আপনারা যারা প্রাইমারী টেট (Primary TET 2022) পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ আমরা শিশু বিকাশ অধ্যায় থেকে ৪০ টি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে এসেছি যা আপনাদের প্রাইমারী টেট প্রস্তুতিতে মজবুত করে তুলতে সহযোগিতা করবে ৷ এখন থেকে প্রতিদিন আমাদের এই বাস্তব ওয়েব সাইটের মাধ্যমে প্রইমারী টেট সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক MCQ পাবেন।
অতএব বন্ধুরা আর দেরী না করে আমাদের বাস্তব ওয়েব সাইটে যোগদান করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করুন৷
১. শিশু ব্যবহার সম্পর্কিত অধ্যায়নের ক্ষেত্রে সবথেকে ভালো পদ্ধতি কোনটি ?
- ব্যবহারিক পদ্ধতি
- নিজ অধ্যয়ন পদ্ধতি
- পরিদর্শন পদ্ধতি
- সাক্ষাৎ পদ্ধতি
উত্তর- নিজ অধ্যয়ন পদ্ধতি
২. শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী বলা হয় ?
- পুনর্গঠন
- সঞ্চয়ন
- স্বতন্ত্রীভবন
- মূল্যায়ন
উত্তর– স্বতন্ত্রীভবন
৩. নিম্নে কোন্ বিবৃতিটি সত্য নয় ?
- শিক্ষকেরা জন্মলগ্ন থেকেই শিক্ষক
- শিক্ষা একটি শিল্প
- শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া
- উপরের সবকটি
উত্তর-শিক্ষকেরা জন্মলগ্ন থেকেই শিক্ষক
৪. আমারা অভ্যাস বলতে কী বুঝি ?
- এটি একটি স্বয়ংক্রিয় ক্রমোন্নতি
- কোন কাজের পুনরাবৃত্তি
- শুধুমাত্র(i)
- (i) এবং (ii) উভয়ই
উত্তর- (i) এবং (ii) উভয়ই
৫. কোন কিছু সত্য প্রতিষ্ঠিত করতে নিম্নের কোনটি গ্রহণীয় ?
- বহুদিন ধরে ব্যবহৃত তথ্য
- লক্ষনীয় দৃষ্টান্ত স্থাপন
- পুরাকালের সাহিত্যের উল্লেখ
- বহুলোকের মতামত
উত্তর- লক্ষনীয় দৃষ্টান্ত স্থাপন
৬. কোন মতবাদের প্রতিষ্ঠাতা করেছেন মনোবিদ জে.বি ওয়াটসন ?
- প্রত্যক্ষবাদ
- আচরণবাদ
- বিচরণবাদ
- প্রত্যক্ষণবাদ
উত্তর-আচরণবাদ
৭. আত্মবাদী পর্যবেক্ষণকে কী বলা হয় ?
- গবেষণা
- ব্যাবহারিক আচরণ
- অন্তদর্শন
- iv)অত্যধিক প্রত্যক্ষণ
উত্তর-অন্তদর্শন
৮.জ্ঞান কী মধ্যে সীমাবদ্ধ থাকে ?
- দর্শনের মাধ্যমে
- বোঝাপড়ার মাধ্যমে
- অভিজ্ঞতার মাধ্যমে
- পুনরুক্তির মাধ্যমে
উত্তর- অভিজ্ঞতার মাধ্যমে
৯.‘ জ্ঞান‘ এর সঠিত অর্থ কী ?
- কাজ করার জন্য সক্রিয় থাকা
- অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারে পরিবর্তন
- ক্লাসে প্রথম হওয়া
- শিক্ষিত হওয়া
উত্তর- অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারে পরিবর্তন
১০. কে মন্তব্য করেছেন ‘মনোবিদ্যা হল আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান’ ?
- বার্নাড শ
- ম্যাকডুগাল
- রবীন্দ্রনাথ
- হেগেল
উত্তর-ম্যাকডুগাল
১১. মনোবিজ্ঞানের প্রধানতম পদ্ধতি কী ?
- পর্যবেক্ষণ করা
- রেকর্ড করা
- ল্যাবরেটরি পদ্ধতি
- প্রত্যক্ষকরণ করা
উত্তর- পর্যবেক্ষণ করা
১২. অভিজ্ঞতার সূত্র বলতে কী বুঝি ?
- পক্ষপাতিত্ব
- পুরস্কার
- পুনরাবৃত্তি
- সামান্যীকরণ
উত্তর- সামান্যীকরণ
১৩. একজন ব্যক্তি গবেষণা করেন কেন ?
- নতুন ভাবে ঘটনা বর্ণন ও ব্যাখ্যার জন্য
- অনুসন্ধানের জন্য
- ঘটনা হিসাবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য
- কোনটিই নয়
উত্তর- নতুন ভাবে ঘটনা বর্ণন ও ব্যাখ্যার জন্য
১৪. মনোবিদ্যা হল আচরণী বিজ্ঞান, তাহলে শিক্ষা কী ?
