India Post Gramin Dak Sevak (GDS) REQUIREMENTS( West Bengal circle):- মাধ্যমিক পাশের সরকারি চাকরির একটি সুবর্ণ সুযোগ।ভারতীয় ডাক বিভাগে নতুন গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। ভারতীয় ডাক বিভাগের এই প্রক্রিয়াটি তে আবেদনকারীদের নিয়োগ হবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের মেরিট লিস্টের ভিত্তিতে। যে প্রার্থীরা বা আবেদনকারীরা মাধ্যমিক পাস করেছেন বা সরকারি চাকরির খুঁজছেন তারা এই GDS এর জন্য অনলাইনে @indiapost.gov.in এই ওয়েবসাইটে এপ্লাই করতে পারেন। এই আর্টিকেলে ভারতীয় ডাক বিভাগের কেবলমাত্র পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
India Post Gramin Dak Sevak (GDS) REQUIREMENTS 2023 :-
ভারতীয় ডাক বিভাগ এর এর ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এই দুটি পদের জন্য ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট@indiapost.gov.in বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল GDS 2023 নিয়োগে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এই দুটি পদে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 3rd August এবং আবেদন প্রক্রিয়া শেষের তারিখ 23 August ।
India Post Gramin Dak Sevak (GDS) 2023 নিয়োগের সম্পূর্ণ ওভারভিউ:-
ওয়েস্ট বেঙ্গল GDS 2023 এ ক্যাটাগরি অনুযায়ী সমস্ত বিবরণ নিচে টেবিল অনুযায়ী দেওয়া হল –
1 নিয়োগ সংস্থা:: ইন্ডিয়া পোস্ট
2 পরীক্ষার নাম:: ওয়েস্ট বেঙ্গল GDS ২০২৩ পরীক্ষা
3 পদের নাম:: ব্রাঞ্চ পোস্টমাস্টার BPM),অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM)
4 শূন্য পদ:: 30041 টি
5 আবেদন শুরুর তারিখ:: 3rd August
6 আবেদন শেষের তারিখ:: 23rd August
7 এডিট উইন্ডো:: 24th আগস্ট থেকে 25th আগস্ট ।
8. নির্বাচন প্রক্রিয়া:: মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের মেরিট লিস্টের মাধ্যমে।
9. চাকরির স্থান:: পশ্চিমবঙ্গ
10. ওয়েবসাইট:: @indiapost.gov.in
11. আবেদন ফি:: (ক) অন্যান্যদের জন্য ১০০ টাকা। (খ) SC/ST/ PWD/ মহিলাদের জন্য কোন ফী নেই।
12. মাসিক বেতন:: BPM ₹12000 – 29,380 ; ABPM ₹ 10,000 – 24,470
13. আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা:: 18 – 40 বছর।
India Post Gramin Dak Sevak (GDS) 2023 নিয়োগের সরকারি ওয়েবসাইট লিংক:-
প্রার্থীরা বা আবেদনকারীরা সরাসরি আবেদন করতে নিচের দেওয়া লিংকটি ব্যবহার করতে পারেন —Website@indiapost.gov.in
India Post Gramin Dak Sevak (GDS) বয়সসীমা :
চাকরি পার্থীদেরবয়সসীমা ১৮ এবং তার বেশি হতে হবে। তবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে ৪০ বছর অর্থাৎ ৪০ বছরের কম হলেই আবেদনকারী রা আবেদন করতে পারবে। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন। এছাড়াও তাদের Cut off ও কম হবে।
India Post Gramin Dak Sevak (GDS) এর বেতক্রম:
GDS পদে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 12,000/- টাকা থেকে 29,380/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
India Post Gramin Dak Sevak (GDS) এর মাসিক বেতন (পদ ভিত্তিক):
GDS এ যারা BPM পদে নিযুক্ত হবে –তাদের মাসিক বেতন হবে 12000-29380/- এবং যারা ABPM পদে নিযুক্ত হবে তাদের মাসিক বেতন হবে 10000-24470/-
India Post Gramin Dak Sevak (GDS) নির্বাচন প্রক্রিয়া :
গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে কোনো লিখিত পরীক্ষা হবে না। কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলে পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।
India Post Gramin Dak Sevak (GDS) আবেদনের পদ্ধতি:
আবেদনকারীরা সরাসরি ডাক সেবক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টেপ টু স্টেপ ফর্ম ফিল আপ করবে।
Conclusion:-
এইরকম আরো অনেক সরকারি চাকরির বিশদ বিবরণ জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন।