Primary TET 2022 Important MCQ for Child Development Part- 4

Join Our WhatsApp Group!

আপনারা যারা প্রাইমারী টেট (Primary TET 2022) পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ আমরা শিশু বিকাশ অধ্যায় থেকে ৪০ টি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে এসেছি যা আপনাদের প্রাইমারী টেট প্রস্তুতিতে মজবুত করে তুলতে সহযোগিতা করবে ৷ এখন থেকে প্রতিদিন আমাদের এই বাস্তব ওয়েব সাইটের মাধ্যমে প্রইমারী টেট সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক MCQ পাবেন।

অতএব বন্ধুরা আর দেরী না করে আমাদের বাস্তব ওয়েব সাইটে যোগদান করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করুন৷

Primary TET 2022 Important MCQ for Child Development Part- 4

১. কত বছর বয়স থেকে একটি শিশুর কল্পনার জগৎ শুরু হয় ?

  • ৬ থেকে ৮ বছর বয়সে
  • ৪ থেকে ৫ বছর বয়সে
  • ৯ থেকে ১০ বছর বয়সে
  • ৫ থেকে ৬ বছর বয়সে

উত্তর- ৫ থেকে ৬ বছর বয়সে

২. নিম্নের কোন বিষয়টি অনুবন্ধ প্রণালীর সাথে যুক্ত আছে ?

  • নাটক উপস্থাপন
  • হস্তশিল্প
  • সৃজনমূলক আচরণ
  • খেলাধূলা

উত্তর- হস্তশিল্প

৩. নার্সারি স্তরে শিশুর চেতনার প্রথম স্তরে – আছ

  • বন্ধুতা
  • বিদ্বেষ
  • অনীহা
  • বিরোধ

উত্তর- অনীহা

৪. কোন স্তরের শিশুদের উপযোগী পরীক্ষা হল ম্যাচিং টেস্ট ?

  • প্রাথমিক
  • প্রাক্-মাধ্যমিক
  • মাধ্যমিক
  • প্রাক্-প্রাথমিক

উত্তর- প্রাক্-মাধ্যমিক

৫.ইকোল ম্যাটারনেল কী ?

  • ফরাসিদের টেকনিক্যাল স্কুল
  • ফরাসিদের জুনিয়ার স্কুল
  • ফরাসিদের ইনফ্যান্ট স্কুল
  • ফরাসিদের নার্সারি স্কুল

উত্তর- ফরাসিদের নার্সারি স্কুল

৬. শৈশবে শিশুদের ঐতিহাসিক রোমাঞ্চকর গল্প শোনালে শিশুদের মধ্যে কোন গুণের বিকাশ হয় ?

  • আনন্দদায়ক
  • প্রেষণা এবং উৎসাহ
  • ভয়ের আতঙ্ক কমে
  • শৃঙ্গলা এবং মান্যতা

উত্তর- প্রেষণা এবং উৎসাহ

৭. কবে থেকে মেয়েদের মধ্যে Electra Complex শুরু হয় ?

  • যৌবন
  • কৈশোর
  • ইনফেন্সি
  • শৈশব

উত্তর- ইনফেন্সি

৮. নিম্নে কোনটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সহযোগিতা স্তরের অন্তর্ভুক্ত ?

  • চতুর্থ
  • প্রথম
  • তৃতীয়
  • দ্বিতীয়

উত্তর-চতুর্থ

৯. প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্তরে কোন বিষয়ের ওপর বেশী জোর দেওয়া হয় ?

  • সংশ্লেষণ
  • সংগতিস্থাপন
  • ঐক্যবদ্ধ প্রয়াস
  • সংস্থাপন

উত্তর– সংগতিস্থাপন

১০. ছাত্রছাত্রীদের বয়স সীমা জুনিয়ার স্কুলে কত ?

  • ১১ থেকে ১৫ বছর
  • ১৫ থেকে ১৯ বছর
  • ৭ থেকে ১১ বছর
  • ৩ থেকে ৭ বছর

উত্তর- ৭ থেকে ১১ বছর

১১. একজন শিশু কোন বয়স স্তরে anger এবং affection এর মধ্যে পার্থক্য করতে পারে ?

  • শৈশব কাল
  • ইনফেন্সি
  • যৌবন কাল
  • কৈশোর কাল

উত্তর- ইনফেন্সি

১২. এদের কোনটি একজন শিশুর শারীরিক বিকাশকে ব্যাহত করে ?