- মনোবিদ্যার ব্যবহারিক ক্ষেত্র
- মনোবিদ্যার নৈর্ব্যক্তিক ক্ষেত্র
- মনোবিদ্যার প্রয়োগমূলক ক্ষেত্র
- মনোবিদ্যার জ্যামিতিক ক্ষেত্র
উত্তর-মনোবিদ্যার ব্যবহারিক ক্ষেত্র
১৫. কে মনোবিদ – মনোবিজ্ঞানকে দুই শ্রেণীতে ভাগ করেছেন ?
- উডওয়ার্ড
- রুশো
- ফ্রয়েড
- রস
উত্তর– রস
১৬. কে প্রথম মনস্তত্ত্বসংক্রান্ত তত্ত্ব সংকলিত করেন ?
- আর এস উডওয়ার
- উইলিয়াম জেমস
- উইলিয়াম ম্যাকডুগাল
- ওয়েবার
উত্তর- উইলিয়াম জেমস
১৭. মনস্তত্ত্বকে আমরা কোন বিষযের অন্তর্গত করতে পারি ?
- ইতিবাচক বিজ্ঞান
- শুদ্ধ বিজ্ঞান
- সাধারণ বা প্রাকৃতিক বিজ্ঞান
- সমাজ বিজ্ঞান
উত্তর- ইতিবাচক বিজ্ঞান
১৮. সংগতি বিধান কথাটির সঠিক অর্থ কি ?
- পরিণমন
- অভিযোজন
- পরিস্রবণ
- কোনোটিই নয়
উত্তর- অভিযোজন
১৯.মনস্তত্ত্বে যে বিষয়টির প্রবর্তন সব থেকে কম হয়ে থাকে সেটি কী ?
- প্রশ্নোত্তর পদ্ধতি
- নিরীক্ষণ পদ্ধতি
- পারস্পরিক পদ্ধতি
- পরীক্ষালব্ধ পদ্ধতি
উত্তর- পারস্পরিক পদ্ধতি
২০. কোন শব্দ থেকে ‘Psychology’ কথাটি নেওয়া হয়েছে ?
- লাতিন
- গ্রিক
- ফরাসি
- জার্মান
উত্তর- গ্রিক

২১.প্রথম কে মনস্তত্ত্বকে ব্যবহারিক বিজ্ঞানের উদ্দেশ্য হিসাবে ব্যবহার করেন ?
- ওয়াটসন
- পাভলভ
- গুথ্রিক
- iv)উপরোক্ত প্রত্যেকে
উত্তর- উপরোক্ত প্রত্যেকে
২২. নিম্নলিখিত কোন বিষয়টি শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ?
- শিখন পদ্ধতির আলোচনা
- ব্যক্তিগত পার্থক্যের আলোচনা
- মানুষের উন্নয়নের সম্ভাবনা
- উপরোক্ত সবকটি
উত্তর- উপরোক্ত সবকটি
২৩. এখন শিক্ষা খুবই ব্যয়বহুল কারণ –
- শিক্ষকদের বেতন অধিক বৃদ্ধি
- এখন শিক্ষাব্যবস্থা খুবই দুর্বল
- শিক্ষার মাধ্যমে যশ, অর্থ সম্পদ লাভ করা যায়
- শিক্ষার বিভিন্ন উপাদান খুবই মূল্যবান
উত্তর-শিক্ষার বিভিন্ন উপাদান খুবই মূল্যবান
২৪. বিদ্যাদান বলতে আমরা কী বুঝি ?
- বিদ্যাগ্রহণের পর মনে করা
- নতুন বিষয়ের শিক্ষালাভে অর্জিত জ্ঞানের ব্যবহার
- বিদ্যাদান সম্ভব নয়
- বিদ্যাঅর্জনের পর ভুলে যাওয়া
উত্তর- নতুন বিষয়ের শিক্ষালাভে অর্জিত জ্ঞানের ব্যবহার
২৫. বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী ?
- পরীক্ষণ
- পর্যবেক্ষণ
- নতুন কিছু আবিষ্কার
- অনুসন্ধান
উত্তর- পর্যবেক্ষণ
২৬. মনস্তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি ?
- মন
- আত্মা
- মানবসত্তা
- ব্যবহার
উত্তর– আত্মা
২৭. মনস্তত্ত্বকে গ্রিক দার্শনিকেরা কী নামে অভিহিত করতেন ?
- মানসিক পড়াশুনা
- মানসিক শিক্ষাবিজ্ঞান
- মানসিক বিজ্ঞান
- মানসিক দর্শন
উত্তর– মানসিক দর্শন
২৮. নিম্নে কোন ধরণের তথ্য সংগ্রহ পদ্ধতি Wonnd এর দ্বারা ব্যবহার করা হয়েছিল ?
