Krisanu Nandi biography in Bengali I Chandrayaan-3 রোভার চালক কৃষাণু নন্দী বাঙালির গর্বI

Join Our WhatsApp Group!

Krisanu Nandi biography in Bengali – গত 23rd Aug ভারতের দ্বারা পরিচালিত চন্দ্রযান থ্রি চাঁদে সফলভাবে অবতরণ করেছে। এরপর চন্দ্রযান থ্রি প্রজ্ঞান রোভার এর মাধ্যমে চাঁদ থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে। সেই রোভার চলবে বাঁকুড়ার ছেলে কৃষাণু নন্দীর তত্ত্বাবধানে।

বাঙালি বিজ্ঞানীর হাতে রোভার (Krisanu Nandi biography in Bengali) :-

গত ‘২৩ আগস্ট ‘- এই দিনটি ভারত তথা বিশ্বের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতীয় সময় যখন ছটা বেজে ৪ মিনিট যখন চন্দ্রযান চাঁদে সফলভাবে অবতরণ করল ঠিক তখনই আমাদের গর্ব কৃশানুকে দেখতে পেলাম বিভিন্ন ব্যস্ততায় । যা ইসরো এর সরাসরি সম্প্রচার এ দেখা গেল।

এবারেই তো তার ওপর ভরসা। কারণ রোভার এর মুভমেন্ট কোনদিকে হবে তা কন্ট্রোল করবেন তিনি। এই রভারের কো-অরডিনেট করছেন বাঁকুড়ার ছেলে কৃষানু নন্দী। এই রোভার প্রতি দিন ৫০০ মিটার এলাকা ঘুরে দেখবেন। এ রোভার এর ছটি চাকা রয়েছে।

চন্দ্রপৃষ্ঠে যে ল্যান্ড রোভারটি চলবে তার দায়িত্বে আছেন  পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার গর্ব বাঙালি বিজ্ঞানী কৃষাণু নন্দী। বাঁকুড়ার পাত্র সাহেবের ডান্না গ্রামে জন্ম এই তরুণ প্রতিভার। এই গ্রামেই বেড়ে ওঠা তার।

শিক্ষাজীবন(Krisanu Nandi biography in Bengali):-

জানা গেছে ছোট থেকেই মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল তার। পড়াশোনাতেও তিনি ভালো ছিলেন। ছোট থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন এই কৃষক পরিবারের ছেলে। স্থানীয় বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে মাধ্যমিক ও ছাতনার উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন কৃশানু নন্দী।

এরপর কলকাতার আর.সি.সি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক পাস করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.টেক পাশ করেন।

কর্মজীবন(Krisanu Nandi biography in Bengali):-

এম.টেক চলাকালীন সংবাদপত্র তে বিজ্ঞাপন দেখেন। এবং তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO যোগদান করেন।

কয়েক মাস আগে ই Chandrayaan-3 এর অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। যা গত 23rd Aug সফলভাবে অবতরণ করেছে চাঁদে।

জানা গেছে, চাঁদের দক্ষিণ মেরুতে হিলিয়াম-লিথিয়াম রয়েছে। যার উপর ভিত্তি করে ভবিষ্যতে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।

তাই পুরো চাঁদের দক্ষিণ মেরু ভ্রমণের জন্য যে রোভার রয়েছে তা চালনা করবে বাংলার গর্ব। কৃষাণু নন্দী। পুরো দেশ তাকিয়ে রয়েছে তার দিকে।

কৃশানু এর সফলতায় আনন্দে উল্লাসিত অভিভাবক-বন্ধুবান্ধব-প্রতিবেশীরা:-

ইসরোতে কৃষানু, গর্বিত পুরো ডান্নাবাসী। কৃশানুর পরিবার কৃশানুর এই ঐতিহাসিক মুহূর্তে খুবই খুশি। তার বাবা তারপদ নন্দী বলেন”ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ ছিলেন তার ছেলে, তিনি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন।

বর্তমানে চন্দ্র যেন অভিযানে যুক্ত হয়েছে বলে তিনি খুব গর্ববোধ করছেন”।চন্দ্রযানের কর্মযজ্ঞের ব্যস্ততার কারণে তারা তাদের ছেলের সঙ্গে এখন সরাসরি যোগাযোগ করতে পারছে না।

প্রাথমিক স্কুলের কর্মরত শিক্ষিকা দেবিকা দেবী বলেন যে”ভাইয়ের ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে বিশেষ কৌতুহল ছিল , সেই টানেই তার ISRO যাত্রা। ভাইয়ের স্বপ্ন পূরণ হয় আমরা খুশি”।

কৃশানুর জামাইবাবু হাই স্কুলের শিক্ষক সৌভিক নায়েক বলেন-‘‘দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই অভিযানের সঙ্গে যুক্ত সবাইকে, কৃশানু মঙ্গলবার অফিসে গিয়েছে। তারপর থেকে বাড়ির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। আমরাও এই সময় তাকে বিরক্ত করতে চাইনি। দেশের এই সাফল্যে কৃশানুর পরিশ্রম মিশে থাকায় তাকে নিয়ে আমরা গর্বিত।’’

রোভার চালক কৃশানুর বন্ধু তথা আইআইটি কানপুরের গবেষক রাহুল ভট্টাচার্য বলেন, ‘‘চাঁদের বুকে রোভার প্রজ্ঞানের গতিবিধি নিয়ন্ত্রণের সমন্বয়ের সঙ্গে যুক্ত রয়েছে কৃশানু। এটা আমাদের সকলের কাছে গর্বের মুহূর্ত।’’

কৃশানুর স্কুল এর প্রধান শিক্ষক রঘুনাথ দে বলেন, ‘‘কৃশানুর সাফল্য আমাদের স্কুলের গর্বের মুকুটে একটা পালক জুড়ল।’’

Conclusion:-

চাঁদ থেকে যাবতীয় রহস্য খুঁজে বার করতে এখন বাঙালি বিজ্ঞানী কৃষানু নন্দীর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Whats App, Telegram এবং Instagram পেজ)।

Read More :-

All information about ISRO in Bengali

FAQ:-

1 ) কৃশানু নন্দী কে?

Ans:- কৃশানু নন্দী একজন বাঙালি বিজ্ঞানী এবং চন্দ্রযান থ্রি এর লেন্ডার বিক্রমের রোভার চালক।

2 ) কৃশানু নন্দী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোন বিদ্যালয় থেকে করেন?

Ans:- বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে মাধ্যমিক ও ছাতনার উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন কৃশানু নন্দী।

3) কৃশানুর বাবার নাম কি?

Ans:- কৃশানু  নন্দীর বাবার নাম তারাপদ নন্দী।

4 ) চন্দ্রযান থ্রীর রোভার চাঁদে কিসের সন্ধান করবে?

Ans:- হিলিয়াম – লিথিয়ামের।

Share This Post:

Leave a Comment