General Knowledge MCQ for Primary TET 2022

Join Our WhatsApp Group!

বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো, General Knowledge MCQ for Primary TET 2022 যেটি আপনাদের আগত বিভিন্ন Competitive পরীক্ষায় জ্ঞান অর্জন করতে সহযোগিতা করবে। যেমন KP, WBP, Railway Group D ইত্যাদি Exam -এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের আমাদের Top 30  MCQ 2022 অবশ্যই দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন |

General Knowledge MCQ for Primary TET

১/ কোন রাজ্যে তিনটি নতুন জেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ?

অ) ছত্রিশগড়

আ) কর্ণাটক

ই) মহারাষ্ট্র

ঈ) আমেদাবাদ

উত্তর : অ) ছত্রিশগড়



২/ নয়া দিল্লির ঐতিহাসিক ‘রাজপথে’ এর নাম বদলে কি নাম রাখল কেন্দ্রীয় সরকার ?

অ) রাজ্যের পথ

আ) কর্তব্য পথ

ই) রাজার পথ

ঈ) কোনোটিই নয়

উত্তর : আ) কর্তব্য পথ



৩/ আন্ধা প্রদেশের বিশাখাপত্তনমের ‘কালাভারতী অডিটোরিয়াম’ এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, কততম ‘লোকনায়ক ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ পেলেন তেলুগু লেখক ও অভিনেতা তানিকেল্লা ভাড়ানি  ?

অ) ২৪ তম

আ) ১২ তম

ই) ১৮ তম

ঈ) ১৮ তম

উত্তর : ই) ১৮ তম



৪/ দেশের কোথায় প্রথম ভার্চুয়াল স্কুল চালু করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ?

অ) কলকাতা

আ) মুম্বাই

ই) দিল্লি

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) দিল্লি



৫/ এখন থেকে উন্নত প্রযুক্তির পানীয় জল পেতে, সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই ডিভিশনের কটি রেল স্টেশনে ‘মেঘদূত’ মেশিন স্থাপন করছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ?

অ) ৬ টি

আ) ৭ টি

ই) ৮ টি

ঈ) ৯ টি

উত্তর : অ) ৬ টি



৬/ ঋণের মাধ্যমে মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মহিলা নিধি প্রকল্প চালু করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ?

অ) ভূপেন বাঘের

আ) অরবিন্দ রাজগুপ্ত

ই) অশোক গেহলট

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) অশোক গেহলট



৭/ যুক্তরাজ্যে, ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত হলেন কে ?

অ) অর্জুন ইরিগাইসি

আ) বিক্রম দোরাইস্বামী

ই) আলম চন্দ্র সেন

ঈ) কোনোটিই নয়

উত্তর : আ) বিক্রম দোরাইস্বামী



৮/ ২০২২ সালে সাহিত্য আকাদেমির ‘যুব সাহিত্য পুরস্কার’ পেলেন কত বছর বয়সী তরুণ কবি সুমন পাতারি ?

অ) ৩২

আ) ২৮

ই) ৩০

ঈ) ২৯

উত্তর‌ : ই) ৩০



৯/ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন চালু হল কোথায় ?

অ) জার্মানি

আ) অস্ট্রেলিয়া

ই) ইউরোপ

ঈ) কোনোটিই নয়

উত্তর : অ) জার্মানি



১০/ ভগবন্ত মান কোথাকার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ?

অ) কর্ণাটক

আ) উত্তর প্রদেশ

ই) হরিয়ান

ঈ) পাঞ্জাব

উত্তর : ঈ) পাঞ্জাব



১১/ রাজ্যের সব জমির রেকর্ডের ডিজিটালাইজেশন এর জন্য ‘দিশাঙ্ক’ নামে একটি অ্যাপ চালু করল কোন রাজস্ব বিভাগের ‘সার্ভে সেটেলমেন্ট এন্ড ল্যান্ড রেকর্ড’ ?

অ) কর্ণাটক

আ) পাঞ্জাব

ই) হরিয়ান

ঈ) কোনোটিই নয়

উত্তর : অ) কর্ণাটক



১২/ ২০২২ সালে ‘ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে’ ১৪৬ টি দেশের মধ্যে ভারত কত তম স্থান পেল ?

অ) ১৩৩ তম

আ) ১২২ তম

ই) ১৩৬ তম

ঈ) ১৩৫ তম

উত্তর : ই) ১৩৬ তম



১৩/ চীনে, ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে ?

অ) দেবাশীষ গুপ্ত রঞ্জন দাস

আ) স্নেহাশীষ গোস্বামী

ই) আহান জেট সি

ঈ) প্রদীপ কুমার রাওয়াত

উত্তর : ঈ) প্রদীপ কুমার রাওয়াত



১৪/ জার্মানিতে হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন গুলির সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার পর্যন্ত ?