- রোগপরীক্ষা
- অন্তর্দর্শন
- পর্যবেক্ষণ
- সবকটি
উত্তর- অন্তর্দর্শন
২৯. আমরা মনস্তত্ত্বকে কী ধরণের বিজ্ঞান বলতে পারি ?
- মন
- চেতনা
- ব্যবহার
- আত্মা
উত্তর-মন
৩০. ‘প্রতিযোগিতা‘ কথাটির সঠিক অর্থ কি ?
- নির্দিষ্ট সময়ের পর পরীক্ষা
- সমবয়সী ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা
- প্রত্যেক ছাত্রের আগের ও পরের পরীক্ষার নম্বর তুলনা করা
- প্রতিযোগিতায় ছাত্রদের উত্তর তুলনামূলকভাবে বিশ্লেষণ করা
উত্তর–প্রত্যেক ছাত্রের আগের ও পরের পরীক্ষার নম্বর তুলনা করা
৩১. বিদ্যার্জন হল সেই পদ্ধতি যার মাধ্যমে –
- সারাজীবন ধরে জ্ঞান থাকে
- ছাত্ররা বেশী বিদ্যা অর্জন করে
- ছাত্ররা শিক্ষকদের তত্ত্বাবধানে বেশী বিদ্যা অর্জন করে
- বিদ্বান মানুষ বিদ্যার্জন বন্ধ করে দেন
উত্তর– সারাজীবন ধরে জ্ঞান থাকে
৩২. নিম্নে এদের মধ্যে কোনটি আলদা বা দলছুট ?
- রাজ্যের জন্য শিক্ষা
- আত্মজ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষা
- সামাজিক মঙ্গলের জন্য শিক্ষা
- শিক্ষার উদ্দেশ্য হল উন্নতিসাধন
উত্তর– আত্মজ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষা
৩৩. এটি অবশ্যই খুব ভালো যদি শৃঙ্গলা আসে নিয়ন্ত্রন থেকে –উক্তিটি কার উদ্দেশ্যে উত্থাপিত ?
- সমাজের মধ্য থেকে নিয়ন্ত্রণ
- শিক্ষার্থীদের মধ্যে
- শিক্ষকের নিয়ন্ত্রণ
- সবকটি
উত্তর-শিক্ষার্থীদের মধ্যে
৩৪. ব্যক্তিত্ব বলতে কী বুঝি ?
- একজন ব্যক্তির সামাজিক বিকাশ
- একজন ব্যক্তির ব্যবহার
- ব্যক্তির কথাবার্তা
- ব্যক্তির নিজস্ব জিনিস
উত্তর– ব্যক্তির নিজস্ব জিনিস
৩৫. কোনটি শিক্ষামূলক পদ্ধতির বিশেষ শাখা ?
- শিক্ষা প্রযুক্তি
- বিশেষ শিক্ষা
- পরিমাপ ও মূল্যায়ন
- কোনোটিই নয়
উত্তর– বিশেষ শিক্ষা
৩৬. কোন বিষয়টি শিক্ষামূলক মনস্তত্ত্বে আলোচনা করা হয় না ?
- সমন্বয়সাধন পদ্ধতি
- গতিবিদ্যা
- শিক্ষকের মূল্যায়ণ ও শিক্ষার গবেষণা
- শিক্ষার দার্শনিক ভিত্তি
উত্তর-শিক্ষার দার্শনিক ভিত্তি
৩৭. মনস্তাত্ত্বিক নীতি ও মতবাদগুলি কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় ?
- ব্যবসা ক্ষেত্রে
- চিকিৎসা ক্ষেত্রে
- পরিচালন ক্ষেত্রে
- উপরোক্ত প্রত্যেকটি ক্ষেত্রে
উত্তর- উপরোক্ত প্রত্যেকটি ক্ষেত্রে
৩৮.’Mental Hygiene’ বইটির রচয়িতা কে ?
- হুবার্ট
- ম্যাকমিলান
- ক্রো অ্যান্ড ক্রো
- হার্ভাডসন
উত্তর- ক্রো অ্যান্ড ক্রো
৩৯. বিষয়বস্তু নির্বাচন কোন শিক্ষার অংশ ?
- নিয়ন্ত্রিত
- অনিয়ন্ত্রিত
- ক্রমোজ্জীবিত
- ক্রমবিবর্তিত
উত্তর- অনিয়ন্ত্রিত
৪০. নিম্নের কোন বিষয়টি মানবীয় বিদ্যার অন্তর্ভুক্ত ?
- সাহিত্য
- জীবনবিজ্ঞান
- গণিত
- ভৌতবিজ্ঞান
উত্তর-সাহিত্য