনের মধ্যে
১৮. কোন ভাষা থেকে & সাইকোলজি & শব্দটি নেওয়া হযয়েছে ?
- ফরাসি
- লাতিন
- ইংরাজি
- গ্রিক
উত্তর- গ্রিক
১৯. কে শিক্ষা মনোবিদ্যার গুরত্বপূর্ণ তথ্যবলির নির্ভরযোগ্য তাৎপর্য নির্ণয়ে সহায়তা করে ?
- পরিমাপ
- শিক্ষামূলক রাশিবিজ্ঞান
- মূল্যায়ন
- রাশিবিজ্ঞান
উত্তর-শিক্ষামূলক রাশিবিজ্ঞান
২০. কোন শব্দ থেকে Schaa শব্দটি এসেছে ?
- জার্মান শব্দ
- রুশ শব্দ
- ইংরেজি শব্দ School
- গ্রিক শব্দ Skhole
উত্তর-গ্রিক শব্দ Skhole
২১. কী বলা হয় আধুনিক শিক্ষার প্রবণতাকে ?
- শিক্ষার মনোবিজ্ঞান প্রবণতা
- শিক্ষার অর্থনৈতিক প্রবণতা
- শিক্ষার সামাজিকবিজ্ঞান প্রবণতা
- শিক্ষার রাষ্ট্রি প্রবণতা
উত্তর-শিক্ষার মনোবিজ্ঞান প্রবণতা
২২. কে বলেছেন শিখন হচ্ছে অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন ?
- হিলগার্ড
- উডওযার্থ
- কোহেলার
- বার্নাড
উত্তর- বার্নাড
২৩. নিম্নে এদের মধ্যে শিক্ষণ সহায়ক উপকরণ কোনটি ?
- বই
- শিক্ষা প্রতিষ্ঠান
- চার্ট ও ম্যাপ
- ক্লাব
উত্তর- চার্ট ও ম্যাপ
২৪. এদের মধ্যে কোন বিষয়টি সমাজবিজ্ঞানের অন্তর্গত ?
- শিল্পকলা
- ইতিহাস
- জীবনবিজ্ঞান
- সাহিত্য
উত্তর- ইতিহাস
২৫. কাকে শৃঙ্খলিত শিক্ষা বলে ?
- পরিবর্তন শব্দ যেখানে ব্যবহৃত হয়
- যেখানে বিপরীত শব্দ ব্যবহৃত হয়
- বাড়ীতে থেকে শিক্ষা
- i এবং ii
উত্তর- i এবং ii
২৬. মার্কিন দেশে নার্সারি বিদ্যালয় কত ধরণের আছে ?
- ৫
- ৪
- ৩
- ২
উত্তর- ৩ ধরণের
২৭ . পাশ্চাত্য চিন্তাধারায় শিক্ষার মূল লক্ষ্য কী ছিল ?
- সংস্কৃতিবান হওয়া
- ব্যক্তিস্বাতন্ত্র্যের পূর্ণ বিকাশ
- মুক্তির পথ খোঁজা
- মুক্তি
উত্তর- ব্যক্তিস্বাতন্ত্র্যের পূর্ণ বিকাশ
২৮. ব্যবহারতাত্ত্বিক মনস্তত্ত্বের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
- কোফ্কা
- ফ্রয়েড
- ম্যাকডুগাল
- ওয়াটসন
উত্তর- ওয়াটসন
২৯.CAT এর দ্বারা কীসের পরিমাপ করা হয় ?
- ব্যক্তিত্ব
- মনোভাব
- সাহসিকতা
- বুদ্ধিমত্তা
উত্তর- ব্যক্তিত্ব
৩০. নিম্নে এদের মধ্যে কোনটি Health Education এর সমার্থক ?
- মেডিকেল এডুকেশন
- ফিজিওলজি
- হাইজিন
- কোনোটিই নয়
উত্তর- হাইজিন
৩১. মনোবিজ্ঞানের ব্যাপক ক্রিয়া দেখতে পাওয়া যায় কোন শিক্ষাবিদদের শিক্ষা পদ্ধতিতে ?
- মারিয়া মন্তেসরি
- ফ্রেড্রিক ফ্রয়েবল
- জন বুকার
- জোয়ান হার্বাট
উত্তর- ফ্রেড্রিক ফ্রয়েবল
৩২. মানুষ জন্মবার পর থেকে মৃত্যু পর্যন্ত যার থেকে সে উদ্দীপনা লাভ করে তাকে কী বলা হয় ?
- আত্মা
- সমাজ
- পৃথিবী
- পরিবেশ
উত্তর- সমাজ
৩৩. প্রাচীন শিক্ষা বলতে কী বোঝানো হয় ?
- ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি কে
- অর্থনৈতিক সমৃদ্ধিতা লাভ কে
- নৈতিক চরিত্রের বিকাশকে
- ব্রহ্মচর্যাশ্রমের কঠোরতা কে
উত্তর-ব্রহ্মচর্যাশ্রমের কঠোরতা কে
৩৪. আধুনিক ধারণা অনুযায়ী মনোবিদ্যা বলতে কী বোঝায় ?
- আচরণ অনুশীলনকারী বিজ্ঞান
- সামগ্রিক বিজ্ঞান
- পরীক্ষমূলক বিজ্ঞান
- মনের চেতনা
উত্তর-আচরণ অনুশীলনকারী বিজ্ঞান
৩৫. কর্মের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে সক্রিয় করে তোলাই হল –
- সৃজনশীলতা
- আত্মসচেতনতা
- সক্রিয়তাবাদ
- স্বাধীনতা
উত্তর- সক্রিয়তাবাদ
৩৬. কাদের মতে, আত্মানুভূতি হল সম্পূর্ণ মানুষের সংজ্ঞা ?
- সমাজবাদী
- সাম্যবাদী
- ভাববাদী
- প্রকৃতিবাদী
উত্তর- ভাববাদী
৩৭. শিক্ষালয় প্রশাসন ও পরিচালনার জন্য শিক্ষলয়ে যে কর্মসূচী নেওয়া হয় তাকে কী বলে ?
- Discipline
- ii)Time table
- Teaching aid
- Teaching technic
উত্তর-Time table
৩৮. নিম্নে কোনটি ব্যক্তিত্ব নির্ণয়ের সব থেকে পরিচিত অভিক্ষেপ কৌশল ?
- লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন
- গোষ্ঠী নির্বাচন
- কৌশলাদির মাধ্যমে নির্বাচন
- সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন
উত্তর- কৌশলাদির মাধ্যমে নির্বাচন
৩৯. কাদের অপসংগতি সম্পন্ন শিশু বলা হয় ?
- যারা অন্য শিশুদের সঙ্গে ঝগড়া করে
- যারা পড়াশোনা করতে পারে না
- যাদের মনোযোগ কম
- যারা নতুন পরিবেশের সঙ্গে সংগতি বিধান করতে পারে না
উত্তর- যারা নতুন পরিবেশের সঙ্গে সংগতি বিধান করতে পারে না
৪০. মনোবিদ Bowne ব্যক্তিত্বের মূল উপাদান বলতে কী বুঝিয়েছেন ?
- আত্মসচেতন
- আত্মনিয়ন্ত্রণ
- আত্মাবোধ
- ওপরের সবকটিই
উত্তর- ওপরের সবটিই