  • অসুস্থতা
  • নিয়মিত সময় তালিকা থেকে বিচ্যুতি
  • সুষম খাদ্য ও নিউট্রিশন
  • খেলাধূলা ও শারীরিক অনুশীলন

উত্তর-অসুস্থতা

১৩. প্রধানত কয়টি শাখায় উচ্চমাধ্যমিক শিক্ষাস্তর বিভক্ত ?

  • ৩ টি শাখায়
  • ১ টি শাখায়
  • ২ টি শাখায়
  • ৪ টি শাখায়

উত্তর- ৪ টি শাখায়

১৪. নিম্নলিখিত কোন বিষয়টি শিশুর সামাজিক বিকাশের সঙ্গে যুক্ত থাকবে না ?

  • সমাজসেবা
  • কর্মশিক্ষা
  • ভূগোল
  • ইতিহাস

উত্তর- কর্মশিক্ষা

১৫. কত বছর বয়স থেকে সাধারণত প্রাথমিক শিক্ষা শুরু হয় ?

  • পাঁচ বছর বয়স থেকে
  • সাড়ে চার বছর বয়স থেকে
  • সাড়ে তিন বছর বয়স থেকে
  • ছয় বছর বয়স থেকে

উত্তর– ছয় বছর বয়স থেকে

১৬. কত বছর বয়স অবধি প্রাথমিক শিক্ষা দেওয়া হয়ে থাকে ?

  • ১০ বছর
  • ১২ বছর
  • ৮ বছর
  • ৫ বছর

উত্তর– ১২ বছর

৭. ভারতের প্রাক্ প্রথম শ্রেণীতে কোন বিষয়টি শেখানো হয় না ?

  • ব্যায়াম
  • সহজে অঙ্কশেখা
  • ব্রতচারী
  • অক্ষর ও সংখ্যা পরিচয়

উত্তর– ব্রতচারী

১৮. সাধারণত ছেলেদের বৃদ্ধি যে বয়স পর্যন্ত হয় তা হল

  • ২৫ বছর
  • ১৫ বছর
  • ৩৫ বছর
  • ২০ বছর

উত্তর– ২৫ বছর

১৯. কোন সময়কাল কে শিশুর প্রাক্ প্রাথমিক স্তর বলা হয় ?

  • তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত
  • জন্ম থেকে পাঁচ-ছয় বছর বয়স পর্যন্ত
  • জন্ম থেকে তিন বছর বয়স পর্যন্ত
  • দুই থেকে ছয় বছর বয়স পর্যন্ত

উত্তর- জন্ম থেকে পাঁচ-ছয় বছর বয়স পর্যন্ত

২০. ছেলেমেয়েরা কোন বয়সে অন্তর্মুখী হতে শুরু করে ?

  • ২৫ বছর
  • ১০ বছর
  • ১৫ বছর
  • ৩০ বছর

উত্তর- ১৫ বছর

Primary TET 2022 Important MCQ for Child Development
Primary TET 2022 Important MCQ for Child Development

২১. শিক্ষাকে গতানুগতিক ধারনায় কী বলা হত ?

  • সামাজিক প্রক্রিয়া
  • শিক্ষণ সংক্রান্ত প্রক্রিয়া
  • বিকাশমূলক প্রক্রিয়া
  • পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া

উত্তর পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া

২২. কে প্রাক্-যৌবনকালে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শুরু করেন ?

  • স্ট্যানলি হল
  • স্পেনসার
  • ইলিংওয়ার্ড
  • রুশো

উত্তর– স্ট্যানলি হল

২৩. কার দ্বারা শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি নির্ধারিত হয় ?

  • বৃদ্ধি ও বিকাশ
  • মূল্যায়ন ও পরিমাপ
  • সমাজ ও বিজ্ঞান
  • বংশগতি ও পরিবেশ

উত্তর- মূল্যায়ন ও পরিমাপ

২৪. শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায় ?

  • দৈহিক বিকাশ
  • মানসিক বিকাশ
  • ব্যক্তিসত্তার উপাদানগুলির বিকাশ
  • নৈতিক বিকাশ

উত্তর- ব্যক্তিসত্তার উপাদানগুলির বিকাশ

২৫. কাদের ক্ষেত্রে গতিহীনতা বা Stagnation শব্দটি ব্যবহৃত হয় ?