অ) ১৩০

আ) ১৪০

ই) ১৫০

ঈ) ১৬০

উত্তর : আ) ১৪০



১৫/ ফরাসি কোম্পানি ‘অ্যালস্টম’ হাইড্রোজেন চালিত যাত্রীবাহীতে ট্রেন কয়টি তৈরি করেছে ?

অ) ১৪ টি

আ) ১২ টি

ই) ১৫ টি

ঈ) ১৩ টি

উত্তর : অ) ১৪ টি



১৬/ কনৌজকে সুগন্ধি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সিদ্ধান্ত নিল কোথাকার সরকার ?

অ) কর্ণাটক

আ) উত্তর প্রদেশ

ই) শিলিগুড়ি

ঈ) গুজরাট

উত্তর : আ) উত্তর প্রদেশ



১৭/ কত বছরেরও বেশি সময় পর উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য নাগাল্যান্ডের তৈরি হল দ্বিতীয় রেলওয়ে স্টেশন ?

অ) ১১৯

আ) ৫৬

ই) ১৭৮

ঈ) ২১৯

উত্তর : অ) ১১৯



১৮/ ড. আসগর বাজাহাট কততম ‘ব্যাস সম্মান’ পেলেন ?

অ) ৩৪ তম

আ) ৪৩ তম

ই) ৩১ তম

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) ৩১ তম



১৯/ ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রের নাম কি ?

অ) ভাইজান

আ) শেরশাহ

ই) টয়লেট

ঈ) কোনোটিই নয়

উত্তর : আ) শেরশাহ



২০/ আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে সিদ্ধান্ত নিলেন কে ?

অ) রাহুল শর্মা

আ) পঙ্কজ শর্মা

ই) রাহুল দ্রাবিড়

ঈ) কোনোটিই নয়

উত্তর : অ) রাহুল শর্মা

General Knowledge MCQ for Primary TET 2022
General Knowledge MCQ for Primary TET 2022

২১/ ‘অল ইন্ডিয়া রেডিও’র নিউজ সার্ভিসেস ডিভিশনের ডাইরেক্টর জেনারেল হিসেবে মনোনীত হলেন কে ?

অ) রাজেন্দ্র কুমার গুপ্ত

আ) অসিত গুপ্ত দাস

ই) ড. বসুধা গুপ্ত

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) ড. বসুধা গুপ্ত



২২/ ভারতের প্রথম রাজ্য হিসেবে জুতো ও চামড়ার পণ্য নীতি চালু করল কোন সরকার ?

অ) জার্মান সরকার

আ) কর্ণাটক সরকার

ই) তামিলনাড়ু সরকার

ঈ) উড়িষ্যা সরকার

উত্তর : ই) তামিলনাড়ু সরকার



২৩/ ছত্রিশগড়ে মোট জেলার সংখ্যা কটি ?

অ) ৩২ টি

আ) ২৪ টি

ই) ৩১ টি

ঈ) ৩০ টি

উত্তর : ই) ৩১ টি



২৪/ ২০২২ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ এর খেতাব পেলেন কর্নাটকের কত বছর বয়সী মডেল দিভিতা রায় ?

অ) ২৩

আ) ৩৩

ই) ২২

ঈ) ২১

উত্তর : অ) ২৩



২৫/ বাস্তু তন্ত্রের শক্তি প্রবাহের পথ দেখতে কেমন হয় ?

অ) লম্বা কার

আ) নিরাকার

ই) বৃত্তাকার

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) বৃত্তাকার



২৬/ বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে মাকড়সার নাম রাখা হলো তার নাম কি ?

অ) হেলেই জগদীশচন্দ্র

আ) ট্যারেন্টুলা জগদীশচন্দ্র

ই) হেলিগমোমেরাস জগদীশচন্দ্র

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) হেলিগমোমেরাস জগদীশচন্দ্র



২৭) 2022 সালে মরণোওর ‘কর্ণাটক রত্ন’ পাচ্ছেন কন্নড় চলচ্চিত্র তারকার নাম কি ?

অ) অনীক রাজকুমার

আ) পুলকেশ দত্ত

ই) স্নেহাশীষ গোস্বামী

ঈ) পুনিত রাজকুমার

উত্তর : ঈ) পুনিত রাজকুমার



২৮/ কত সালে পুনিত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ?

অ) ২০২১

আ) ২০২২

ই) ২০২০

ঈ) ২০১৯

উত্তর : অ) ২০২১



২৯/ বিসিজি টিকা কোন রোগের প্রতিশোধক ?

অ) কলেরা

আ) যক্ষা

ই) আমাশা

ঈ) কোনোটিই নয়

উত্তর : আ) যক্ষা



৩০/ ‘বোসন কণা’ কোন বিজ্ঞানীর সঙ্গে জড়িত বলে মনে করা হয় ?

অ) জগদীশ চন্দ্র রায়

আ) প্রফুল্ল চন্দ্র

ই) সত্যেন্দ্রনাথ বোস

ঈ) কোনোটিই নয়

উত্তর : ই) সত্যেন্দ্রনাথ বোস

Share This Post:

Leave a Comment