  • বারবার স্কুল পরিবর্তন করে যারা
  • বছরের পর  বছর এক ক্লাসে থাকে যারা
  • স্কুল ছেড়ে দেওয়া ছাত্র
  • প্রাথমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ না করা

উত্তর- স্কুল ছেড়ে দেওয়া ছাত্রর ক্ষেত্রে

২৬. কাকে শিশুর সময়ভিত্তিক প্রক্রিয়়া বলে ?

  • বৃদ্ধিকে
  • জ্ঞানকে
  • কৌশলকে
  • সৃজনশীলতাকে

উত্তর- বৃদ্ধিকে

২৭. মোটামুটি কটি ভাগে শিশুর বিকাশের পর্যায়কে ভাগ করা যায় ?

  • ৫ টি
  • ৩ টি
  • ৪ টি
  • ৬ টি

উত্তর– ৪ টি

২৮. প্রথাগত শিক্ষার মূল উদ্দেশ্য কী ?

  • আংশিক বিকাশ
  • সামাজিক বিকাশ
  • সার্বিক বিকাশ
  • নৈতিক বিকাশ

উত্তরসার্বিক বিকাশ

২৯. কীসের মাধ্যমে শিশুর জীবনবিকাশ হয় ?

  • জ্ঞানের মাধ্যমে
  • সক্রিয় চিন্তনের মাধ্যমে
  • সামাজিকীকরণের মাধ্যমে
  • সক্রিয়তার মাধ্যমে

উত্তর– সক্রিয় চিন্তনের মাধ্যমে

৩০. জীবনবিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্জার কাল বলা হয় ?

  • বাল্যকাল
  • প্রাপ্তবয়স্ক
  • কৈশরকাল
  • শৈশব কাল

উত্তর– কৈশরকাল

৩১. কার কাছ থেকে একজন শিক্ষর্থী প্রথম শিক্ষা পায় ?

  • বাবা
  • মা
  • সমাজ
  • বিদ্যালয়

উত্তর- মা

৩২. কে ছিলেন মনঃ সামাজিক বিকাশ তত্ত্বে মূল প্রবক্তা ?

  • এরিকসন
  • থর্নডাইক
  • প্যাভলব
  • ফ্রয়েড

উত্তর. এরিকসন

৩৩. কীসের মধ্যে দিয়ে শিশুর বিকাশগত পরিবর্তন প্রকাশ পায় ?

  • সাক্ষাৎকারের মাধ্যমে
  • মূল্যায়নের মাধ্যমে
  • প্রশ্নের মাধ্যমে
  • আচার-আচরণের মাধ্যমে

উত্তর- আচার-আচরণের মাধ্যমে

৩৪. নিম্নের কোন উপাদানটি শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না ?

  • প্রজাতি
  • উৎকর্ষ
  • সংস্কৃতি
  • বৃদ্ধি

উত্তর- উৎকর্ষ

৩৫. মনোবিদ্ পিকুনাস মানবজীবন বিকাশের স্তরগুলিকে কটি ভাগে ভাগ করেছেন ?

  • ৮ টি
  • ১২ টি
  • ১০ টি
  • ৪ টি

উত্তর- ১০ টি

৩৬. শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হল

  • বিদ্যালয়
  • বুদ্ধি
  • পরিবেশ
  • ব্যক্তিত্ব

উত্তরপরিবেশ

৩৭. শিশু বিকাশের কোন পর্যায়টিকে ‘জীবনের রহস্যময় দশা’ হিসেবে বিবেচনা করা হয় ?

  • বয়স্ককাল
  • বাল্যকাল
  • কৈশোরকাল
  • শৈশবকাল

উত্তরবাল্যকাল

৩৮. কীসের মাধ্যমে মনোবৈজ্ঞানিক ধারণায় শিক্ষার্থীর শিক্ষা হয় ?

  • শিক্ষণের মাধ্যমে
  • নির্দেশনার মাধ্যমে
  • শিখনের মাধ্যমে
  • পরামর্শের মাধ্যমে

উত্তর- শিখনের মাধ্যমে

৩৯. শিশুর Qualitatine aspect বলতে কী বোঝায় ?

  • বিকাশ
  • মূল্যায়ন
  • পরিমাপ
  • বৃদ্ধি

উত্তর- বিকাশ

৪০. শিখন একধরণের প্রক্রিয়া

  • আহরণমূলক
  • আচরণমূলক
  • বৈজ্ঞানিকমূলক
  • সাধারণ

উত্তর-আচরণমূলক

Share This Post:

Leave a Comment